আব্দুল রাজ্জাক (ক্রিকেটার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুল রাজ্জাক
عبد الرزاق
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআব্দুল রাজ্জাক
জন্ম (1979-12-02) ২ ডিসেম্বর ১৯৭৯ (বয়স ৪৪)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ডাকনামব্যাং ব্যাং রাজ্জাক, দ্য রেজার, সোলজার
উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার (বোলার এবং ব্যাটসম্যান)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৫৭)
৫ নভেম্বর ১৯৯৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১ ডিসেম্বর ২০০৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১১)
১ নভেম্বর ১৯৯৬ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই১৮ নভেম্বর ২০১১ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ )
২৮ আগস্ট ২০০৬ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই১৫ নভেম্বর ২০১৩ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৬–২০০৭লাহোর
১৯৯৭–১৯৯৯খান রিসার্চ ল্যাবরেটরি
২০০১–২০০২পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস
২০০২–২০০৩মিডলসেক্স
২০০৩–২০০৪জারাই
২০০৪–লাহোর লায়ন্স
২০০৭ওরচেস্টারশায়ার
২০০৭–২০০৯হায়দ্রাবাদ হিরোজ
২০০৮সারে
২০১০হ্যাম্পশায়ার
২০১০শিয়ালকোট স্ট্যালিয়ন্সক
২০১১–বর্তমানলিচেস্টারশায়ার
২০১১–২০১২মেলবোর্ন রেনেগেডস
২০১২–বর্তমানদুরন্ত রাজশাহী
২০১২–বর্তমানওয়াইয়াম্বা ইইনাইটেড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওয়ানডে টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৪৬ ২৬৫ ৩২ ১২২
রানের সংখ্যা ১,৯৪৬ ৫০৮০ ৩৯৩ ৫,৩১৮
ব্যাটিং গড় ২৮.৬১ ২৯.৭০ ২০.৬৮ ৩২.২৩
১০০/৫০ ৩/৭ ৩/২৩ ০/০ ৮/২৮
সর্বোচ্চ রান ১৩৪ ১১২ ৪৬* ২০৩*
বল করেছে ৭,০০৮ ১০,৯৪১ ৩৩৯ ১৯,১৯১
উইকেট ১০০ ২৬৯ ২০ ৩৫৫
বোলিং গড় ৩৬.৯৪ ৩১.৮৩ ১৯.৭৫ ৩১.৪১
ইনিংসে ৫ উইকেট ১৩
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৩৫ ৬/৩৫ ৩/১৩ ৭/৫১
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/– ৩৩/– ২/– ৩৩/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১০ ডিসেম্বর ২০১৩

আব্দুল রাজ্জাক (উর্দু: عبد الرزاق, জন্ম ২ ডিসেম্বর ১৯৭৯) হলেন একজন পাকিস্তানি ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার এবং ডান-হাতি ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন। ১৯৯৬ সালে তার ১৭তম জন্মদিনের প্রাক্কালে জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। তিনি পাকিস্তানের হয়ে ২৬৫টি ওয়ানডে ও ৪৬টি টেস্ট ম্যাচ খেলেছেন।[১]

আন্তর্জাতিক শতকসমূহের তালিকা[সম্পাদনা]

  • কলামের রান, * চিহ্ন অপরাজিত বোঝান হয়েছে;
  • কলামের শিরোনাম ম্যাচ খেলোয়াড়ের ম্যাচ সংখ্যা বোঝান হয়েছে;

টেস্ট শতকসমূহ[সম্পাদনা]

আব্দুল রাজ্জাকের টেস্ট শতকসমূহ
রান ম্যাচ প্রতিপক্ষ শহর/দেশ মাঠ বছর
[১] ১০০* ১১  ইংল্যান্ড পাকিস্তান ফয়সালাবাদ, পাকিস্তান ইকবাল স্টেডিয়াম ২০০০
[২] ১১০* ১৫  বাংলাদেশ পাকিস্তান মুলতান, পাকিস্তান মুলতান ক্রিকেট স্টেডিয়াম ২০০১
[৩] ১৩৪ ১৬  বাংলাদেশ বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ২০০২

একদিনের আন্তর্জাতিক শতকসমূহ[সম্পাদনা]

আব্দুল রাজ্জাকের একদিনের আন্তর্জাতিক শতকসমূহ
রান ম্যাচ প্রতিপক্ষ শহর/দেশ মাঠ বছর
[১] ১১২ ১১৯  দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা সেন্ট জর্জেস পার্ক ২০০২
[২] ১০০* ১৭০  জিম্বাবুয়ে পাকিস্তানমুলতান, পাকিস্তান মুলতান ক্রিকেট স্টেডিয়াম ২০০৪
[৩] ১০৯* ২৪৫  দক্ষিণ আফ্রিকা সংযুক্ত আরব আমিরাতআবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত শেখ জায়েদ স্টেডিয়াম ২০১০

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

আব্দুল রাজ্জাক পাকিস্তানের গুজ্জার বংশের সাথে সম্পৃক্ত এবং পাকিস্তানি নারী আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]