বিজয়া (চলচ্চিত্র)
অবয়ব
বিজয়া | |
---|---|
![]() ছবির পোস্টার | |
পরিচালক | কৌশিক গঙ্গোপাধ্যায় |
চিত্রনাট্যকার | কৌশিক গঙ্গোপাধ্যায় |
কাহিনিকার | কৌশিক গঙ্গোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | আবির চ্যাটার্জী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় লামা হালদার |
সুরকার | ইন্দ্রদীপ দাশগুপ্ত জালালউদ্দিন |
চিত্রগ্রাহক | সৌভিক বসু |
সম্পাদক | শুভজিৎ সিংহা |
প্রযোজনা কোম্পানি | অপেরা মুভিজ |
পরিবেশক | স্টার সিনার্জি এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বিজয়া হলে ২০১৮ এর বাংলা চলচ্চিত্র । অপেরা মুভিজের প্রযোজনায় ও সুপর্ণকান্তি করাতির পরিবেশনায় চলচ্চিত্রটি পরিচালনা করেন কৌশিক গঙ্গোপাধ্যায়।[১] আবির চ্যাটার্জি ও জয়া আহসান ছবিটিতে অভিনয় করেছেন।[২] এটি কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন (২০১৭) ছবির সিক্যুয়েল বা পরের কিস্তি। [৩] ৪ জানুয়ারি, ২০১৯ এ ছবিটি মুক্তি পায়।
অভিনয়ে
[সম্পাদনা]- নাসির আলি চরিত্রে আবির চ্যাটার্জী
- পদ্মা চরিত্রে জয়া আহসান
- গণেশ মন্ডল চরিত্রে কৌশিক গাঙ্গুলি
- লাউ চরিত্রে লামা হালদার
সংগীত
[সম্পাদনা]বিজয়া | |
---|---|
ইন্দ্রদীপ দাশগুপ্ত কর্তৃক সাউন্ডট্র্যাক | |
মুক্তির তারিখ | ২০১৯ |
শব্দধারণের সময় | ২০১৯ |
ঘরানা | ফিচার ছবির সাউন্ডট্র্যাক |
ভাষা | বাংলা |
প্রযোজক | কৌশিক গাঙ্গুলি |
মন জানে না থেকে একক গান | |
|
ছবিটির সংগীত ও আবহসংগীত আয়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কন্ঠ | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "তোমার পাশের দেশ" | কৌশিক গাঙ্গুলি | ইন্দ্রদীপ দাশগুপ্ত | অরিজিৎ সিং | ৪:০১ |
২. | "একূল ভাঙে ওকূল গড়ে (নজরুল গীতি)" | টিবিএ | ইন্দ্রদীপ দাশগুপ্ত | অর্ক প্রভ মুখার্জি | ৩:৪৭ |
৩. | "কালো মেঘ আকাশের গায়" | জালালউদ্দিন | জালালউদ্দিন | রাজিব দাস (দোহার) | ৪:৪৪ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.firstpost.com/entertainment/bijoya-movie-review-kaushik-ganguly-crafts-a-flawed-albeit-satisfactory-sequel-to-bishorjan-5877281.html
- ↑ "Bijoya Movie Review {3.5/5}: Critic Review of Bijoya"। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "'Bijoya': 5 reasons you shouldn't miss Kaushik Ganguly's 'Bishorjon' sequel"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯।