চ্যানেল সিক্সটিন
চ্যানেল সিক্সটিন | |
---|---|
উদ্বোধন | ১৬ ডিসেম্বর ২০১১ |
বন্ধ | ২ ডিসেম্বর ২০১৪ |
মালিকানা | ইনসাইড টেলিকাস্ট কোম্পানি লিমিটেড |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এইচডিটিভি) |
স্লোগান | বাংলার অহংকার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | ঢাকা, বাংলাদেশ |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | মিউজিক বাংলা টিভি |
ওয়েবসাইট | channel-16tv |
চ্যানেল সিক্সটিন ছিল একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি সংঙ্গীত বিষয়ক বিনোদন মূলক স্যাটেলাইট টিভি চ্যানেল ছিল।
২০১১ সালের নভেম্বরে সিঙ্গাপুরভিত্তিক টিভি চ্যানেল সিক্সটিন ডাউনলিঙ্ক করে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য অনুমতি দেওয়া হয় ইনসাইট টেলিকাস্ট নামক প্রতিষ্ঠানকে।[১] পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতির মেয়াদ ২০১৩ সালের ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় এটির সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়া তথ্য মন্ত্রণালয়।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বন্ধের নির্দেশের পর অন্য নামে চলছে চ্যানেল ১৬"। samakal.com। ৩ ডিসেম্বর ২০১৪। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।
- ↑ "চ্যানেল সিক্সটিন-এর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত"। দৈনিক সংগ্রাম। ৩ ডিসেম্বর ২০১৪। ১৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৮।