রাইসুল ইসলাম আসাদ
রাইসুল ইসলাম আসাদ | |
---|---|
![]() আসাদ ২০১৬ সালে | |
জন্ম | আসাদুজ্জামান মোহাম্মদ রাইসুল ইসলাম ১৫ জুন ১৯৫২ বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() ![]() |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৭২ – বর্তমান |
পুরস্কার |
আসাদুজ্জামান মোহাম্মদ রাইসুল ইসলাম (যিনি রাইসুল ইসলাম আসাদ নামে পরিচিত, জন্ম ১৫ জুন, ১৯৫২) একজন বাংলাদেশী অভিনেতা যিনি বেতার, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি চার বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২০২১ সালে একুশে পদক ২০২১ লাভ করেন।
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
আসাদুজ্জামান মোহাম্মদ রাইসুল ইসলাম ১৯৫২ সালের ১৫ই জুন জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা কলেজিয়েট স্কুলে।
অভিনয় জীবন[সম্পাদনা]
১৯৭২ সালে আসাদ প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন, "আমি রাজা হব না" এবং "সর্পবিষয়ক" নামের দুইটি নাটকে। তার প্রথম চলচ্চিত্র ১৯৭৩ সালে মুক্তি পাওয়া আবার তোরা মানুষ হ।[১] আসাদ নাটক পরিচালনাও করছেন। ২০১০ সালে তিনি ধারাবাহিক নাটক "আলো ছায়া" পরিচালনা করেন যার রচয়িতা ছিলেন আজাদ আবুল কালাম। তানভীর মোকাম্মেলের লালন (২০০৪) চলচ্চিত্রে তিনি লালন চরিত্রে এবং গৌতম ঘোষের মনের মানুষ (২০১০) চলচ্চিত্র লালনের গুরু সিরাজ সাঁই চরিত্রে অভিনয় করেছেন। মানিক বন্দ্যোপাধায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি (১৯৯৩) চলচ্চিত্রে তিনি কুবের চরিত্রে অভিনয় করেন।[২]
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ[সম্পাদনা]
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আসাদ ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কিংবদন্তি খ্যাতিপ্রাপ্ত ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিলেন।[৩] যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেনঃ ‘না, আমার কখনও আক্ষেপ হয় না। এই যে আপনি এ আক্ষেপ করার ভাবনাটা একটি স্বাধীন দেশে বসে করতে পারছেন—এটাই তো অনেক বড় পাওয়া। সবার আগে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?’[৪]
চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]
- অপারেশন সুন্দরবন (আসন্ন)
- কালের পুতুল (২০১৮)
- মেয়েটি এখন কোথায় যাবে (২০১৭)
- একই বৃত্তে (২০১১)
- আমার বন্ধু রাশেদ (২০১১)
- লালন (২০০৪)
- মনের মানুষ (২০১০)
- দূরত্ব (২০০৬)
- লালসালু (২০০১)
- উত্তরা (২০০০)
- কিত্তনখোলা (২০০০)
- হঠাৎ বৃষ্টি (১৯৯৮)
- দুখাই (১৯৯৭)
- লাল দরজা (১৯৯৭)[১]
- অন্য জীবন (চলচ্চিত্র) (১৯৯৫)
- পদ্মা নদীর মাঝি (১৯৯৩)
- সুরুজ মিয়া (১৯৮৫)
- ঘুড্ডি (১৯৮০)
- আবার তোরা মানুষ হ (১৯৭৩)
- পতঙ্গ (হিন্দি)
- আমরা একটা সিনেমা বানাবো
টেলিভিশন নাটক[সম্পাদনা]
সম্মাননা[সম্পাদনা]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার[সম্পাদনা]
বছর | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
১৯৯৩ | শ্রেষ্ঠ অভিনেতা | পদ্মা নদীর মাঝি | বিজয়ী |
১৯৯৫ | শ্রেষ্ঠ অভিনেতা | অন্য জীবন | বিজয়ী |
১৯৯৭ | শ্রেষ্ঠ অভিনেতা | দুখাই | বিজয়ী |
২০০১ | শ্রেষ্ঠ অভিনেতা | লালসালু | বিজয়ী |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "সময়ের তারকাঃ রাইসুল ইসলাম আসাদ"। দৈনিক প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ ক খ "ক থো প ক থ নঃ দুটি ছবিতে কাজের অভিজ্ঞতা দুই রকম"। দৈনিক প্রথমআলো। ২৫ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ ক্র্যাক প্লাটুন : হার না মানা বীরত্বগাথা, ভোরের কাগজ, ২ ডিসেম্বর ২০১৪
- ↑ "আমার আমিতে রাইসুল ইসলাম আসাদ"। দৈনিক আমার দেশ। ৬ ফেব্রুয়ারি ২০১১। ৯ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "মুক্তিযোদ্ধা আসাদ"। দৈনিক সমকাল। ৭ জানুয়ারি ২০১০। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "13th Universal Sufi Fest held"। দ্য ডেইলি অবজারভার (ইংরেজি ভাষায়)। ঢাকা। পৃষ্ঠা ১১।
- ↑ "রাহে ভান্ডারের ১৩ তম মহাত্মা সম্মেলনে বক্তারা"। দৈনিক আজাদী। ২০১৭-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২৭।
- ↑ "সম্মাননা"। দৈনিক প্রথম আলো। ২০১৭-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে রাইসুল ইসলাম আসাদ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ১৯৫২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- বাংলাদেশী মঞ্চ অভিনেতা
- বাংলাদেশী টেলিভিশন অভিনেতা
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের মুক্তিযোদ্ধা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- শিল্পকলায় একুশে পদক বিজয়ী
- ২০২১-এ একুশে পদক বিজয়ী