৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার | ||||
প্রদান | ৩০ আগস্ট ২০২২ | |||
স্থান | জিও ওয়ার্ল্ড সেন্টার, মুম্বই | |||
উপস্থাপক | রণবীর সিং, অর্জুন কাপুর[১] | |||
সংগঠক | দ্য টাইমস গ্রুপ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | Filmfare Awards 2022 | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শেরশাহ | |||
শ্রেষ্ঠ সমালোচক | সরদার উধম | |||
সর্বাধিক পুরস্কার | সরদার উধম (৭) | |||
সর্বাধিক মনোনয়ন | শেরশাহ (১৯) | |||
টেলিভিশন আওতা | ||||
নেটওয়ার্ক | কালার্স টিভি | |||
|
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার হল দ্য টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত ২০২১ সালের বলিউড চলচ্চিত্রের সেরাদের সম্মাননা প্রদানের আয়োজন।
এই আসরে শেরশাহ সর্বাধিক ১৯টি মনোনয়ন লাভ করে। অন্যদিকে সরদার উধম ও ৮৩ ১৪টি করে, রেশমি রকেট ১১টি এবং সন্দীপ অউর পিঙ্কি ফরার ১০টি মনোনয়ন লাভ করে। সরদার উধম শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক) ও শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) (ভিকি কৌশল)-সহ সর্বাধিক ৯টি পুরস্কার অর্জন করে।
পঙ্কজ ত্রিপাঠী ৮৩ ও মিমি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন।
আয়োজন[সম্পাদনা]
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে।এক সংবাদ সম্মেলনে ফিল্মফেয়ার ম্যাগাজিনের সম্পাদক জিতেশ পিল্লাই উল্ফ৭৭৭নিউজকে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা দেয়। অভিনেতা রণবীর সিং ও অর্জুন কাপুরকে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ঘোষণা দেওয়া হয়। নোরা ফাতেহি, ভিকি কৌশল, কার্তিক আর্যন, দিশা পাটানি, জাহ্নবী কাপুর, বরুণ ধবন ও কিয়ারা আডবানী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করবেন বলে জানানো হয়। এই অনুষ্ঠান ২০২২ সালের ৩০শে আগস্ট অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালের ৯ই সেপ্টেম্বর কালার্স টিভিতে প্রচারিত হবে।[২]
বিজয়ী ও মনোনীতগণ[সম্পাদনা]
জনপ্রিয় পুরস্কার[সম্পাদনা]
রেকর্ড[সম্পাদনা]
মনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
১৯ | শেরশাহ |
১৪ | সরদার উধম |
১৪ | ৮৩ |
১১ | রশ্মি রকেট |
১০ | সন্দীপ অউর পিঙ্কি ফরার |
৯ | শেরনি |
৮ | হাসিন দিলরুবা |
৬ | রামপ্রসাদ কী তেরবী |
৬ | মিমি |
৫ | অতরঙ্গি রে |
৪ | সায়না |
৩ | থলাইবি |
৩ | বব বিশ্বাস |
৪ | চন্ডীগড় করে আশিকি |
৩ | সূর্যবংশী |
২ | দ্য গার্ল অন দ্য ট্রেন |
পুরস্কার | চলচ্চিত্র |
---|---|
৯ | সরদার উধম |
৭ | শেরশাহ |
৩ | মিমি |
২ | ৮৩ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Filmfare Awards 2022: Ranveer Singh & Arjun Kapoor turn host; Kartik Aaryan & Vicky Kaushal to perform on stage"। ভারত: ইকোনমিক টাইমস। ২৯ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Ranveer Singh launches Wolf777 News 67th Filmfare Awards, to turn host alongside Arjun Kapoor"। ভারত: টাইমস নাউ। ২৯ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২।