২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
তারিখ৩১ মার্চ – ২৮ মে ২০২৩
তত্ত্বাবধায়কভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড–রবিনপ্লে–অফ
আয়োজক ভারত
বিজয়ীচেন্নাই সুপার কিংস (৫ম শিরোপা)
রানার-আপগুজরাত টাইটান্স
অংশগ্রহণকারী দলসংখ্যা১০
খেলার সংখ্যা৭৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়শুভমান গিল (গুজরাত টাইটান্স)
সর্বাধিক রান সংগ্রহকারীশুভমান গিল (গুজরাত টাইটান্স) (৮৯০)
সর্বাধিক উইকেটধারীমোহাম্মদ শামি (গুজরাত টাইটান্স) (২৮)
আনুষ্ঠানিক ওয়েবসাইটwww.iplt20.com

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা আইপিএল ১৬ ও স্পনসরজনিত কারণে টাটা আইপিএল ২০২৩ নামেও পরিচিত। এটি হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ মৌসুম। আইপিএল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) দ্বারা প্রতিষ্ঠিত একটি পেশাদার টি২০ ক্রিকেট লিগ।[১] গুজরাত টাইটান্স দল গত মরসুমের বিজয়ী দল।

এই ১৬তম আসরের ফাইনাল ম্যাচ বৃষ্টির কারনে সংরক্ষিত দিনে স্থানান্তর খেলা হয় এবং সংরক্ষিত দিনেও বৃষ্টির জন্য খেলার ২য় ইনিংস দেড়ঘন্টা যাবৎ খেলা বন্ধ থাকে। পরবর্তিতে ডিএলএস নিয়ম অনুযায়ী চেন্নাইকে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট নির্ধারন করে দেয় ম্যাচ রেফারি। ১৫ ওভারে ১৭১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে নিজেদের ৫ম শিরোপা ঘরে তোলে চেন্নাই সুপার কিংস[২][৩]

পটভূমি[সম্পাদনা]

প্রতিযোগিতাটিতে দীর্ঘ ৪ বছর পর তার মূল স্থানীয় দলঅতিথি দল ধারাটি ফিরে আসে।[৪] কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে পূর্ববর্তী তিনটি আসর অনুষ্ঠিত হয় নিরপেক্ষ ভেন্যুতে।[৫] "ফ্যান পার্ক" দেশের ৪৫টি শহরে তৈরি করা হয়েছে, যা সর্বশেষে অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে[৬] মহামারীর পর প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানা[৭][৮] বিসিসিআই এই মৌসুম শুরুর আগে একটি প্রভাবশালী খেলোয়াড় প্রথা চালু করেছে। দলগুলি তাদের মূল একাদশের খেলোয়াড় ছাড়াও প্রতিটি খেলা শুরুর আগে তাদের দলের জন্য ৪জন বিকল্প খেলোয়াড় মনোনয়ন করতে পারবে। ম্যাচ চলাকালীন সময়ে একজন বিকল্প খেলোয়াড়কে ব্যবহার করতে পারবে।[৯]

অংশগ্রহণকারী দলসমূহ[সম্পাদনা]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ আসরের সবগুলো দলই কর্মকর্তাদের কিছুটা পরিবর্তন নিয়ে এবারের আসরে খেলছে।[১০][১১]

ফ্রাঞ্চাইজ প্রধান কোচ[১২] অধিনায়ক
চেন্নাই সুপার কিংস স্টিফেন ফ্লেমিং মহেন্দ্র সিং ধোনি
দিল্লি ক্যাপিটালস রিকি পন্টিং ডেভিড ওয়ার্নার
গুজরাত টাইটান্স আশীষ নেহরা হার্দিক পাণ্ড্য[ক]
কলকাতা নাইট রাইডার্স চন্দ্রকান্ত পণ্ডিত নিতিশ রানা
লখনউ সুপার জায়ান্টস অ্যান্ডি ফ্লাওয়ার লোকেশ রাহুল
মুম্বই ইন্ডিয়ান্স মার্ক বাউচার রোহিত শর্মা[খ]
পাঞ্জাব কিংস ট্রেভর বেলিস শিখর ধাওয়ান[গ]
রাজস্থান রয়্যালস কুমার সাঙ্গাকারা সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঞ্জয় বাঙ্গার ফাফ দু প্লেসিস[ঘ]
সানরাইজার্স হায়দ্রাবাদ ব্রায়ান লারা এইডেন মার্করাম[ঙ]

নতুন নিয়ম[সম্পাদনা]

এই আসর থেকেই বিসিসিআই চাচ্ছে নতুন কিছু নিয়ম প্রণয়ন করতে, যেমন মাঠে থাকা ফিল্ডার ও উইকেট-রক্ষকের অবিচারিত গতিবিধি ও অঙ্গভঙ্গি কারণে তারা ৫ রানের জরিমানা গুনবে এবং সাথে সাথে মাঠে থাকা আম্পায়ার উক্ত বলটিকে ডেড বা বাতিল বলে ঘোষণা করতে পারবে। উভয় দলের অধিনায়কগণ টসের পরে তাদের একাদশ ও বিকল্প খেলোয়াড় ঘোষণা করতে পারবে, ফলে তারা অবস্থা অনুযায়ী খেলতে পারবে। ৩০ গজের বাইরে কেবল চার জন খেলোয়াড় থাকার অনুমতি পাবে যদি নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করা না হয়।[১৩] খেলোয়াড়গন এখন ডিআরএস এর মাধ্যমে নো-বলওয়াইড বল পর্যবেক্ষণের সুযোগ পাবে, যা বর্তমানে মহিলা প্রিমিয়ার লিগে ব্যবহার হচ্ছে। টি২০ ক্রিকেটে এর ব্যবহার এটিই হবে প্রথম।[১৪]

কর্মকর্তার পরিবর্তন[সম্পাদনা]

২০২২ এর নভেম্বরে, শিখর ধাওয়ানের পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালকে পাঞ্জাব কিংস এর অধিনায়ক নিযুক্ত করা হয়।[১৫] অনিল কুম্বলে এর বদলে ট্রেভর বেলিসকে পাঞ্জাব কিংসের প্রধান কোচ নিযুক্ত করা হয়। ২০২২ এর আগস্টে, চন্দ্রকান্ত পণ্ডিতকে ব্রেন্ডন ম্যাককুলাম-এর স্থলে কলকাতা নাইট রাইডার্স এর প্রধান কোচ নির্বাচন করা হয়।[১৬] টম মুডিকে পরিবর্তন করে ব্রায়ান লারাকে সানরাইজার্স হায়দ্রাবাদ এর প্রধান কোচ নিযুক্ত করা হয়।[১৭]

২৩ ডিসেম্বর ২০২২ তারিখে কোচিতে আইপিএল-এর নিলাম অনুষ্ঠিত হয়।[১৮] সবচেয়ে দামী খেলোয়াড় হিসাবে নিলাম হয় টম কারেন, যাকে পাঞ্জাব কিংস  ১৮.৫০ কোটি (US$ ২.২৬ মিলিয়ন) মূল্যে কিনে নেয়। যা আইপিএল আসরের ইতিহাসে সর্বাধিক পরিশোধিত খেলোয়াড়।[১৯]

সরাসরি সম্প্রচার[সম্পাদনা]

২০২২-এর জুনে প্রতিযোগিতাটির সম্প্রচারস্বত্ত্ব ৪৮,৩৯০ কোটি (US$ ৫.৯১ বিলিয়ন) তে বিক্রয় হয়, যার ফলে প্রতিযোগিতাটি ন্যাশনাল ফুটবল লিগ-এর পর পৃথিবীর দ্বিতীয় দামী প্রতিযোগিতায় পরিণত হয় এবং ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছেনে ফেলে দেয়।[২০] স্টার স্পোর্টস তাদের সম্প্রচারস্বত্ত্ব নবায়ন করে এবং ভায়াকম ১৮ একচেটিয়াভাবে অনলাইন স্ট্রিমিংয়ের স্বত্ত্ব পায় যা তারা জিও সিনেমা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যেমে দর্শকের হাতে পৌছে দিবে।[২১][২২][২৩] প্রথমবারের মতো আইপিএলের ম্যাচগুলো সম্প্রচারিত হবে ৪কে (আল্ট্রা এইচডি); ভারতে এটি সম্প্রচারিত হবে বিনামূল্য শুধুমাত্র জিও সিনেমা অ্যাপে। সরাসরি ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের হাতে থাকছে ক্যামেরার দৃশ্যপট, ধারাভাষ্য ও ভাষা পরিবর্তনের সুযোগ।[২৪]

মাঠ[সম্পাদনা]

খেলাগুলো সারা ভারতে মোট ১২টি মাঠে অনুষ্ঠিত হবে, যদিও নক-আউট পর্বের খেলাগুলোর সূচি এখনো প্রকাশ করা হয়নি। গুয়াহাটি স্টেডিয়ামটি এবারের আইপিএল আসরে অভিষেক করতে যাচ্ছে এবং রাজস্থানের প্রথম ২টি স্থানীয় খেলা অনুষ্ঠিত হবে। পরের ৫টি স্থানীয় খেলা অনুষ্ঠিত হবে জয়পুরে[২৫], অপরদিকে দীর্ঘ ১০ বছর পর ধর্মশালায় অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংসের শেষ ২টি খেলা, যার প্রথম ৫টি খেলা অনুষ্ঠিত হবে মোহালিতে। অপর ৮টি দল তাদের স্থানীয় খেলাগুলো খেলবে তাদের পূর্বনির্ধারিত মাঠেই।

আহমেদাবাদ বেঙ্গালুরু চেন্নাই দিল্লি
গুজরাত টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস
নরেন্দ্র মোদী স্টেডিয়াম এম. চিন্নাস্বামী স্টেডিয়াম এম. এ. চিদম্বরম স্টেডিয়াম অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১৩২,০০০ ধারণক্ষমতা: ৩৫,০০০ ধারণক্ষমতা: ৫০,০০০ ধারণক্ষমতা: ৪১,০০০
ধর্মশালা গুয়াহাটি
পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম আসাম ক্রিকেট সংস্থা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ২৩,০০০ ধারণক্ষমতা: ৫০,০০০
হায়দ্রাবাদ জয়পুর
সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সয়াই মানসিং স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৫৫,০০০ ধারণক্ষমতা: ২৫,০০০
Frameless Frameless
কলকাতা লখনউ মোহালি মুম্বই
কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংস মুম্বই ইন্ডিয়ান্স
ইডেন গার্ডেন্স ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম ওয়াংখেড়ে স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৬৮,০০০ ধারণক্ষমতা: ৫০,০০০ ধারণক্ষমতা: ২৬,০০০ ধারণক্ষমতা: ৩৩,০০০
Frameless

বিন্যাস[সম্পাদনা]

পূর্বের আসরের ন্যায় দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্যায়ে ১৪টি ম্যাচ খেলবে, নিজগ্রুপের দলের সাথে একটি করে এবং অপরগ্রুপের দলের সাথে দুইটি করে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে।[২৬]

গ্রুপ এ গ্রুপ বি
মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস
কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ
রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্স
দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংস

ম্যাচের অগ্রগতি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব গ্রুপ দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর অগ্রসর/বিদায়
বি গুজরাত টাইটান্স (রা) ১৪ ১০ ২০ +০.৮০৯ বাছাই ১ এ অগ্রসর
বি চেন্নাই সুপার কিংস (চ্যা) ১৪ ১৭ +০.৬৫২
লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) ১৪ ১৭ +০.২৮৪ এলিমিনেটর পর্বে অগ্রসর
মুম্বই ইন্ডিয়ান্স (৩য়) ১৪ ১৬ −০.০৪৪
রাজস্থান রয়্যালস ১৪ ১৪ +০.১৪৮ বিদায়
বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ ১৪ +০.১৩৫
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১২ −০.২৩৯
বি পাঞ্জাব কিংস ১৪ ১২ −০.৩০৪
দিল্লি ক্যাপিটালস ১৪ ১০ −০.৮০৮
১০ বি সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১০ −০.৫৯০
২১ মে ২০২৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: IPLT20.com
সেরা চারটি দল প্লে-অফ-এ অগ্রসর হয়।

ম্যাচের সারাংশ[সম্পাদনা]

দলগ্রুপের খেলাপ্লে-অফ
১০১১১২১৩১৪ব১/এবা২ফা
কলকাতা নাইট রাইডার্স১০১০১২১২
গুজরাত টাইটান্স১০১২১২১৪১৬১৬১৮২০হা
চেন্নাই সুপার কিংস১০১০১০১১১৩১৫১৫১৭
দিল্লি ক্যাপিটালস১০১০
পাঞ্জাব কিংস১০১০১০১২১২১২
মুম্বাই ইন্ডিয়ান্স১০১০১২১৪১৪১৬হা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর১০১০১০১২১৪১৪
রাজস্থান রয়্যালস১০১০১০১০১২১২১৪
লখনউ সুপার জায়ান্টস১০১০১১১১১৩১৫১৭হা
সানরাইজার্স হায়দ্রাবাদ
জয়হারফলাফল হয়নি
  • টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের খেলা শেষে পয়েন্ট হালনাগাদ করা হয়েছে।
  • টীকা: খেলার সারাংশ দেখতে (গ্রুপ খেলার) পয়েন্টের উপর অথবা (প্লে-অফের) জ/হা এর উপর ক্লিক করুন।
অতিথি দল →কলকাতা গুজরাত চেন্নাই দিল্লি পাঞ্জাব মুম্বাই ব্যাঙ্গালোর রাজস্থান লখনউ হায়দ্রাবাদ
স্থানীয় দল ↓
কলকাতা নাইট রাইডার্সগুজরাত
৭ উইকেট
চেন্নাই
৪৯ রান
কলকাতা
৫ উইকেট
কলকাতা
৮১ রান
রাজস্থান
৯ উইকেট
লখনউ
১ রান
হায়দ্রাবাদ
২৩ রান
গুজরাত টাইটান্সকলকাতা
৩ উইকেট
গুজরাত
৫ উইকেট
দিল্লি
৫ রান
গুজরাত
৫৫ রান
রাজস্থান
৩ উইকেট
গুজরাত
৫৬ রান
গুজরাত
৩৪ রান
চেন্নাই সুপার কিংসকলকাতা
৬ উইকেট
চেন্নাই
২৭ রান
পাঞ্জাব
৪ উইকেট
চেন্নাই
৬ উইকেট
রাজস্থান
৩ রান
চেন্নাই
১২ রান
চেন্নাই
৭ উইকেট
দিল্লি ক্যাপিটালসদিল্লি
৪ উইকেট
গুজরাত
৬ উইকেট
চেন্নাই
৭৭ রান
পাঞ্জাব
৩১ রান
মুম্বাই
৬ উইকেট
দিল্লি
৭ উইকেট
হায়দ্রাবাদ
৯ রান
পাঞ্জাব কিংসপাঞ্জাব
৭ রান (ডি/এল)
গুজরাত
৬ উইকেট
দিল্লি
১৫ রান
মুম্বাই
৬ উইকেট
ব্যাঙ্গালোর
২৪ রান
রাজস্থান
৪ উইকেট
লখনউ
৫৬ রান
মুম্বাই ইন্ডিয়ান্সমুম্বাই
৫ উইকেট
মুম্বাই
২৭ রান
চেন্নাই
৭ উইকেট
পাঞ্জাব
১৩ রান
মুম্বাই
৬ উইকেট
মুম্বাই
৬ উইকেট
মুম্বাই
৮ উইকেট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকলকাতা
২১ রান
গুজরাত
৬ উইকেট
চেন্নাই
৮ রান
ব্যাঙ্গালোর
২৩ রান
ব্যাঙ্গালোর
৮ উইকেট
ব্যাঙ্গালোর
৭ রান
লখনউ
১ উইকেট
রাজস্থান রয়্যালসগুজরাত
৯ উইকেট
রাজস্থান
৩২ রান
রাজস্থান
৫৭ রান
পাঞ্জাব
৫ রান
ব্যাঙ্গালোর
১১২ রান
লখনউ
১০ রান
হায়দ্রাবাদ
৪ উইকেট
লখনউ সুপার জায়ান্টসগুজরাত
৭ রান
খেলা
পরিত্যাক্ত
লখনউ
৫০ রান
পাঞ্জাব
২ উইকেট
লখনউ
৫ রান
ব্যাঙ্গালোর
১৮ রান
লখনউ
৫ উইকেট
সানরাইজার্স হায়দ্রাবাদকলকাতা
৫ রান
দিল্লি
৭ রান
হায়দ্রাবাদ
৮ উইকেট
মুম্বাই
১৪ রান
ব্যাঙ্গালোর
৮ উইকেট
রাজস্থান
৭২ রান
লখনউ
৭ উইকেট
স্থানীয় দল জয়ীঅতিথি দল জয়ীখেলা পরিত্যাক্ত
  • দ্রষ্টব্য: ম্যাচের ফলাফল স্থানীয় দল (লম্বালম্বি ভাবে) এবং অতিথি দল (আড়াআড়ি ভাবে) অনুযায়ী সাজানো হয়েছে।
  • দ্রষ্টব্য: ম্যাচের পূর্ণাঙ্গ ফলাফল জানতে সংক্ষিপ্ত ফলাফলে ক্লিক করুন।

গ্রুপ পর্ব[সম্পাদনা]

১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে গ্রুপ পর্বের সময়সূচী প্রকাশ করা হয়।[২৭]

খেলাগুলো[সম্পাদনা]

ম্যাচ ১
৩১ মার্চ ২০২৩
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
১৭৮/৭ (২০ ওভার)
গুজরাত টাইটান্স (স্থা)
১৮২/৫ (১৯.২ ওভার)

ম্যাচ ২
১ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস (স্থা)
১৯১/৫ (২০ ওভার)
ভানুকা রাজাপক্ষ ৫০ (৩২)
টিম সাউদি ২/৫৪ (৪ ওভার)
আন্দ্রে রাসেল ৩৫ (১৯)
আর্শদীপ সিং ৩/১৯ (৩ ওভার)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কলকাতা নাইট রাইডার্সের জন্য ১৬ ওভারে ১৫৩ রানের নতুন লক্ষ্যমাত্রা প্রদান করা হয়।
  • বিকল্প খেলোয়াড়: ভানুকা রাজাপক্ষের পরিবর্তে রিশি ধাওয়ান (পাঞ্জাব কিংস) এবং বরুন চক্রবর্তীর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স) বিকল্প ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে আসেন।[৩০]

ম্যাচ ৩
১ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১৯৩/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৪৩/৯ (২০ ওভার)
কাইল মেয়ার্স ৭৩ (৩৮)
খলিল আহমেদ ২/৩০ (৪ ওভার)
ডেভিড ওয়ার্নার ৫৬ (৪৮)
মার্ক উড ৫/১৪ (৪ ওভার)

ম্যাচ ৪
২ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
২০৩/৫ (২০ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ(স্থা)
১৩১/৮ (২০ ওভার)
সঞ্জু স্যামসন ৫৫ (৩২)
টি. নটরাজন ২/২৩ (৩ ওভার)

ম্যাচ ৫
২ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৭১/৭ (২০ ওভার)
তিলক বর্মা ৮৪* (৪৬)
কর্ণ শর্মা ২/৩২ (৪ ওভার)
বিরাট কোহলি ৮২* (৪৯)
আরশাদ খান ১/২৮ (২.২ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়ী
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
আম্পায়ার: নিতিন মেননতপন শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাফ দু প্লেসিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ ৬
৩ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস (স্থা)
২১৭/৭ (২০ ওভার)
কাইল মেয়ার্স ৫৩ (২২)
মঈন আলী ৪/২৬ (৪ ওভার)
চেন্নাই সুপার কিংস ১২ রানে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রে) ও অক্ষয় তোত্রে (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মঈন আলী (চেন্নাই সুপার কিংস)

ম্যাচ ৭
৪ এপ্রিল ২০২৩
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১৬২/৮ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৬৩/৪ (১৮.১ ওভার)
ডেভিড ওয়ার্নার ৩৭ (৩২)
রশীদ খান ৩/৩১ (৪ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন সরফরাজ খান এর পরিবর্তে খলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস) এবং জোশ লিটল-এর পরিবর্তে বিজয় শঙ্কর (গুজরাত টাইটান্স)।

ম্যাচ ৮
৫ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৯৭/৪ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস (স্থা)
১৯২/৭ (২০ ওভার)
শিখর ধাওয়ান ৮৬* (৫৬)
জেসন হোল্ডার ২/২৯ (৪ ওভার)
সঞ্জু স্যামসন ৪২ (২৫)
নাথান এলিস ৪/৩০ (৪ ওভার)

ম্যাচ ৯
৬ এপ্রিল ২০২৩
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
২০৪/৭ (২০ ওভার)
শার্দুল ঠাকুর ৬৮ (২৯)
ডেভিড উইলি ২/১৬ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৮১ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: বীরেন্দার শর্মা (ভারত) ও বিনোদ শেশান (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্দুল ঠাকুর (কলকাতা নাইট রাইডার্স)

ম্যাচ ১০
৭ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১২৭/৫ (১৬ ওভার)
লোকেশ রাহুল ৩৫ (৩১)
আদিল রশিদ ২/২৩ (৩ ওভার)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন অমিত মিশ্র এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপারজায়ান্টস) এবং রাহুল ত্রিপাঠী-এর পরিবর্তে ফজলহক ফারুকী (সানরাইজার্স হায়দ্রাবাদ)।

ম্যাচ ১১
৮ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস (স্থা)
১৯৯/৪ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৪২/৯ (২০ ওভার)
জস বাটলার ৭৯ (৫১)
মুকেশ কুমার ২/৩৬ (৪ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন খলিল আহমেদ এর পরিবর্তে পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস) এবং জস বাটলার-এর পরিবর্তে মুরুগান অশ্বিন (রাজস্থান রয়্যালস)।

ম্যাচ ১২
৮ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
১৫৭/৮ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস
১৫৯/৩ (১৮.১ ওভার)
চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও নিখিল পটবর্ধন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: অজিঙ্কা রাহানে (চেন্নাই সুপার কিংস)

ম্যাচ ১৩
৯ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স (স্থা)
২০৪/৪ (২০ ওভার)
বিজয় শঙ্কর ৬০* (২৪)
সুনীল নারাইন ৩/৩৩ (৪ ওভার)
ভেঙ্কটেশ আইয়ার ৮৩ (৪০)
৩/৩৭ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: নিতিন মেননতপন শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিংকু সিং (কলকাতা নাইট রাইডার্স)

ম্যাচ ১৪
৯ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৪৩/৯ (২০ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ (স্থা)
১৪৫/২ (১৭.১ ওভার)

ম্যাচ ১৫
১০ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ফাফ দু প্লেসিস ৭৯* (৪৬)
মার্ক উড ১/৩২ (৪ ওভার)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন অমিত মিশ্র এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপার জায়ান্টস) এবং অনুজ রাউত এর পরিবর্তে কর্ণ শর্মা

ম্যাচ ১৬
১১ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১৭২ (১৯.৪ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৭৩/৪ (২০ ওভার)
অক্ষর প্যাটেল ৫৪ (২৫)
পিযুষ চাওলা ৩/২২ (৪ ওভার)
রোহিত শর্মা ৬৫ (৪৫)
মুকেশ কুমার ২/৩০ (২ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জয়ী
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোহন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)

ম্যাচ ১৭
১২ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৭৫/৮ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস (স্থা)
১৭২/৬ (২০ ওভার)
জস বাটলার ৫২ (৩৬)
রবীন্দ্র জাদেজা ২/২১ (৪ ওভার)

ম্যাচ ১৮
১৩ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস (স্থা)
১৫৩/৮ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৫৪/৪ (১৯.৫ ওভার)
ম্যাথিউ শর্ট ৩৬ (২৪)
মোহিত শর্মা ২/১৮ (৪ ওভার)
শুভমান গিল ৬৭ (৪৯)
হারপ্রীত ব্রার ১/২০ (৪ ওভার)

ম্যাচ ১৯
১৪ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
২০৫/৭ (২০ ওভার)
হ্যারি ব্রুক ১০০* (৫৫)
আন্দ্রে রাসেল ৩/২২ (২.১ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ ২৩ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও সদাশিব আইয়ার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: হ্যারি ব্রুক (সানরাইজার্স হায়দ্রাবাদ)

ম্যাচ ২০
১৫ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৫১/৯ (২০ ওভার)
বিরাট কোহলি ৫০ (৩৪)
মিচেল মার্শ ২/১৮ (২ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৩ রানে জয়ী
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
আম্পায়ার: কে.এন অনন্তপদ্মানাভানসাইদর্শন কুমার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ ২১
১৫ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১৫৯/৮ (২০ ওভার)
পাঞ্জাব কিংস
১৬১/৮ (১৯.৩ ওভার)
লোকেশ রাহুল ৭৪ (৫৬)
স্যাম কারেন ৩/৩১ (৪ ওভার)
সিকান্দার রাজা ৫৭ (৪১)
রবি বিষ্ণুই ২/১৮ (২.৩ ওভার)

ম্যাচ ২২
১৬ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
১৮৬/৫ (১৭.৪ ওভার)
ভেঙ্কটেশ আইয়ার ১০৪ (৫১)
হৃতিক শোকিন ২/৩৪ (৪ ওভার)
ইশান কিষাণ ৫৮ (২৫)
সুইয়াশ শর্মা ২/২৭ (৪ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: উলহাস গান্ধে (ভারত) ও ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)

ম্যাচ ২৩
১৬ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স (স্থা)
১৭৭/৭ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস
১৭৯/৭ (১৯.২ ওভার)
ডেভিড মিলার ৪৬ (৩০)
সন্দীপ শর্মা ২/২৫ (৪ ওভার)
রাজস্থান রয়্যালস ৩ উইকেটে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: অনিল চৌধুরী (ভারত) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিমরন হেটমায়ার (রাজস্থান রয়্যালস)

ম্যাচ ২৪
১৭ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২২৬/৬ (২০ ওভার)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন আম্বতি রায়ডু এর পরিবর্তে আকাশ সিং (চেন্নাই সুপার কিংস) এবং মোহাম্মদ সিরাজ এর পরিবর্তে সুয়শ প্রভুদেসাই (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।

ম্যাচ ২৫
১৮ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৯২/৫ (২০ ওভার)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন তিলক বর্মা এর পরিবর্তে রাইলি মেরেডিথ (মুম্বই ইন্ডিয়ান্স) এবং টি. নটরাজন এর পরিবর্তে আব্দুল সামাদ (সানরাইজার্স হায়দ্রাবাদ)।

ম্যাচ ২৬
১৯ এপ্রিল ২০২৩
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস (স্থা)
১৪৪/৬ (২০ ওভার)
যশস্বী জয়সওয়াল ৪৪ (৩৫)
আভেশ খান ৩/২৫ (৪ ওভার)

ম্যাচ ২৭
২০ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস (স্থা)
১৫০ (১৮.২ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৪ রানে জয়ী
ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
আম্পায়ার: অনিল চৌধুরীসদাশিব আইয়ার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ ২৮
২০ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১২৮/৬ (১৯.২ ওভার)
জেসন রয় ৪৩ (৩৯)
অক্ষর প্যাটেল ২/১৩ (৩ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে জয়ী
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোহন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইশান্ত শর্মা (দিল্লি ক্যাপিটালস)

ম্যাচ ২৯
২১ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস (স্থা)
১৩৮/৩ (১৮.৪ ওভার)

ম্যাচ ৩০
২২ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৩৫/৬ (২০ ওভার)
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১২৮/৭ (২০ ওভার)
লোকেশ রাহুল ৬৮ (৬১)
মোহিত শর্মা ২/১৭ (৩ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনঅমিত মিশ্র এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনপ্রেরক মানকদ (লখনউ সুপার জায়ান্টস) এবং তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনশুভমান গিল এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনজয়ন্ত যাদব (গুজরাত টাইটান্স)।

ম্যাচ ৩১
২২ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
২১৪/৮ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
২০১/৬ (২০ ওভার)
স্যাম কারেন ৫৫ (২৯)
পিযুষ চাওলা ২/১৫ (৩ ওভার)

ম্যাচ ৩২
২৩ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৮২/৬ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ রানে জয়ী
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও সাইদর্শন কুমার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্লেন ম্যাক্সওয়েল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ ৩৩
২৩ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২৩৫/৪ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
১৮৬/৮ (২০ ওভার)
জেসন রয় ৬১ (২৬)
মহেশ তীক্ষণ ২/৩২ (৪ ওভার)
চেন্নাই সুপার কিংস ৪৯ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: নিতিন মেননতপন শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: অজিঙ্কা রাহানে (চেন্নাই সুপার কিংস)

ম্যাচ ৩৪
২৪ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৪৪/৯ (২০ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ (স্থা)
১৩৭/৬ (২০ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন টি. নটরাজন এর পরিবর্তে রাহুল ত্রিপাঠী (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং সরফরাজ খান এর পরিবর্তে মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)।

ম্যাচ ৩৫
২৫ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স (স্থা)
২০৭/৬ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৫২/৯ (২০ ওভার)
শুভমান গিল ৫৬ (৩৬)
পিযুষ চাওলা ২/৩৪ (৪ ওভার)
নেহাল বাধেরা ৪০ (২১)
নূর আহমদ ৩/৩৭ (৪ ওভার)

ম্যাচ ৩৬
২৬ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন হর্ষল প্যাটেল এর পরিবর্তে ফাফ দু প্লেসিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং জেসন রয় এর পরিবর্তে সুইয়াশ শর্মা (কলকাতা নাইট রাইডার্স)।

ম্যাচ ৩৭
২৭ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস (স্থা)
২০২/৫ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস
১৭০/৬ (২০ ওভার)
শিবম দুবে ৫২ (৩৩)
অ্যাডাম জাম্পা ৩/২২ (৩ ওভার)

ম্যাচ ৩৮
২৮ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস (স্থা)
২০১ (১৯.৫ ওভার)
অথর্ব তাইদে ৬৬ (৩৬)
যশ ঠাকুর ৪/৩৭ (৩.৫ ওভার)
  • পাঞ্জাব কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • গুরনুর ব্রার (পাঞ্জাব কিংস) টি২০ ক্রিকেটে অভিষেক করে।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন গুরনুর ব্রার এর পরিবর্তে প্রভসিমরন সিং (পাঞ্জাব) এবং কাইল মেয়ার্স এর পরিবর্তে অমিত মিশ্র (লখনউ)।

ম্যাচ ৩৯
২৯ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
১৭৯/৭ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৮০/৩ (১৭.৫ ওভার)
বিজয় শঙ্কর ৫১* (২৪)
সুনীল নারাইন ১/২৪ (৩ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪০
২৯ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১৮৮/৬ (২০ ওভার)
অভিষেক শর্মা ৬৭ (৩৬)
মিচেল মার্শ ৪/২৭ (৪ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ ৯ রানে জয়ী
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও নভদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল মার্শ (দিল্লি ক্যাপিটালস)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪১
৩০ এপ্রিল ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস (স্থা)
২০০/৪ (২০ ওভার)
পাঞ্জাব কিংস
২০১/৬ (২০ ওভার)
পাঞ্জাব কিংস ৪ উইকেটে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: উলহাস গান্ধে (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪২
৩০ এপ্রিল ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
২১২/৭ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
২১৪/৪ (১৯.৩ ওভার)
যশস্বী জয়সওয়াল ১২৪ (৬২)
আরশাদ খান ৩/৩৯ (৩ ওভার)

ম্যাচ ৪৩
১ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১০৮ (১৯.৫ ওভার)
ফাফ দু প্লেসিস ৪৪ (৪০)
নবীন-উল-হক ৩/৩০ (৪ ওভার)
কৃষ্ণাপ্পা গৌতম ২৩ (১৩)
জোশ হজলউড ২/১৫ (৩ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮ রানে জয়ী
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
আম্পায়ার: অনিল চৌধুরীসদাশিব আইয়ার (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাফ দু প্লেসিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন যশ ঠাকুর এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপার জায়ান্টস) এবং অনুজ রাউত এর পরিবর্তে হর্ষল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।

ম্যাচ ৪৪
২ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৩০/৮ (২০ ওভার)
গুজরাত টাইটান্স (স্থা)
১২৫/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৫ রানে জয়ী
নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোহন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ শামি (গুজরাত টাইটান্স)

ম্যাচ ৪৫
৩ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১২৫/৭ (১৯.২ ওভার)
আয়ুশ বদোনি ৫৯* (৩৩)
মঈন আলী ২/১৩ (৪ ওভার)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে লখনউ ইনিংসের সময় খেলা বন্ধ হলে পরবর্তীতে আর খেলা সম্ভব হয়নি।[৪১]
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন মহেশ তীক্ষণ এর পরিবর্তে আম্বতি রায়ডু (চেন্নাই সুপার কিংস)।
  • ৪ মে লখনউ সিটি কর্পোরেশনের নির্বাচন থাকায় ৪৬নং খেলাটিকে ৪ মে থেকে ৩ মে তারিখে স্থানান্তর করা হয়।[৪২]

ম্যাচ ৪৬
৩ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস (স্থা)
২১৪/৩ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
২১৬/৪ (১৮.৫ ওভার)
ইশান কিষাণ ৭৫ (৪১)
নাথান এলিস ২/৩৪ (৪ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জয়ী
ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি
আম্পায়ার: জয়ারামান মদনগোপাল (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইশান কিষাণ (মুম্বই ইন্ডিয়ান্স)

ম্যাচ ৪৭
৪ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ (স্থা)
১৬৬/৮ (২০ ওভার)
রিংকু সিং ৪৬ (৩৫)
মার্কো জ্যানসেন ২/২৪ (৩ ওভার)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন নটরাজন এর পরিবর্তে রাহুল ত্রিপাঠী (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং জেসন রয় এর পরিবর্তে অনুকুল রায় (কলকাতা নাইট রাইডার্স)।

ম্যাচ ৪৮
৫ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস (স্থা)
১১৮ (১৭.৫ ওভার)
গুজরাত টাইটান্স
১১৯/১ (১৩.৫ ওভার)
সঞ্জু স্যামসন ৩০ (২০)
রশীদ খান ৩/১৪ (৪ ওভার)
  • রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪৯
৬ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
১৩৯/৮ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস (স্থা)
১৪০/৪ (১৭.৪ ওভার)
নেহাল বাধেরা ৬৪ (৫১)
দীপক চাহার ২/১৮ (৩ ওভার)
ডেভন কনওয়ে ৪৪ (৪১)
পিযুষ চাওলা ২/২৫ (৪ ওভার)
চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও নভদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাথিশা পাথিরানা (চেন্নাই সুপার কিংস)

ম্যাচ ৫০
৬ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১৮৭/৩ (১৬.৪ ওভার)
মহিপাল লোমরর ৫৪* (২৯)
মিচেল মার্শ ২/২১ (৩ ওভার)
ফিল সল্ট ৮৭ (৪৫)
জোশ হজলউড ১/২৯ (৩ ওভার)
দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও যশবন্ত বার্দে (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিল সল্ট (দিল্লি ক্যাপিটালস)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন কেদার যাদব এর পরিবর্তে হর্ষল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং ইশান্ত শর্মা এর পরিবর্তে রিপাল প্যাটেল (দিল্লি ক্যাপিটালস)

ম্যাচ ৫১
৭ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স (স্থা)
২২৭/২ (২০ ওভার)
শুভমান গিল ৯৪ (৫১)
আভেশ খান ১/৩৪ (৪ ওভার)
কুইন্টন ডি কক ৭০ (৪১)
মোহিত শর্মা ৪/২৯ (৪ ওভার)
  • লখনউ সুপার জায়ান্টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন শুভমান গিল এর পরিবর্তে আলজারি জোসেফ (গুজরাত টাইটান্স) এবং যশ ঠাকুর এর পরিবর্তে আয়ুশ বদোনি (লখনউ সুপার জায়ান্টস)

ম্যাচ ৫২
৭ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস (স্থা)
২১৪/২ (২০ ওভার)
জস বাটলার ৯৫ (৫৯)
ভুবনেশ্বর কুমার ১/৪৪ (৪ ওভার)
মার্কো জ্যানসেন ১/৪৪ (৪ ওভার)
সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ উইকেটে জয়ী
সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর
আম্পায়ার: নিতিন মেননবিনোদ শেশান (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্লেন ফিলিপস (সানরাইজার্স হায়দ্রাবাদ)

ম্যাচ ৫৩
৮ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৭৯/৭ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
১৮২/৫ (২০ ওভার)
নিতিশ রানা ৫১ (৩৮)
রাহুল চাহার ২/২৩ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: জয়ারামান মদনগোপালঅক্ষয় তোত্রে (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)

ম্যাচ ৫৪
৯ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
২০০/৪ (১৬.৩ ওভার)
  • মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন মহিপাল লোমরর এর পরিবর্তে কেদার যাদব (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।

ম্যাচ ৫৫
১০ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস (স্থা)
১৬৭/৮ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৪০/৮ (২০ ওভার)
শিবম দুবে ২৫ (১২)
অক্ষর প্যাটেল ২/২৭ (৪ ওভার)
চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও নিখিল পটবর্ধন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস)

ম্যাচ ৫৬
১১ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
১৪৯/৮ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস
১৫১/১ (১৩.১ ওভার)
রাজস্থান রয়্যালস ৯ উইকেটে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: সাইদর্শন কুমার (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস)
  • রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ভেঙ্কটেশ আইয়ার এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন সুইয়াশ শর্মা (কলকাতা নাইট রাইডার্স)।

ম্যাচ ৫৭
১২ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
২১৮/৫ (২০ ওভার)
গুজরাত টাইটান্স
১৯১/৮ (২০ ওভার)
সূর্যকুমার যাদব ১০৩* (৪৯)
রশীদ খান ৪/৩০ (৪ ওভার)
রশীদ খান ৭৯* (৩২)
আকাশ মাধওয়াল ৩/৩১ (৪ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ২৭ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও তপন শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স)

ম্যাচ ৫৮
১৩ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ (স্থা)
১৮২/৬ (২০ ওভার)
লখনউ সুপার জায়ান্টস
১৮৫/৩ (১৯.২ ওভার)
প্রেরক মানকদ ৬৪* (৪৫)
গ্লেন ফিলিপস ১/১০ (২ ওভার)

ম্যাচ ৫৯
১৩ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস
১৬৭/৭ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১৩৬/৮ (২০ ওভার)
প্রভসিমরন সিং ১০৩ (৬৫)
ইশান্ত শর্মা ২/২৭ (৩ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনপ্রভসিমরন সিং এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেননাথান এলিস (পাঞ্জাব কিংস) এবং তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনখলিল আহমেদ এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনমনিশ পাণ্ডে (দিল্লি ক্যাপিটালস)
  • এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে দিল্লি ক্যাপিটালসের প্লে-অফ দৌড় সমাপ্ত হয়ে যায়।[৪৩]

ম্যাচ ৬০
১৪ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস (স্থা)
৫৯ (১০.৩ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১১২ রানে জয়ী
সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর
আম্পায়ার: কে.এন অনন্তপদ্মানাভাননভদীপ সিং (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েন পার্নেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ম্যাচ ৬১
১৪ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস (স্থা)
১৪৪/৬ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স
১৪৭/৪ (১৮.৩ ওভার)
শিবম দুবে ৪৮* (৩৪)
সুনীল নারাইন ২/১৫ (৪ ওভার)
নিতিশ রানা ৫৭* (৪৪)
দীপক চাহার ৩/২৭ (৩ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
আম্পায়ার: তপন শর্মাবিনোদ শেশান (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিংকু সিং (কলকাতা নাইট রাইডার্স)

ম্যাচ ৬২
১৫ মে ২০২৩
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স (স্থা)
১৮৮/৯ (২০ ওভার)
শুভমান গিল ১০১ (৫৮)
ভুবনেশ্বর কুমার ৫/৩০ (৪ ওভার)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে একাদশে আসেন তম মিনিটে মাঠ ত্যাগ করেছেননটরাজন এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনঅনমোলপ্রীত সিং (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনশুভমান গিল এর পরিবর্তে তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনযশ দয়াল (গুজরাত টাইটান্স)।
  • এ ম্যাচের ফলাফলের ভিত্তিতেই গুজরাত টাইটান্স ২০২৩ মৌসুমের প্রথম দল হিসাবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে।[৪৪]

ম্যাচ ৬৩
১৬ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
লখনউ সুপার জায়ান্টস (স্থা)
১৭৭/৩ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৭২/৫ (২০ ওভার)
ঈশান কিষাণ ৫৯ (৩৯)
রবি বিষ্ণুই ২/৬ (৪ ওভার)

ম্যাচ ৬৪
১৭ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
২১৩/২ (২০ ওভার)
পাঞ্জাব কিংস (স্থা)
১৯৮/৮ (২০ ওভার)
রাইলি রুশো ৮২* (৩৭)
স্যাম কারেন ২/৩৬ (৪ ওভার)

ম্যাচ ৬৫
১৮ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ (স্থা)
১৮৬/৫ (২০ ওভার)
বিরাট কোহলি ১০০ (৬৩)
টি. নটরাজন ১/৩৪ (৪ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও বীরেন্দার শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনআব্দুল সামাদ, তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনটি. নটরাজন (সানরাইজার্স হায়দ্রাবাদ) ।
  • হেইনরিখ ক্লাসেন আইপিএলে তার প্রথম সেঞ্চুরি লাভ করে।[৪৫]

ম্যাচ ৬৬
১৯ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাঞ্জাব কিংস (স্থা)
১৮৭/৫ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস
১৮৯/৬ (১৯.৪ ওভার)
স্যাম কারেন ৪৯* (৩১)
নবদীপ সাইনি ৩/৪০ (৪ ওভার)

ম্যাচ ৬৭
২০ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস
২২৩/৩ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস (স্থা)
১৪৬/৯ (২০ ওভার)
  • চেন্নাই সুপার কিংস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে চেন্নাই সুপার কিংস প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড়- তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনমাথিশা পাথিরানা, তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনশিবম দুবে (চেন্নাই সুপার কিংস) এবং তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনপৃথ্বী শ, তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনখলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস)।

ম্যাচ ৬৮
২০ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
কলকাতা নাইট রাইডার্স (স্থা)
১৭৬/৮ (২০ ওভার)
রিংকু সিং ৬৭* (৩৩)
রবি বিষ্ণুই ২/২৩ (৪ ওভার)
  • কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায় এবং লখনউ সুপার জায়ান্টস প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড়- তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনসুইয়াশ শর্মা, তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনহর্ষিত রানা (কলকাতা নাইট রাইডার্স) এবং তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনযশ ঠাকুর, তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনকরণ শর্মা (লখনউ সুপার জায়ান্টস)

ম্যাচ ৬৯
২১ মে ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স (স্থা)
২০১/২ (১৮ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ৮ উইকেটে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: কে.এন অনন্তপদ্মানাভান (ভারত) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যামেরন গ্রিন (মুম্বই ইন্ডিয়ান্স)

ম্যাচ ৭০
২১ মে ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
গুজরাত টাইটান্স
১৯৮/৪ (১৯.১ ওভার)
বিরাট কোহলি ১০১* (৬১)
নূর আহমদ ২/৩৯ (৪ ওভার)
শুভমান গিল ১০৪* (৫২)
মোহাম্মদ সিরাজ ২/৩২ (৪ ওভার)
  • গুজরাত টাইটান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হিমাংশু শর্মা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো) টি২০ ক্রিকেটে অভিষেক করে।
  • এই ম্যাচের ফলাফলের ভিত্তিতে মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফের যোগ্যতা অর্জন করে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়।
  • বিকল্প খেলোয়াড়: ইম্প্যাক্ট খেলোয়াড় - তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনহিমাংশু শর্মা, তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনদিনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং তম মিনিটে মাঠে প্রবেশ করেছেনবিজয় শঙ্কর, তম মিনিটে মাঠ ত্যাগ করেছেনযশ দয়াল (মুম্বই ইন্ডিয়ান্স)

প্লে-অফ[সম্পাদনা]

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ২১ এপ্রিল ২০২৩ তারিখে প্লে-অফের খেলাগুলোর সময়সূচী প্রকাশ করে। [৪৭]

বাছাই ১/একক বিদায় বাছাই ২ ফাইনাল
  ২৮ মে ২০২৩ — আহমেদাবাদ
২৩ মে ২০২৩ — চেন্নাই
গুজরাত টাইটান্স ১৫৭ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস ১৭২/৭ (২০ ওভার) চেন্নাই সুপার কিংস ১৭১/৫ (২০ ওভার)
চেন্নাইচেন্নাই ১৫ রানে বিজয়ী   গুজরাত টাইটান্স ২১৪/৪ (২০ ওভার)
চেন্নাইচেন্নাই ৫ উইকেটে বিজয়ী  
২৬ মে ২০২৩ — আহমেদাবাদ
গুজরাত টাইটান্স ২৩৩/৩ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ১৭১ (১৮.২ ওভার)
গুজরাত ৬২ রানে বিজয়ী  
২৪ মে ২০২৩ — চেন্নাই
লখনউ সুপার জায়ান্টস ১০১ (১৬.৩ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ১৮২/৮ (২০ ওভার)
মুম্বইমুম্বই ৮১ রানে বিজয়ী  

বাছাই ১[সম্পাদনা]

টেমপ্লেট:২০২৩ আইপিএল ম্যাচ ৭১

এলিমিনেটর[সম্পাদনা]

টেমপ্লেট:২০২৩ আইপিএল ম্যাচ ৭২

বাছাই ২[সম্পাদনা]

টেমপ্লেট:২০২৩ আইপিএল ম্যাচ ৭৩

ফাইনাল[সম্পাদনা]

টেমপ্লেট:২০২৩ আইপিএল ম্যাচ ৭৪

পরিসংখ্যান[সম্পাদনা]

সর্বাধিক রান[সম্পাদনা]

খেলোয়াড় দল খেলা রান সর্বোচ্চ স্কোর গড় বল স্ট্রাইক
শুভমান গিল গুজরাত টাইটান্স ১৭ ১৭ ৮৯০ ১২৯ ৫৯.৭৯ ৫৬৪ ১৫৭.৮০
ফাফ দু প্লেসিস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ ১৪ ৭৩০ ৮৪ ৫৬.১৫ ৪৭৫ ১৫৩.৬৮
ডেভন কনওয়ে চেন্নাই সুপার কিংস ১৬ ১৫ ৬৭২ ৯২* ৫১.৬১ ৪৮১ ১৩৯.৭০
বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ ১৪ ৬৩৯ ১০১* ৫৩.২৫ ৪৫৭ ১৩৯.৮২
যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালস ১৪ ১৪ ৬২৫ ১২৫ ৪৮.০৮ ৩৮২ ১৬৩.৬১
উৎস: IPLT20.com হালনাগাদ: ২৯ মে ২০২৩, * অপরাজিত
  •      কমলা টুপি

সর্বাধিক উইকেট[সম্পাদনা]

খেলোয়াড় দল খেলা ওভার রান উই সেরা বোলিং গড় ইকন
মোহাম্মদ শামি গুজরাত টাইটান্স ১৭ ১৭ ৬৫.০ ৫২২ ২৮ ১১/৪ ১৮.৬৪ ৮.০৩
মোহিত শর্মা গুজরাত টাইটান্স ১৪ ১৪ ৪৪.১ ৩৬১ ২৭ ১০/৫ ১৩.৩৭ ৭.৮৯
রশীদ খান গুজরাত টাইটান্স ১৭ ১৭ ৬৭.০ ৫৫২ ২৭ ৩০/৪ ২০.৪৪ ৮.২৩
পিযুষ চাওলা মুম্বই ইন্ডিয়ান্স ১৬ ১৬ ৬১.০ ৪৯৫ ২০ ২২/৩ ২২.৫০ ৮.১১
যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালস ১৪ ১৪ ৫২.৫ ৪৩২ ২১ ১৭/৪ ২০.৫৭ ৮.১৭
উৎস: IPLT20.com হালনাগাদ: ২৯ মে ২০২৩
  •      বেগুনি টুপি

মৌসুম সমাপ্তি পুরস্কার[সম্পাদনা]

খেলোয়াড় দল পুরস্কারের শিরোনাম পুরস্কার
ডেভন কনওয়ে চেন্নাই সুপার কিংস ম্যান অফ দা ফাইনাল ১ লক্ষ ভারতীয় রুপি
দিল্লি ক্যাপিটালস টিম ফেয়ারপ্লে পুরস্কার
মোহাম্মদ শামি গুজরাত টাইটান্স পার্পল ক্যাপ (টুর্নামেন্টের সর্বাধিক উইকেট) ১০ লক্ষ ভারতীয় রুপি
রশিদ খান গুজরাত টাইটান্স টুর্নামেন্টের সেরা ক্যাচ ১০ লক্ষ ভারতীয় রুপি এবং ট্রফি
শুভমান গিল গুজরাত টাইটান্স টুর্নামেন্টের গেমচেঞ্জার ১০ লক্ষ ভারতীয় রুপি এবং ট্রফি
শুভমান গিল গুজরাত টাইটান্স টুর্নামেন্টের সর্বাধিক চার ১০ লক্ষ ভারতীয় রুপি এবং ট্রফি
শুভমান গিল গুজরাত টাইটান্স টুর্নামেন্টের সেরা দামি খেলোয়াড় ১০ লক্ষ ভারতীয় রুপি এবং ট্রফি
শুভমান গিল গুজরাত টাইটান্স অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টের সর্বাধিক রান) ১০ লক্ষ ভারতীয় রুপি
যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় ১০ লক্ষ ভারতীয় রুপি
ফাফ দু প্লেসিস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুর্নামেন্টের সর্বাধিক ছক্কা ১০ লক্ষ ভারতীয় রুপি এবং ট্রফি
ফাফ দু প্লেসিস