সাজিয়া ইলমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাজিয়া ইলমি
সাজিয়া ইলমি আম আদমী পার্টি ছাড়ার পূর্বে
জন্ম১৯৭০
জাতীয়তাভারতীয়
শিক্ষাগণ যোগাযোগ
পেশারাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি (২০১৫–বর্তমান)
দাম্পত্য সঙ্গীসাজিদ মালিক

সাজিয়া ইলমি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সামাজিক কর্মী। তিনি পূর্বে একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ছিলেন এবং স্টার নিউজ এর একজন সঞ্চালক ছিলেন। তিনি ২০১১ এবং ২০১২ সালের অান্না হাজারের নেতৃত্বে ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের একজন মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন। তিনি আম আদমি পার্টি এর একজন জাতীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সাজিয়া ইলমি ভারতের কানপুর ভিত্তিক একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেন। তাদের পরিবারের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাথে যোগাযোগ ছিল। তার পিতা কানপুর ভিত্তিক সংবাদপত্র "সিয়াসাত জাদিদ" এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। তার চাচা দুই দশক ধরে উত্তর প্রদেশের বিধানসভা একজন সদস্য এবং সেইসাথে রাষ্ট্র শাসনিক অফিসে অধিষ্ঠিত অন্যতম একজন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বোন আরিফ মোহাম্মদ খানকে বিয়ে করেন; যিনি সাবেক ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ ছিলেন এবং বহুজন সমাজ পার্টি দলে যোগ দিয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।[১]

ইলমি কানপুরের সেন্ট মেরি স্কুল এবং নৈনিতালে পড়াশোনা করেন। এরপর শিমলার সেন্ট বেডিস কলেজে সংযুুক্ত হন।[২] তারপর তিনি সাংবাদিকতা ও সম্প্রচার বিষয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং ওয়েলস, কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডিগ্রী কোর্স সম্পন্ন করেন।[১] এছাড়াও তিনি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমী এর ১৬এমএম ফিল্ম প্রোডাকশ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন।[৩]

টেলিভিশন কর্মজীবন[সম্পাদনা]

ইলমি টেলিভিশনের খবর এবং তথ্যচিত্র নির্মানসহ বিভিন্ন দিক নিয়ে ১৫ বছর কাটিয়েছেন।[১] তিনি স্টার নিউজ চ্যানেলে একজন সঞ্চালক হিসেবে কাজ করতেন; যেখানে তিনি উপস্থাপক এবং প্রযোজক হিসেবে জনপ্রিয় প্রাইম টাইম নিউজ শো দেশ বিদেশ পরিচালনা করতেন।[৪]

ইলমি ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব ওমেন ইন রেডিও এন্ড টেলিভিশনের সদস্য নির্বাচিত হয়েছেন।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sruthijith, K. K. (২৫ ডিসেম্বর ২০১১)। "Shazia Ilmi, ex-journalist: The Muslim face of Team Anna"। The Economic Times। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৩ 
  2. BP Staff (২ আগস্ট ২০১২)। "The Biography of Shazia Ilmi, a prominent Team Anna Member"Biharprabha News। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৩ 
  3. Voll, Klaus (২০১৩)। AAM AADMI PARTY (AAP) A NEW POLITICAL PARTY IN INDIA (পিডিএফ)। FEPS। পৃষ্ঠা 9। ২ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৪  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  4. Kaniwal, Rahul (১৮ আগস্ট ২০১১)। "A thinktank brings Anna the eyeballs"। India Today। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৩ 
  5. "IAWRT Members and their World Premiere Films" (পিডিএফ)The International Association of Women in Radio and Television Newsletter। IAWRT। 2 (1): 4। এপ্রিল ২০১১। ১৩ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৩