শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার | |
---|---|
![]() | |
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে সেরা অভিনেতা হিসেবে অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ সরকার |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ (১৯৭৫-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ (২০১৯-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | তারিক আনাম খান (আবার বসন্ত) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবাসাইট |
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার যা; বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে সেরা অভিনেতাদের ১৯৭৬ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়।[১] এই বিভাগে সর্বাধিক সাতবার পুরস্কার লাভ করেন আলমগীর। পাঁচবার এই পুরস্কার লাভ করেন রাজ্জাক ও ফেরদৌস আহমেদ; চার বার করে পান রাইসুল ইসলাম আসাদ ও শাকিব খান; তিনবার করে পান বুলবুল আহমেদ ও রিয়াজ দুইবার করে পান সোহেল রানা, মাহফুজ আহমেদ ও চঞ্চল চৌধুরী।
বিজয়ী অভিনেতা[সম্পাদনা]
[[চিত্|thumb|right|120px|এটিএম শামসুজ্জামান দায়ী কে? (১৯৮৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।]]

রাইসুল ইসলাম আসাদ পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭) ও লালসালু (২০০১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।

রিয়াজ দুই দুয়ারী (২০০০), দারুচিনি দ্বীপ (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।
১৯৭০-এর দশক[সম্পাদনা]
বছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৫ | আনোয়ার হোসেন | লাঠিয়াল | কাদের লাঠিয়াল | [২] |
১৯৭৬ | রাজ্জাক | কি যে করি | বাদশাহ | [৩] |
১৯৭৭ | বুলবুল আহমেদ | সীমানা পেরিয়ে | কালু | |
১৯৭৮ | বুলবুল আহমেদ রাজ্জাক |
বধূ বিদায় অশিক্ষিত |
সাগর রহমত |
[৩] |
১৯৭৯ | শ্রেষ্ঠ অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি |
১৯৮০-এর দশক[সম্পাদনা]
বছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ | বুলবুল আহমেদ | শেষ উত্তর | ইমরান | |
১৯৮১ | পুরস্কার দেওয়া হয় নি | |||
১৯৮২ | রাজ্জাক | বড় ভালো লোক ছিল | ইয়াসিন | [৩] |
১৯৮৩ | সোহেল রানা | লালু ভুলু | ||
১৯৮৪ | রাজ্জাক | চন্দ্রনাথ | চন্দ্রনাথ | [৩] |
১৯৮৫ | আলমগীর | মা ও ছেলে | দীপক চৌধুরী | [৪] |
১৯৮৬ | ইলিয়াস কাঞ্চন গোলাম মুস্তাফা |
পরিণীতা শুভদা |
- হারান |
|
১৯৮৭ | আলমগীর এটিএম শামসুজ্জামান |
অপেক্ষা দায়ী কে? |
- কদম আলী |
[৪] |
১৯৮৮ | রাজ্জাক | যোগাযোগ | শাহেদ চৌধুরী | [৩] |
১৯৮৯ | আলমগীর | ক্ষতিপূরণ | আলম | [৪] |
১৯৯০-এর দশক[সম্পাদনা]
বছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ | আলমগীর | মরণের পরে | সাগর | [৪] |
১৯৯১ | আলমগীর | পিতা মাতা সন্তান | ||
১৯৯২ | আলমগীর | অন্ধ বিশ্বাস | আলম | |
১৯৯৩ | রাইসুল ইসলাম আসাদ | পদ্মা নদীর মাঝি | কুবের | |
১৯৯৪ | আলমগীর | দেশপ্রেমিক | [৪] | |
১৯৯৫ | রাইসুল ইসলাম আসাদ | অন্য জীবন | ||
১৯৯৬ | সোহেল রানা | অজান্তে | আসাদ | |
১৯৯৭ | রাইসুল ইসলাম আসাদ | দুখাই | দুখাই | |
১৯৯৮ | ফেরদৌস আহমেদ | হঠাৎ বৃষ্টি | অজিত | |
১৯৯৯ | জাহিদ হাসান | শ্রাবণ মেঘের দিন | মতি/ঘাতক (গায়ক) | [৫] |
২০০০-এর দশক[সম্পাদনা]
বছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | রিয়াজ | দুই দুয়ারী | রহস্য মানব | |
২০০১ | রাইসুল ইসলাম আসাদ | লালসালু | আব্দুল মজিদ | |
২০০২ | শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয়নি | |||
২০০৩ | মান্না | বীর সৈনিক | মোহাম্মদ আলী/আবদুল্লাহ | [৬] |
২০০৪ | হুমায়ুন ফরীদি | মাতৃত্ব | জব্বার | [৭] |
২০০৫ | মাহফুজ আহমেদ | লাল সবুজ | সবুজ | |
২০০৬ | আরমান পারভেজ মুরাদ | ঘানি | বজলু | |
২০০৭ | রিয়াজ | দারুচিনি দ্বীপ | শুভ্র/কানাবাবা | |
২০০৮ | রিয়াজ | কি যাদু করিলা | সাগর | [৮] |
২০০৯ | চঞ্চল চৌধুরী ফেরদৌস আহমেদ |
মনপুরা গঙ্গাযাত্রা |
সোনাই বিকাশ |
[৯] |
২০১০-এর দশক[সম্পাদনা]
বছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | শাকিব খান | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | সূর্য খান | [১০] |
২০১১ | ফেরদৌস আহমেদ | কুসুম কুসুম প্রেম | হাশেম | [১১] |
২০১২ | শাকিব খান | খোদার পরে মা | মুন্না / সিডর | [১২] |
২০১৩ | তিতাস জিয়া | মৃত্তিকা মায়া | বৈশাখ | [১৩] |
২০১৪ | ফেরদৌস আহমেদ | এক কাপ চা | শফিক | [১৪] |
২০১৫ | মাহফুজ আহমেদ শাকিব খান |
জিরো ডিগ্রী আরো ভালোবাসবো তোমায় |
অমিত শাকিব খান |
[১৫] |
২০১৬ | চঞ্চল চৌধুরী | আয়নাবাজি | শরাফত করিম আয়না | [১৬] |
২০১৭ | শাকিব খান আরিফিন শুভ |
সত্তা ঢাকা অ্যাটাক |
সবুজ আবিদ রহমান |
[১৭] |
২০১৮ | ফেরদৌস আহমেদ সায়মন সাদিক |
পুত্র জান্নাত |
? আসলাম / ইফতেখার |
[১৭] |
২০১৯ | তারিক আনাম খান | আবার বসন্ত | [১৮] |
একাধিকবার বিজয়ী[সম্পাদনা]

আলমগীর সর্বাধিক সাতবার এই পুরস্কার লাভ করেন।
- ৭ বার
- আলমগীর (টানা চারবার সহ)
- ৫ বার
- ৪ বার
- ৩ বার
- ২ বার
আরও দেখুন[সম্পাদনা]
- শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
- শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "লাঠিয়াল"। Samakal। ২০১২-০৮-১৫। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Anwar Hossain passes away"। The Daily Star। ২০১৩-০৯-১৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ "যে পাঁচ সিনেমার জন্য সেরা রাজ্জাক"। পরিবর্তন.কম। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ মঈনুদ্দীন, অভি (৬ আগস্ট ২০১৫)। "অনবদ্য আলমগীর"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ Shilpi Mahalanobish (২০০৩-১২-৩১)। "The year that was! The joy of achievement and agony of loss: Zahid Hassan"। The Daily Star। সংগ্রহের তারিখ অক্টোবর ৫, ২০১৫।
- ↑ Kamruzzaman (২০০৯-১০-১৩)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি আটকে যাচ্ছে?"। Prothom Alo। মে ১৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১৫।
- ↑ Nadia Sarwat (অক্টোবর ২৫, ২০০৮)। "National Film Awards generate enthusiasm"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫।
- ↑ Meghla Rahman Brishti (ফেব্রুয়ারি ১৯, ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"। দৈনিক কালের কণ্ঠ। জানুয়ারি ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫।
- ↑ "ফেরদৌস ও চঞ্চল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা, পপি শ্রেষ্ঠ অভিনেত্রী"। দৈনিক জনকণ্ঠ। ২২ জুলাই ২০১১। ২০১৮-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান"। দৈনিক কালের কণ্ঠ। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "সেরা চলচ্চিত্র 'গেরিলা', ফেরদৌস ও জয়া শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী"। দৈনিক ইত্তেফাক। ১৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২: সেরা অভিনেতা শাকিব খান অভিনেত্রী জয়া আহসান"। বণিক বার্তা। মে ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শ্রেষ্ঠ চলচ্চিত্র \\\'মৃত্তিকা মায়া\\\', অভিনেতা তিতাস, অভিনেত্রী মৌসুমি ও শর্মিমালা"। বাংলাদেশ প্রতিদিন। ১০ মার্চ ২০১৫। ৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ : সেরা অভিনেতা ফেরদৌস অভিনেত্রী মৌসুমী ও বিদ্যা সিনহা মিম"। দৈনিক ভোরের কাগজ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫: শাকিব খান-মাহফুজ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী জয়া"। দৈনিক কালের কণ্ঠ। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (PDF)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (PDF)। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।