স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
জন্ম
স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত
জাতীয়তাভারতীয়
পেশাসঙ্গীতশিল্পী

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত[১] বর্তমান রবীন্দ্রসঙ্গীত[২][৩] শিল্পীদের মধ্যে এক উজ্জ্বল নাম।[৪] পিতা পবিত্র দাশগুপ্ত। রবীন্দ্রসংগীতশিল্পী মায়া সেনের শিষ্যা। স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের জন্ম কলকাতায়। তাঁর পিতা পবিত্র দাশগুপ্ত ছিলেন মারিস মিউজিক কলেজের লেকচারার এবং মা সুব্রতা দাশগুপ্ত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত বিশ্বাসের ছাত্রী। স্বাগতালক্ষ্মীর পরিবারে শাস্ত্রীয় সংগীতের চর্চা ছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সংগীতে এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মায়া সেনের কাছে গান শিখেছিলেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর লেকচারারের দায়িত্ব পালন করেন স্বাগতালক্ষ্মী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Official Website of Swagatalakshmi Dasgupta
  2. "The Tagoreans"। ১৩ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "ক্যানসার উপেক্ষা করে টানা ১৬৬ দিন গাইছেন স্বাগতালক্ষ্মী"EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭ 
  4. "ক্যানসারকে উপেক্ষা করে টানা গান গেয়ে চলেছেন শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]