লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল | |
---|---|
200px লক্ষ্মীকান্ত (বাঁয়ে) - প্যায়ারেলাল (ডানে) | |
প্রাথমিক তথ্য | |
আরো যে নামে পরিচিত | এল-পি, লক্ষ্মী-প্যায়ারে |
ধরন | ফিল্ম স্কোর, ফিউশন মিউজিক |
পেশা | সুরকার, সংগীত পরিচালক, অর্কাস্ট্রাটর, কনডাক্টর |
কার্যকাল | ১৯৬৩ | –১৯৯৮
লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল হচ্ছে একটি ভারতীয় কিংবদন্তী সুরকার দ্বৈত, যা লক্ষ্মীকান্ত শন্তরাম কুডালকর (১৯৩৭-১৯৯৮) ও প্যায়ারেলাল রামপ্রসাদ শর্মা (জন্ম: ১৯৪০) দ্বারা গঠিত। তারা ১৯৬৩ থেকে ১৯৯৮ সাল নাগাদ ৭৫০টিরও অধিক হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা ও সুরারোপ করেছেন, রাজ কাপুর, দেব আনন্দ, বি.আর. চোপড়া, শক্তি সামন্ত, মনমোহন দেসাই, যশ চোপড়া, বনি কাপুর, জে. ওম প্রকাশ, রাজ খোসলা, এল ভি প্রসাদ, সুবাস ঘাই, কে বিশ্বনাথ ও মনোজ কুমার সহ প্রায় সব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন।