গুরমিত চৌধুরী
গুরমিত চৌধুরী | |
---|---|
জন্ম | গুরমিত সীতারাম চৌধুরী ২২ ফেব্রুয়ারি ১৯৮৪[১] |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ২০০৬ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | দেবিনা ব্যাণার্জি (বি. ২০১১) |
সন্তান | ২ |
গুরমিত সীতারাম চৌধুরী, একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, মডেল এবং নৃত্যশিল্পী যিনি গুরমিত চৌধুরী নামে পরিচিত। কারান দারার খামোশিয়া চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তিনি অভিষিক্ত হন। ঝালাক দিখলা যা নামক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের ৫ম সিজনে তিনি বিজয়ী হন।.[৩]
ক্যারিয়ার
[সম্পাদনা]দেবিনা ব্যাণার্জির সীতা চরিত্রের বিপরীতে রামায়ণ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেন গুরমিত, যা তাকে যশ ও খ্যাতি এনে দেয়।
রামায়ণের পরে পাতি পাত্নি অর ওহ্ ধারাবাহিকে তার তার বাগদত্তা দেবিনা ব্যাণার্জির সাথে তিনি আবারও জুটি বাঁধেন। এছাড়াও পুনার ভিভাহ এ তিনি ইয়াশ সিনধিয়া এর চরিত্রে অভিনয় করেন।[৪]
ঝালাক দিখলা যা নামক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে কোরিওগ্রাফার শম্পা সন্থালিয়া এর সাথে ৫ম সিজনের বিজয়ী হন। এছাড়াও নাচ বালিয়ে ৬ তে দেবিনা ব্যাণার্জির সাথে অংশ নেন এবং প্রথম রানার আপ হয়ে প্রতিযোগিতা শেষ করেন।[৫] ফেয়ার ফ্যাক্টর: খাত্র কে খিলাড়ি ডার কা ব্লকবাস্টার এও তিনি প্রথম রানার আপ হয়ে প্রতিযোগিতা শেষ করেন।[৬][৭][৮][৯] এছাড়ারও তিনি মি. জাবালপুর উপাধি এবং মি. ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন।[১০][১১]
টেলিভিশন
[সম্পাদনা]বছর | অনুষ্ঠানের নাম | ভূমিকা | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|
২০০৪ | ইয়েহ মেরি লাইফ হে | গুরমিত | সনি টিভি | Cameo |
২০০৪ | কুমকুম – এক পেয়ারা সা বান্ধান | বাল্লু | স্টার প্লাস | হিন্দি ধারাবাহিক |
২০০৬ | মায়াভি | হিরান্যান | জায়া টিভি | তামিল ধারাবাহিক |
২০০৮-২০০৯ | রামায়ণ | প্রভু রাম / প্রভু বিষ্ণু | ইম্যাজিন টিভি | |
২০১০-২০১১ | গীত – হউই সাবসে পারায়ি | মান সিং খুরানা | স্টার ওয়ান | |
২০১২-২০১৩ | পুনার ভিভাহ | ইয়াশ সুরাজ প্রাতাপ সিন্ধিয়া | জি টিভি |
আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান
[সম্পাদনা]- ২০০৯: পাতি পাত্নি অর ওহ্ – প্রতিযোগী
- ২০১২: ঝালাক দিখলা যা ৫ – প্রতিযোগী (বিজয়ী)
- ২০১৩: নাচ বালিয়ে শ্রীমান v/s শ্রীমতী – দেবিনার সাথে জুটি বেধে (বিজয়ী) [১২]
- ২০১৩–১৪: নাচ বালিয়ে ৬ – প্রতিযোগী (রানার আপ)
- ২০১৪: ঝালাক দিখলা যা ৭ – তিনি স্বয়ং নিজে হিসেবে
- ২০১৪: ফেয়ার ফ্যাক্টর: খাত্র কে খিলাড়ি ডার কা ব্লকবাস্টার – প্রতিযোগী (প্রথম রানার আপ) [৭][১৩]
- ২০১৫: বিগ বস ৮ – চলচ্চিত্রের প্রচারণায়
- ২০১৫: আই ক্যান ডু দ্যাথ্ঠ – প্রতিযোগী
- ২০১৫: ব্যাড কোম্পানি – তিনি স্বয়ং নিজে হিসেবে
- ২০১৬: কমেডি নাইট্স বাঁচাও – তিনি স্বয়ং নিজে হিসেবে
বিশেষ ভূমিকায়
[সম্পাদনা]বছর | টিভি শো | ভাষা | টিভি চ্যানেল | অন্যান্য তথ্য |
---|---|---|---|---|
২০১০ | বান্দিনি | হিন্দি | ইম্যাজিন টিভি | নৃত্য পরিবেশনা |
২০১১ | ছোটি বাহু – সায়ার কে রাং রাঁচি | জি টিভি | নৃত্য পরিবেশনা | |
২০১৬ | দিয়া অর বাতি হাম | স্টার প্লাস | নৃত্য পরিবেশনা |
চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্রের নাম | চরিত্রের নাম | টীকা |
---|---|---|---|
২০০৫ | কই আপ সে | ফুটবল দলের সদস্য হিসেবে | অমুখ্য ভূমিকায় |
২০১১ | সাইকেল কিক | চান্দু (সৃষ্টির ভাই) | |
২০১৫ | খামোশিয়া | জয়দেব ধনরাজগির | মুখ্য ভূমিকায় অভিষিক্ত চলচ্চিত্র |
২০১৫ | মি. এক্স | একটি পাবের নৃত্যশিল্পী | একটি গানে বিশেষ ভূমিকায় |
২০১৬ | ওয়াযা তুম হো | এডভোকেট রানভির বাজাজ | মুখ্য ভূমিকায় |
২০১৭ | লালি কি শাদি মে লাড্ডু দেয়ানা | প্রিন্স ভীর | মুখ্য ভূমিকায় |
২০১৮ | পাল্টান | ক্যাপ্টেন পৃথিবী সিং দাগার | মুখ্য ভূমিকায় |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://timesofindia.indiatimes.com/topic/gurmeet-choudhary%7Cdate=Sep 19, 2018
- ↑ Wadhwa, Akash (২৪ মার্চ ২০১৪)। "I keep a very low profile in Bihar: Gurmeet Choudhary"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-৩০।
- ↑ "I want to be a Bollywood star: Gurmeet Choudhary – The Times of India" (ইংরেজি ভাষায়)। Timesofindia.indiatimes.com। ২০১৪-০২-০১। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ "The Six Pack Ram Gurmeet Choudhary" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৭।
- ↑ Richa Barua, TNN (২০১১-০২-১৭)। "All work, no honeymoon: Gurmeet, Debina" (ইংরেজি ভাষায়)। The Times of India। ২০১৪-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৫।
- ↑ "Gurmeet Choudhary Khatron ke khiladi Season 5 Contestants, Participants" (ইংরেজি ভাষায়)। Colors.in.com। ২০১৫-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ ক খ "Gurmeet- Debina join Khatron Ke Khiladi gang" (ইংরেজি ভাষায়)। The Indian Express। ২০১৪-০২-১২। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
- ↑ "Gurmeet becomes Runner up in Fear Factor- Khatron Ke Khiladi season 5" (ইংরেজি ভাষায়)।
- ↑ Mumbai Mirror (২০১৩-০২-২৮)। "8 years since samosas: Gurmeet Choudhary" (ইংরেজি ভাষায়)। The Times of India। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৫।
- ↑ "Gurmeet Choudhary | LOCOVAL BLOG"। www.locoval.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১১।
- ↑ "Do you know about Gurmeet Chaudhary Nick names" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭।
- ↑ "Gurmeet Chaudhary wins the best performer award in 'Nach Baliye Shriman v/s Shrimati'" (ইংরেজি ভাষায়)। ২৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Gurmeet Choudhary Khatron ke khiladi Season 5 Contestants, Participants Gurmeet Choudhary" (ইংরেজি ভাষায়)। Colors.in.com। ২০১৫-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গুরমিত চৌধুরী (ইংরেজি)