খান জাহান আলী
খান-ই-আজম খান জাহান আলী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
মৃত্যু | ২৫ অক্টোবর ১৪৫৯ |
সমাধিস্থল | খান জাহান আলীর মাজার বাগেরহাট, বাংলাদেশ |
ধর্ম | ইসলাম |
মুসলিম নেতা | |
কাজের মেয়াদ | ১৫ শতাব্দী |
শিষ্য |
বাংলাদেশে ইসলাম |
---|
খান জাহান আলী (১৩৬৯ - ২৫ অক্টোবর ১৪৫৯) ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুঘ খান, খান-ই-আজম ইত্যাদি।[১]
জীবনী
[সম্পাদনা]হযরত উলুঘ খানজাহান আলি ১৩৬৯ খ্রিষ্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি।[২] ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন।[৩] খানজাহান আলির প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত অলিয়ে কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন।
ইসলাম প্রচার
[সম্পাদনা]খানজাহান আলি ১৩৮৯ খ্রিষ্টাব্দে সেনা বাহিনীতে সেনাপতির পদে কর্ম জীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। ১৩৯৪ এ মাত্র ২৬/২৭ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান (গভর্নর) পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ৬০,০০০ সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন (সূত্র প্রয়োজন)। ১৪১৮ খ্রিষ্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন।
পরিবার
[সম্পাদনা]খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পির নুর-কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলি তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। তবে এই দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয়। কারণ খান জাহান আলী ইসলামি সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফারসি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন। "সোনাবিবি ও রূপাবিবি" এ ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয়।[৪]
মৃত্যু
[সম্পাদনা]হযরত খানজাহান আলি অক্টোবর ২৫, ১৪৫৯ তারিখে (মাজারশরিফের শিলালিপি অনুযায়ী ৮৬৩ হিজরি ২৬শে জিলহাজ) ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজ রত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
গ্যালারি
[সম্পাদনা]-
হযরত খানজাহান আলি এর মাজার ভবন, বাগেরহাট
-
খান জাহান আলির তৈরি ষাট গম্বুজ মসজিদ
-
হযরত খানজাহান আলি এর মাজার ভবন
-
খান জাহান আলীর মাজারের দরজা
-
খান জাহান আলী নির্মিত প্রাচীন রাস্তা
-
খান জাহানের নির্মিত প্রাচীন রাস্তা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খান জাহান"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৫।
- ↑ ক খ "ইসলাম প্রচারে খান জাহান আলী (রহ)"। The Daily Ittefaq। ২০১৯-১০-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৫।
- ↑ ফিরোজ শাহী- পৃষ্ঠা ৪৭৭
- ↑ আব্দুল জলীল, এ,এফ,এম (১৯৮৬)। সুন্দরবনের ইতিহাস। আহমদ পাবলিশিং হাউস।
আরো পড়ুন
[সম্পাদনা]- Hasan, Sayed Mahmudul Khan Jahan: Patron-saint of the Sundarbans (Islamic Foundation Bangladesh, 2004)
- Shahid, Rudabeh The Mystic Contribution: Khan Jahan Ali and the Creation of Bagerhat (Adorn Publication, 2010)
- Khoundkar, Alamgir Khan Jahan (R): Ruler, Builder, and Saint (Parash Publishers, 2001)