যদি আমি দ্রুত উত্তর না দিতে পারি! তাহলে বুঝবেন; আমি বিশ্ববিদ্যালয়ে, অথবা ডেটিং-এ রয়েছি, একটি যুদ্ধে চলে গিয়েছি, অথবা ক্লান্ত-অবসন্ন অবস্থায় আছি, ছুটি পালন করতে পারি, হতে পারে আমাকে অপহরণ করা হয়েছে, কারাগারেও থাকার সম্ভবনা রয়েছে, হয়তবা ঘুমিয়ে পড়েছি, অথবা সম্ভবত মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি।
এই ব্যবহারকারী একজন বাংলাদেশী কিন্ত কাজ করতে পছন্দ করেন বিশ্বব্যাপি; যেমন: দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন Commons, English, हिंदी, اردو, मराठी, தமிழ் ভাষায়
মাসুম ইবনে মুসা (ইংরেজি: Masum Ibn Musa, জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৯১) খুলনা, বাংলাদেশ। তিনি হলেন একজন উইকিপিডিয়ান এবং ইন্টারনেট বিশেষজ্ঞ। তিনি অধিকাংশ সময়ে সম্পাদনা করেছেন ক্রিকেটার, অভিনেতা এবং অভিনেত্রীর নিবন্ধ। শিক্ষাকালীন সময়ে থেকে তিনি কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ, লেখালেখী, বৈদ্যুুতিক এবং মেকানিক্যাল কাজের সাথে জড়িত ছিলেন। যদিও তিনি একজন সুদক্ষ কম্পিউটার বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক হিসেবে পরিচিত।
মাসুম খুলনা জেলারকয়রা থানায় উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম শৈশব শিক্ষক ছিলেন মাস্টার হাবিবুর রহমান (তাঁর পিতামহ); তিনি বড়বাড়ী প্রাথমিক স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন সম্পন্ন করেন। এরপর তিনি "কয়রা মদিনাবাদ উচ্চ বিদ্যালয়" (২০০৬) সালে তার মাধ্যমিক জীবন পার করেন। তার উচ্চ মাধ্যমিক শিক্ষা "কপোতাক্ষ কলেজ" (২০০৮) সালে সম্পন্ন হয়। শিক্ষাকালীন সময়ে তিনি "এম এম কম্পিউটার ইনস্টিটিউট" পূর্বের "কলেজ কম্পিউটার" (২০০৪-২০০৮) সালের কম্পিউটার শিক্ষক হিসেবে একজন উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ২০০৬ সালে তিনি তার নিজের কম্পিউটার ইনস্টিটিউট "দিগন্ত কম্পিউটার" প্রতিষ্ঠা করেন। তিনি তার বিবিএ অনার্সবি এল কলেজে খুলনা থেকে অর্থনীতি বিষয়ে (২০০৯-২০১২) শুরু করেছিলেন এবং এমএ (২০১৩) সালে একই বিষয়ে।
মাসুম ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারী তারিখে সর্বপ্রথম আইপি এ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদনার মাধ্যমে বিশ্ব উইকি পরিবারের সাথে সম্পৃক্ত হন। যদিও উক্ত সময়ে বাংলা উইকিতে তেমন কোন প্রভাব ছিলনা; এজন্য ইংরেজী উইকিতে প্রাথমিকভাবে কাজ শুরু করেন। এরপর মোটামুটিভাবে ২০১০ সাল থেকে মাসুম+ অন্যান্য নামে এ্যাকাউন্টে কাজ করে আসলেও সর্বশেষ মাসুম ইবনে মুসা নামের এ্যাকাউন্ট থেকে বর্তমানে কাজ করছেন। তবে তিনি ক্রিকেটার, শিল্পী, খেলোয়াড়, অভিনেতা ও অভিনেত্রীর নিবন্ধে কাজ করতে পছন্দ করেন। এছাড়াও ইসলাম সম্পর্কিত নিবন্ধে কাজ করতে ভালবাসেন।