জিও সুপার
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
জিও সুপার Geo Super | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২০০৭ |
মালিকানা | জিও টিভি |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এসডিটিভি) |
স্লোগান | জীত ক্যা জিও |
প্রধান কার্যালয় | দুবাই |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | জিও এন্টারটেইন্টমেন্ট জিও নিউজ জিও তেজ জিও কাহানি আগ টিভি |
ওয়েবসাইট | geosuper.tv |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
পাকস্যাট (পাকিস্তান) | ৩৭৯৭ MHz ৩/৪ |
ইন্টেলস্যাট ১০ (এশিয়া) | ৩৩৩৩-২/৩ |
ডিশ নেটওয়ার্ক (ইউএসএ) | চ্যানেল ৭৪৭ |
ট্রুভিশন (থাইল্যান্ড) | চ্যানেল ৮৭৩ |
আইপিটিভি | |
পিটিসিএল স্মার্ট টিভি (পাকিস্তান) | চ্যানেল ৬০ |
স্ট্রিমিং মিডিয়া | |
সরাসরি সম্প্রচার | জিও সুপার সরাসরি |
জিও সুপার হল দুবাই ভিত্তিক বিশ্ব ক্রীড়ার জন্য নিবেদিত ২৪ ঘন্টা সম্প্রচারিত পাকিস্তানী টেলিভিশন চ্যানেল। এটি জং গ্রুপ অব নিউজপেপার মালিকানাধিন ইন্ডিপেনডেন্ট মিডিয়া কর্পোরেশনের অংশবিশেষ একটি চ্যানেল।
পরিচ্ছেদসমূহ
সূচনা[সম্পাদনা]
২০০৭ সালের সেপ্টেম্বরের শেষের দিকে জিও টিভির বিরাট সাফল্য লাভের পরে জিও টেলিভিশন নেটওয়ার্কের অধীনে জিও সুপার নামে দুবাই ভিত্তিক পাকিস্তানের প্রথম ২৪ ঘন্টার ক্রীড়া চ্যানেল চালু করা হয়।[১] জিও সুপার প্রধানত ক্রিকেট ম্যাচগুলিকে বেশী গরুত্বসহকারে সম্প্রচার করে থাকে। এছাড়াও বিশেষ করে ফুটবল এবং হকি খেলা সম্প্রচারিত করা হয়।[২]
সাবস্ক্রিপশন[সম্পাদনা]
জিও সুপার হল একটি এনক্রিপ্ট করা চ্যানেল এবং পাকিস্তানের কেবল অপারেটরদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শন করা হয়। সাধারণত সকল জিও নেটওয়ার্ক ব্যবহারকারীগণ কাওন সেট টপ বক্স ব্যবহার করে থাকেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Imran Khan signs with Geo Super for World Cup 2011. Thenews.com.pk. Retrieved on 2013-12-23.
- ↑ Geo Super rights for WC matches restored. Thenews.com.pk. Retrieved on 2013-12-23.