লক্ষ্মী (অভিনেত্রী)
লক্ষ্মী | |
---|---|
![]() ২০১৫ সালে নান সুভাসিক্কুম শিবাজির বই উদ্বোধনে লক্ষ্মী | |
জন্ম | ইয়ারাগুডিপতি ভেঙ্কটলক্ষ্মী ১৩ ডিসেম্বর ১৯৫২ মাদ্রাজ, ভারত |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬১, ১৯৬৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ভাস্কর (বি. ১৯৬৯–১৯৭৪) মোহন শর্মা (বি. ১৯৭৫–১৯৮০) |
সন্তান | ঐশ্বর্যা সম্যুক্তা |
পিতা-মাতা | ইয়ারাগুডিপতি ভরদ রাও (পিতা) কুমারী রুক্মিণী (মাতা) |
লক্ষ্মী (জন্ম: ইয়ারাগুডিপতি ভেঙ্কটলক্ষ্মী, ১৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তামিল চলচ্চিত্র শ্রী ভাল্লি দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। মুখ্য অভিনেত্রী হিসেবে তার প্রথম তামিল চলচ্চিত্র হল জীবনামসম (১৯৬৮) এবং প্রথম তেলুগু চলচ্চিত্র বন্ধব্যলু (১৯৬৮)। ১৯৭৪ সালে তার অভিনীত দ্বিতীয় মালয়ালম চলচ্চিত্র ছত্তকরি সারা ভারতে ব্যবসাসফল হয়।
লক্ষ্মী মালয়ালম চলচ্চিত্র সিলা নেরঙ্গলিল সিলা মণিতারগল (১৯৭৭)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি একটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুটি কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার, নয়টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, এবং তিনটি নন্দি পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
লক্ষ্মী ১৯৫২ সালের ১৩ই ডিসেম্বর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা ইয়ারাগুডিপতি ভরদ রাও একজন চলচ্চিত্রকার এবং মাতা কুমারী রুক্মিণী ছিলেন একজন তামিল অভিনেত্রী।[১] লক্ষ্মী চেন্নাই শহরে বেড়ে ওঠেন।
পুরস্কার[সম্পাদনা]
- ১৯৭৭: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সিলা নেরঙ্গলিল সিলা মণিতারগল
- ১৯৭৬: শ্রেষ্ঠ অভিনেত্রী - জুলি
- ১৯৭৪: শ্রেষ্ঠ অভিনেত্রী (তামিল) - দীক্ষত্র পার্বতী
- ১৯৭৪: শ্রেষ্ঠ অভিনেত্রী (মালয়ালম) - চত্তকরি
- ১৯৭৫: শ্রেষ্ঠ অভিনেত্রী (মালয়ালম) - চলানুম
- ১৯৭৬: শ্রেষ্ঠ অভিনেত্রী (মালয়ালম) - মোহিণীয়াত্তম
- ১৯৮৩: শ্রেষ্ঠ অভিনেত্রী (তামিল) - উনময়গল
- ১৯৮৬: শ্রেষ্ঠ অভিনেত্রী (তেলুগু) - শ্রাবণ মেঘালু
- ১৯৯৩: শ্রেষ্ঠ অভিনেত্রী (কন্নড়) - হুভু হন্নু
- ১৯৯৮: ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার - দক্ষিণ
- ১৯৯৩: শ্রেষ্ঠ অভিনেত্রী - হুভু হন্নু
- ২০০৮: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - ভমশি
- ২০১৭: ডক্টর রাজকুমার পুরস্কার
- ১৯৭৪: শ্রেষ্ঠ অভিনেত্রী - চত্তকারি
- ১৯৭৮: শ্রেষ্ঠ অভিনেত্রী - অরু নাদিগাই নাটাকাম পারকিরাল
- নন্দী পুরস্কার
- ১৯৭৭: শ্রেষ্ঠ অভিনেত্রী - পন্থুলাম্মা
- ১৯৮৬: শ্রেষ্ঠ অভিনেত্রী - শ্রাবণ মেঘালু
- ২০০১: শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী - মুরারি
- ২০১২: বিশেষ জুরি পুরস্কার - মিথুনম
- বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার
- ১৯৭৫: বর্ষসেরা কাজ - জুলি
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Blast from the past - Lavangi (1946)"। দ্য হিন্দু। ২৫ মে ২০১৩। ১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- ইন্টারনেট মুভি ডেটাবেজে লক্ষ্মী (ইংরেজি)
- ১৯৫২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- চেন্নাইয়ের অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ বিজয়ী
- তামিলনাড়ুর টেলিভিশন ব্যক্তিত্ব
- কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- নন্দী পুরস্কার বিজয়ী
- তামিল টেলিভিশনের অভিনেত্রী
- তেলুগু ব্যক্তি
- দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- রাজজ্যোৎসব পুরস্কার ২০১৬ প্রাপক