ডলফিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Dolphin থেকে পুনর্নির্দেশিত)
ঢেউয়ের সাথে খুনসুটিরত একটি বোতলনাক ডলফিন

ডলফিন তিমি এবং পরপয়েজের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত[১] এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। [২]পৃথিবীতে ১৭টি গণে প্রায় ৪০টি প্রজাতির ডলফিন রয়েছে।[৩] ১.২ মিটার(৪ ফুট) দৈর্ঘ্য এবং ৪০ কেজি (৯০ পাউন্ড) ওজন (মাউয়ের ডলফিন)থেকে শুরু করে ৯.৫ মিটার (৩০ ফুট)দৈর্ঘ্য এবং ১০ টন (৯.৮ লিট; ১১ স্টোন)ওজন পর্যন্ত বিভিন্ন আকারের ডলফিন দেখা যায়। পৃথিবীজুড়েই ডলফিন দেখা যায়, বিশেষ করে মহীসোপানের কাছের অগভীর সমুদ্রে। ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় দশ মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড়সুলভ মানসিকতা মানবসমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ডলফিন থেকে তিমির বিস্ময়কর সমান্তরাল বিবর্তনের সূত্র পেয়েছেন বিজ্ঞানীরা"বিজ্ঞান সংবাদ (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৭ 
  2. Bayside, Dolphins Plus। "DOLPHIN FACTS: EVERYTHING YOU NEED TO KNOW"content.dolphinsplus.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৭ 
  3. "dolphin | Facts & Pictures | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

গবেষণা এবং তথ্য:

তথ্য: