বিষয়বস্তুতে চলুন

ময়মনসিংহ বিভাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ বিভাগ
বিভাগ
বাংলাদেশের মানচিত্র ময়মনসিংহ বিভাগের অবস্থান
বাংলাদেশের মানচিত্র ময়মনসিংহ বিভাগের অবস্থান
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠিত১৪ সেপ্টেম্বর, ২০১৫
বিভাগীয় সদরময়মনসিংহ
সরকার
  বিভাগীয় কমিশনারউম্মে সালমা তানজিয়া
আয়তন
  মোট১০,৬৬৮ বর্গকিমি (৪,১১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট১,২২,২৫,৪৯৮
  জনঘনত্ব১,১৪৬/বর্গকিমি (২,৯৭০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-C
ওয়েবসাইটhttp://www.mymensinghdiv.gov.bd

ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুরজামালপুর জেলা নিয়ে এই বিভাগ গঠিত। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন।[]

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

ভারত সিমানার পাশে ও ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগের মাঝামাঝি অবস্থিত এই বিভাগটি।

ময়মনসিংহ বিভাগ ২৪১০  উত্তর অক্ষাংশ এবং ৯০২৫ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ময়মনসিংহ বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ঢাকা বিভাগ, পূর্বে সিলেট বিভাগ, পশ্চিমে রংপুর ও রাজশাহী বিভাগ অবস্থিত। এ বিভাগের প্রধান নদ নদীগুলো হলো  পুরাতন ব্রহ্মপুত্র, সুতিয়া, কংশ, সোমেশ্বরী, নিতাই, যমুনা, ব্রহ্মপুত্র, কংস, ভোগাই,বানার ইত্যাদি।

ইতিহাস

[সম্পাদনা]

ময়মনসিংহ অষ্টম প্রশাসনিক বিভাগ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুরনেত্রকোণা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হল:ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল, শেরপুর[]

১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন ও এই নিয়ে কাজ শুরু করতে বলেন। শুরুতে ঢাকা বিভাগের প্রতিবেশী ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।[][] এসময় টাঙ্গাইলকিশোরগঞ্জবাসী ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়েই ময়মনসিংহ বিভাগ গঠিত হয়।[][]

বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি ১৯৭৬ সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জিলা (টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ) প্রদর্শন করছে

প্রশাসনিক বিভাজন

[সম্পাদনা]

০৪ টি প্রশাসনিক জেলা আছে ও একটি সিটি কর্পোরেশন রয়েছে।

জেলাসমূহ

[সম্পাদনা]
নামসদর দপ্তরএলাকা (বর্গ কিমি)১৯৯১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০০১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০১১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০২২ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
ময়মনসিংহ জেলাময়মনসিংহ৪,৩৬৩.৪৮৩৯,৫৭,১৮২৪৪,৮৯,৭২৬৫০,৪২,০০০
নেত্রকোণা জেলানেত্রকোণা২,৮১০.৪০১৭,৩০,৯৩৫১৯,৮৮,১৮৮২২,০৭,০০০
জামালপুর জেলাজামালপুর২,০৩১.৯৮১৮,৭৪,৪৪০২১,০৭,২০৯২২,৬৫,০০০
শেরপুর জেলাশেরপুর১,৩৬৩.৭৬১১,৩৮,৬২৯১২,৭৯,৫৪২১৩,৩৪,০০০

উপজেলাসমূহ

[সম্পাদনা]
  • ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা নিম্নরূপ:
  1. ময়মনসিংহ সদর উপজেলা
  2. ত্রিশাল উপজেলা
  3. ভালুকা উপজেলা
  4. ফুলবাড়িয়া উপজেলা
  5. মুক্তাগাছা উপজেলা
  6. গফরগাঁও উপজেলা
  7. গৌরীপুর উপজেলা
  8. ঈশ্বরগঞ্জ উপজেলা
  9. নান্দাইল উপজেলা
  10. তারাকান্দা উপজেলা
  11. ফুলপুর উপজেলা
  12. হালুয়াঘাট উপজেলা
  13. ধোবাউড়া উপজেলা
  • জামালপুর জেলার ৭টি উপজেলা নিম্নরূপ:
  1. জামালপুর সদর উপজেলা
  2. ইসলামপুর উপজেলা
  3. দেওয়ানগঞ্জ উপজেলা
  4. মাদারগঞ্জ উপজেলা
  5. মেলান্দহ উপজেলা
  6. সরিষাবাড়ী উপজেলা
  7. বকশীগঞ্জ উপজেলা
  • নেত্রকোণা জেলার ১০টি উপজেলা নিম্নরূপ:
  1. নেত্রকোণা সদর উপজেলা
  2. পূর্বধলা উপজেলা
  3. দুর্গাপুর উপজেলা
  4. বারহাট্টা উপজেলা
  5. আটপাড়া উপজেলা
  6. মদন উপজেলা
  7. কেন্দুয়া উপজেলা
  8. মোহনগঞ্জ উপজেলা
  9. কলমাকান্দা উপজেলা
  10. খালিয়াজুরী উপজেলা
  • শেরপুর জেলার ৫টি উপজেলা নিম্নরূপ:
  1. শেরপুর সদর
  2. নকলা
  3. ঝিনাইগাতী
  4. নালিতাবাড়ী
  5. শ্রীবরদী

পৌরসভাসমূহ

[সম্পাদনা]
  • ময়মনসিংহ জেলার ১০টি পৌরসভা নিম্নরূপ:
  1. ঈশ্বরগঞ্জ পৌরসভা
  2. গফরগাঁও পৌরসভা
  3. গৌরীপুর পৌরসভা
  4. ত্রিশাল পৌরসভা
  5. নান্দাইল পৌরসভা
  6. ফুলপুর পৌরসভা
  7. ভালুকা পৌরসভা
  8. মুক্তাগাছা পৌরসভা
  9. ফুলবাড়িয়া পৌরসভা
  10. হালুয়াঘাট পৌরসভা
  • জামালপুর জেলার ৮টি পৌরসভা নিম্নরূপ:
  1. জামালপুর পৌরসভা
  2. মেলান্দহ পৌরসভা
  3. হাজরাবাড়ী পৌরসভা
  4. ইসলামপুর পৌরসভা
  5. সরিষাবাড়ী পৌরসভা
  6. বকশীগঞ্জ পৌরসভা
  7. দেওয়ানগঞ্জ পৌরসভা
  8. মাদারগঞ্জ পৌরসভা
  • নেত্রকোণা জেলার ৫টি পৌরসভা নিম্নরূপ:
  1. নেত্রকোণা পৌরসভা
  2. মোহনগঞ্জ পৌরসভা
  3. দূর্গাপুর পৌরসভা
  4. কেন্দুয়া পৌরসভা
  5. মদন পৌরসভা
  • শেরপুর জেলার ৪টি পৌরসভা নিম্নরূপ:
  1. শেরপুর পৌরসভা
  2. নকলা পৌরসভা
  3. নালিতাবাড়ি পৌরসভা
  4. শ্রীবরদী পৌরসভা

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়

[সম্পাদনা]

সরকারি বিশ্ববিদ্যালয়

[সম্পাদনা]

বেসরকারি বিশ্ববিদ্যালয়

[সম্পাদনা]

মেডিকেল কলেজ

[সম্পাদনা]

ইঞ্জিনিয়ারিং কলেজ

[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়

[সম্পাদনা]

বাগবাড়ী উচ্চ বিদ্যালয় ,মেলান্দহ,জামালপুর

  • আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়
  • নেত্রকোণা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • শাকনাইট এম.এম.উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ
  • পুর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা
  • কান্দানিয়া উচ্চ বিদ্যালয়,কান্দানিয়া,ভবানীপুৰ, ফুলবাড়ীয়া,ময়মনসিংহ
  • হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ
  • সেন্ট এন্ড্রজ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ
  • হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ

মাদ্রাসা

[সম্পাদনা]
  • আব্বাসিয়া কামিল মাদ্রাসা, মুক্তাগাছা
  • ভিটিবাড়ি আলিম মাদ্রাসা, মুক্তাগাছা
  • হজী কাশেম আলী মহিলা দাখিল মাদ্রাসা, নবিনগঞ্জ, গড়বাজাইল, মুক্তাগাছা
  • কাতলাসেন কাদেরিয়া কমিল মাস্টার্স মাদ্রাসা, ময়মনসিংহ
  • মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম কামিল মাদরাসা
  • মারকাযুল উলূম আল ইসলামিয়া মোমেনশাহী, পাটগুদাম (ব্রীজ মোড়), সদর, ময়মনসিংহ।
  • কাঠবওলা বাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা,মুুুুক্তাগাছা।
  • হালুয়াঘাট দারুস সুন্নাত (ডি.এস) আলিম মাদ্রাসা, হালুয়াঘাট, ময়মনসিংহ

বিভাগীয় শহর

[সম্পাদনা]
ঘড়ির কাঁটা অনুযায়ী ময়মনসিংহের মক্তিযুদ্ধের স্মিতিসৌধ;গাঙিনাপাড়; মহিলা টিচার্স ট্রেনিং কলেজ; ব্রহ্মপুত্র নদের দৃশ্য; বড় মসজিদ

ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চরাঞ্চলের নতুন এই শহরে সকল বিভাগীয় দপ্তর ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ড, একটি সরকারী পাবলিক বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু নভোথিয়েটার, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিয়াম ও বিয়াম স্কুল, বিসিএস প্রশাসন একাডেমী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও মেট্রো পুলিশ লাইন, বিভাগীয় সার্কিট হাউস, আইটি পার্ক, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, সরকারী আনন্দ মোহন কলেজের শাখা, শিশু হাসপাতাল, পার্ক, আন্তর্জাতিক মানের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষা ব্লক, স্বাস্থ্য ব্লক, বিশাল লেক, ৫২টি স্পেশাল আবাসিক এলাকা, পর্যটন স্পট, কয়েকটি সুপার মার্কেট, বাজারসহ নাগরিকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।[]

শিল্পাঞ্চল সমূহ

[সম্পাদনা]
  • ত্রিশাল শিল্পাঞ্চল (ইলেকট্রনিক্স, সিরামিক, গার্মেন্টস, বেভারেজ)
  • ভালুকা শিল্পাঞ্চল (সিরামিক, গার্মেন্টস, বেভারেজ)
  • গৌরিপুর শিল্পাঞ্চল (গার্মেন্টস, অয়েল, জুট মিল)
  • নান্দাইল শিল্পাঞ্চল (গার্মেন্টস, নীটিং)
  • ঈশ্বরগঞ্জ ইকোনোমিক জোন, ময়মনসিংহ
  • নেত্রকোনা এক্সপোর্ট প্রসেসিং জোন
  • জামালপুর ইকোনোমিক জোন-১
  • জামালপুর ইকোনোমিক জোন-২

স্থলবন্দর

[সম্পাদনা]

বিদ্যুৎকেন্দ্র

[সম্পাদনা]
  • ময়মনসিংহ পাওয়ার স্টেশন-১, ময়মনসিংহ (২১০ মেগাওয়াট)
  • ময়মনসিংহ পাওয়ার স্টেশন-২, ময়মনসিংহ (৩৬০ মেগাওয়াট)
  • সুতিয়াখালী সৌরবিদ্যুৎকেন্দ্র, ময়মনসিংহ (৫০ মেগাওয়াট)
  • ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লি:, জামালপুর (২০০ মেগাওয়াট)
  • ইউনাইটেড জামালপুর পাওয়ার লি:, জামালপুর (১১৫ মেগাওয়াট)
  • পাওয়ারপ্যাক বিদ্যুৎ কেন্দ্র : জামালপুর (৯০ মেগাওয়াট)

যোগাযোগ

[সম্পাদনা]

জাতীয় মহাসড়ক

[সম্পাদনা]

নৌযোগাযোগ

[সম্পাদনা]
  • গাগলাজুড় ঘাট, মোহনগঞ্জ, নেত্রকোনা
  • বাহাদুরাবাদ ঘাট, দেওয়ানগঞ্জ, জামালপুর
  • জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ি, জামালপুর।
  • ময়মনসিংহ নৌবন্দর, ময়মনসিংহ ( প্রস্তাবিত)

রেল জংশন

[সম্পাদনা]

গণমাধ্যম

[সম্পাদনা]
  • দৈনিক জাহান (প্রথম কম্পিউটারাইজ, দৈনিক পত্রিকা)
  • আজকের মুক্তাগাছা
  • দৈনিক স্বদেশ সংবাদ (দৈনিক পত্রিকা)
  • দৈনিক আজকের বাংংলাদেশ (দৈনিক পত্রিকা)
  • দৈনিক স্বজন (দৈনিক পত্রিকা)
  • সাপ্তাহিক সোনালী শীষ (সাপ্তাহিক পত্রিকা)
  • আলোকিত ময়মনসিংহ (দৈনিক পত্রিকা)
  • দৈনিক লোক লোকান্তর
  • আত্ তাহযীব (একটি সাহিত্য সাময়িকী)
  • ত্রিশাল বার্তা (সাপ্তাহিক পত্রিকা)
  • বাংলার মুখপত্র (সাপ্তাহিক পত্রিকা)
  • ভালুকার খবর
  • আলোকিত পাইথল (ত্রৈমাসিক সাময়িকী)
  • অনিন্দ্যবাংলা (অনলাইন পত্রিকা)
  • আঙ্গর টিভি (অনলাইন টিভি)
  • ভালুকা টিভি (অনলাইন পত্রিকা)
  • আমার বাংলা (ভালুকা থেকে প্রকাশিত-সাহিত্যপত্র)
  • ৭৫ বাংলাদেশ (আবেদিত অনলাইন নিউজ পোর্টাল)
  • সময় ৭৫ টিভি (অনলাইন টি়ভি)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চার জেলা নিয়ে নতুন বিভাগ ময়মনসিংহ"। বিডিনিউজ২৪.কম। ১৪ সেপ্টেম্বর ২০১৫। ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  2. Historical Dictionary of the Bengalis। স্কেরক্রো প্রে। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫
  3. "প্রচ্ছদ বাংলাদেশ বিবিধ ময়মনসিংহকে বিভাগ ঘোষণার খবর আনন্দের জোয়ার, নির্দেশ পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ"। নং ১৪–৭০। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৫
  4. "Mymensingh to become new division"। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ {{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  5. "ময়মনসিংহ নতুন বিভাগ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  6. "ময়মনসিংহ বিভাগ তৈরির কাজ শুরুর নির্দেশ"। বিবিসি বাংলা। ১৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫
  7. ,ময়মনসিংহ বিভাগীয় শহর।

বহিঃসংযোগ

[সম্পাদনা]