আকিভ আলী
অবয়ব
আকিভ আলী | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা এবং চলচ্চিত্র সম্পাদক |
পরিচিতির কারণ | ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই, দ্যা ডার্টি পিকচার |
আকিভ আলী (বাংলা: Akiv Ali) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র সম্পাদক ও অভিনেতা। তিনি ২০০৫ সালে রগ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি অর্জন করেন। এছাড়াও তিনি ব্যাবসাসফল অনেকগুলি চলচ্চিত্রে সম্পাদনার কাজ করেছেন।
ক্যারিয়ার
[সম্পাদনা]আকিভ হলেন বলিউড চলচ্চিত্রের একজন সম্পাদক। তিনি হিন্দী সিনেমা কাইটস এবং ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই চলচ্চিত্রের জন্য বিখ্যাত। তিনি ২০০৫ সালের চলচ্চিত্র রগ -এ একজন অভিনেতা হিসেবে কাজ করেছিলেন।[১]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- রগ (২০০৫)
সম্পাদক
[সম্পাদনা]- মাদহোসি (২০০৪)
- গ্যাংস্টার (২০০৬)
- লাইফ ইন এ মেট্রো (২০০৭)
- কাইটস (২০১০)
- আই হেট লাভ স্টোরিজ (২০১০)
- ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই (২০১০)
- দ্যা ডার্টি পিকচার (২০১১)
- অগ্নিপথ (২০১২)
- বারফি! (২০১২)
- আকাশ বানী (২০১৩)
- ইয়ে জাওয়ানী হে দিওয়ানী (২০১৩)