যশ চোপড়া
যশ চোপড়া | |
---|---|
![]() | |
জন্ম | যশ রাজ চোপড়া |
মৃত্যু | ২১ অক্টোবর, ২০১২ মুম্বাই, ভারত |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | পামেলা চোপড়া |
সন্তান | উদয় চোপড়া, আদিত্য চোপড়া |
পুরস্কার | ![]() |
স্বাক্ষর | |
![]() |
যশ চোপড়া (জন্ম: ২৭ আগস্ট, ১৯৩২ - মৃত্যু: ২১ অক্টোবর, ২০১২) ভারতের হিন্দি ছবির প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক।
পরিচ্ছেদসমূহ
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
যশ চোপড়া ১৯৩২ সালের ২৭ আগস্ট লাহোর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন[সম্পাদনা]
যশ চোপড়া কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে আই এস জোহর এবং বি আর চোপড়ার সাথে। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’ ছাড়াও মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। [১] যশ রাজ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র যাব তাক হ্যায় জান। এটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুশকা শর্মা। ছবিটি নির্মাণ শুরু করার আগেই ঘোষণা দেন; এটি তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এবং ছবিটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনি গত ২১ আগস্ট, ২০১২-এ মৃত্যুবরণ করেন।[২]
চলচ্চিত্র জীবন[সম্পাদনা]
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- পদ্মভূষণ - (২০০৫)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (প্রযোজক)[সম্পাদনা]
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - চাঁদনী - (১৯৯০)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - ডর - (১৯৯৪)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - (১৯৯৬)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিল তো পাগল হ্যায় - (১৯৯৮)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - বীর-জারা - (২০০৫)
ফিল্মফেয়ার পুরস্কার[সম্পাদনা]
- পরিচালক
- শ্রেষ্ঠ পরিচালক - ওয়াক্ত - (১৯৬৫)
- শ্রেষ্ঠ পরিচালক - ইত্তেফাক - (১৯৬৯)
- শ্রেষ্ঠ পরিচালক - দাগ - (১৯৭৩)
- শ্রেষ্ঠ পরিচালক - দিওয়ার - (১৯৭৫)
- শ্রেষ্ঠ পরিচালক - বীর-জারা - (২০০৪)
- প্রযোজক
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - লামহে - (১৯৯১)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - (১৯৯৫)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - দিল তো পাগল হ্যায় - (১৯৯৭)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র - বীর-জারা - (২০০৪)
- প্রভাবশালী অবদান
- ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৬)
- ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৭)
- ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৮)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলানিউজ ২৪ ডট কম
- ↑ "The Life and Times of Yash Chopra"। India Times। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১২।
বহি:সংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে যশ চোপড়া সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে যশ চোপড়া (ইংরেজি)
- Biography of Yash Chopra in Yash Raj Film's official website
- কার্লি-এ Yash Chopra (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |