ডলি আনোয়ার
ডলি আনোয়ার | |
---|---|
জন্ম | ডলি ইব্রাহিম ১ জুলাই ১৯৪৮ যশোর, পূর্ব পাকিস্তান (বর্তমানে- বাংলাদেশ) |
মৃত্যু | ৩ জুলাই ১৯৯১ ঢাকা, বাংলাদেশ | (৪৩ বছর)
মৃত্যুর কারণ | আত্মহত্যা |
সমাধি | শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর, ঢাকা |
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৬৪ – ১৯৯১ |
উল্লেখযোগ্য কাজ | সূর্য দীঘল বাড়ী দহন হুলিয়া |
দাম্পত্য সঙ্গী | আনোয়ার হোসেন (বি. ১৯৭৯; her death ১৯৯১) |
পিতা-মাতা |
|
ডলি আনোয়ার (১ জুলাই ১৯৪৮ - ৩ জুলাই ১৯৯১) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৭৯ সালে সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
পরিচ্ছেদসমূহ
প্রাথমিক জীবন[সম্পাদনা]
ডলি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করে। তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম এবং মায়ের নাম নীলিমা ইব্রাহিম। তার মাতা নীলিমা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। ডলি ১৯৭০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এম.এ সম্পন্ন করেন।
কর্মজীবন[সম্পাদনা]
ডলি অভিনয় শুরু করেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক একতলা দোতলা দিয়ে। মঞ্চেও সফল অভিনেত্রী ছিলেন। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু। তিনি একটি ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন।[১]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এর সাথে ১৯৭৯ সালে সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্র তৈরির সময় ডলি ইব্রাহিমের পরিচয় হয় এবং ঐ বছরই তারা বিয়ে করেন।[২][৩]
চলচ্চিত্র সমূহ[সম্পাদনা]
ডলি আনোয়ার ১৯৭৯ সালে মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী পরিচালিত সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রে জয়গুন চরিত্রে অভিনয় করেন। এতে আরও অভিনয় করে রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। এ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪]
১৯৮৬ সালে অভিনয় করেন শেখ নিয়ামত আলী রচিত ও পরিচালিত রাষ্ট্রীয় অনুদানে নির্মিত চলচ্চিত্র দহন-এ। মধ্যবিত্তদের টানাপোড়নের চিত্র তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। ছায়াছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ, ববিতা, হুমায়ুন ফরীদি, আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।[৫]
ডলি আনোয়ার অভিনীত হুলিয়া চলচ্চিত্রটি ১৯৮৯ সালে মুক্তি পায়।
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- শ্রেষ্ঠ অভিনেত্রী - সূর্য দীঘল বাড়ী (১৯৭৯)
মৃত্যু[সম্পাদনা]
ডলি আনোয়ার ১৯৯১ সালের ৩ জুলাই বিষপান করে আত্মহত্যা করেন। তাকে কবর দেওয়া হয় ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধজীবী কবরস্থান-এ।[৬] আত্মহত্যার পর নানা রকম গুজব শোনা যায়। ডলি আনোয়ারের স্বামী আনোয়ার হোসেন তাকে তালাকনামা প্রেরণ করেন যা সহ্য করতে না পেরে ডলি আনোয়ার বিষপান করেন বলে গুজব ছড়ায়। এই গুজবের কোন সত্যতা প্রমাণিত না হওয়ায় এই মৃত্যু রহস্যই থেকে যায়।[৭]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ শান্তা মারিয়া (১৮ আগস্ট ২০১৪)। "মরিবার হলো তার সাধ"। বিডিনিউজ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ "আনোয়ার হোসেন"। প্রিয় নিউজ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ "আত্নহত্যা এর তালিকায় নাম লিখিয়েছেন !! বাংলাদেশের যেসব তারকারা !!!"। বাংলার সময়। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ "সূর্য দীঘল বাড়ি: নারীর প্রথা ভাঙার গল্প"। বিডিনিউজ মিক্স। ২৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ শেরিফ আল সায়ার (৮ ডিসেম্বর ২০১৩)। "মধ্যবিত্তের ছবি 'দহন'"। কথা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ "দেশের যেসব তারকা 'মহাপাপ' করেছেন"। রূপালি আলো। ২৬ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- ↑ বেগম মমতাজ হোসেন (৬ সেপ্টেম্বর ২০১৩)। "ডলি ও মিতা- দু'টি খসে পড়া তারা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডলি আনোয়ার
(ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ডলি আনোয়ার