সায়মন সাদিক
সায়মন সাদিক | |
---|---|
![]() ২০২১ সালে | |
জন্ম | সায়মন সাদিক ৩০ আগস্ট ১৯৮৫ কলাপাড়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনয়শিল্পী |
কর্মজীবন | ২০১২–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | জ্বী হুজুর পোড়ামন জান্নাত |
শৈলী | রোমান্টিক, অ্যাকশন |
দাম্পত্য সঙ্গী | দীপা সাদিক (বি. ২০১৪) |
সন্তান | ২ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৮) |
সায়মন সাদিক (জন্ম: ৩০ আগস্ট, ১৯৮৫) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে তার আগমন ঘটে।[১]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
সায়মন ১৯৮৫ সালের ৩০ আগস্ট বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর অবস্থিত কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি স্যাটেলাইট চ্যানেল এনটিভি আয়োজিত "সুপার হিরো সুপার হিরোইন" অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বৈবাহিক জীবন[সম্পাদনা]
তিনি ৯ বছর প্রেমের পর ২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিয়ে করেন, তার স্ত্রীর নাম দীপা সাদিক। তাদের দু’সন্তান রয়েছে।[২]
চলচ্চিত্র জীবন[সম্পাদনা]
সায়মন ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজুর জ্বী হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০১৩ সালে পোড়ামন ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান।[৩] এর পরের বছর তিনি এর বেশি ভালবাসা যায় না চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, এবং শফিক হাসানের স্বপ্নছোঁয়া। পরের বছর অভিনয় করেন মোস্তাফিজুর রহমান মানিকের "ইটিশ পিটিশ প্রেম" চলচ্চিত্রে, কিন্তু সেন্সরবোর্ডের আপত্তি থাকায় নামটি পরিবর্তন করে চুপি চুপি প্রেম নামে মুক্তি দেওয়া হয়।[৪] ২০১৬ সালে মুক্তি পায় মাটির পরী, পুড়ে যায় মন এবং অজান্তে ভালোবাসা। অপূর্ব-রানা পরিচালিত পুড়ে যায় মন সায়মন-পরীমনি জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।[৫] তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা চলচ্চিত্রে, কিন্তু অনেক দৃশ্য বাদ দিয়ে সেন্সরবোর্ডের অনুমতি পেলেও হাইকোর্টের নিষেদাজ্ঞার কারণে ছায়াছবিটি এখনো মুক্তি পায় নি।[৬] এছাড়া অভিনয় করছেন ও মুক্তির অপেক্ষায় আছে এ জে রানার তোমার জন্য পরাণ কান্দে, মিজানুর রহমান শামীমের ধ্বংস মানব, এফ আই মানিকের সারপ্রাইজ, শাহীন সুমনের প্রবাসী ডন ও মিয়া বিবি রাজি,[৭] পি এ কাজলের মায়াময় ও চোখের দেখা,[৮][৯] মোস্তাফিজুর রহমান মানিকের প্রেম বলে কিছু নেই,[১০] এবং দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে,[১১] চলচ্চিত্রে। এছাড়া আকাশ আচার্য পরিচালিত ভৌতিক চলচ্চিত্র মায়াবী-এ অভিনয় করছেন।[১২] ২০১৮ সালের ঈদুল আযহায় জান্নাত চলচ্চিত্রে তাকে মাহিয়া মাহীর বিপরীতে দেখা যায়।[১৩] "জান্নাত" চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ট অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১২ | জ্বী হুজুর | আব্দুর রহমান | জাকির হোসেন রাজু | প্রথম অভিনীত চলচ্চিত্র |
২০১৩ | পোড়ামন | সুজন | জাকির হোসেন রাজু | সুপারহিট[১৪] মনোনীত: বায়োস্কোপ বর্ষসেরা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা |
এর বেশি ভালবাসা যায় না | রবি | জাকির হোসেন রাজু | ||
২০১৪ | তুই শুধু আমার | শুভ | রাজু চৌধুরী | |
তোমার কাছে ঋণী | রাজু | শাহাদাত হোসেন লিটন | ||
স্বপ্নছোঁয়া | শক্তি | শফিক হাসান | ||
২০১৫ | অ্যাকশন জেসমিন | ইন্সপেক্টর আকাশ | ইফতেখার চৌধুরী | |
ব্ল্যাক মানি | শ্রাবণ | সাফি উদ্দিন সাফি | ||
চুপি চুপি প্রেম | রবি/রতন/রহমান (ত্রিপল আর) | মোস্তাফিজুর রহমান মানিক | ||
২০১৬ | মাটির পরী | শুভ | সায়মন তারিক | |
পুড়ে যায় মন | সূর্য | অপূর্ব রানা | ||
অজান্তে ভালোবাসা | প্রেম | এ জে রানা | ||
চোখের দেখা | সাদমান | পি এ কাজল | ||
২০১৭ | মায়াবিনী | প্রেম | আকাশ চারজি | |
তুই আমার | সাইমন | সজল আহমেদ | এজেএফবি স্টার চলচ্চিত্র পুরস্কার লাভ | |
খাস জমিন | রবি | সারোয়ার হোসাইন | ||
১৬ আনা প্রেম | অমিত | আলী আজাদ | ||
২০১৮ | জান্নাত | আসলাম/ ইফতেখার | মোস্তাফিজুর রহমান মানিক | শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ |
মাতাল | রানা | শাহীন সুমন | ||
২০১৯ | জীবন থেকে পাওয়া | জয় | সাইদুর রহমান সজল | শর্ট ফিল্ম |
২০২০ | জল শেওলা | আবির | জেসমিন আক্তার নদী | ২০২০ ই মুক্তি পেয়েছে |
২০২২ | আনন্দ অশ্রু | ফরহাদ | মোস্তাফিজুর রহমান মানিক | |
নদীর বুকে চাঁদ | চাঁদ | শওকত হাসান | নির্মাণ হচ্ছে | |
আমার মা আমার বেহেশত![]() |
ঘোষিত হবে | বদিউল আলম খোকন | নির্মাণ হচ্ছে | |
লাইভ![]() |
মিলন বিশ্বাস | শামীম আহমেদ রনি | নির্মাণ হচ্ছে | |
গ্যাংস্টার![]() |
ঘোষিত হবে | শাহীন-সুমন | নির্মাণ হচ্ছে | |
কাজের ছেলে![]() |
ঘোষিত হবে | মনতাজুর রহমান আকবর | নির্মাণ হচ্ছে | |
নরসুন্দরী![]() |
ঘোষিত হবে | শামীম আহমেদ রনি | নির্মাণ হচ্ছে | |
আর্তনাদ![]() |
ঘোষিত হবে | জাকির হোসেন রাজু | নির্মাণ হচ্ছে | |
দায়মুক্তি![]() |
ঘোষিত হবে | নির্মাণ হচ্ছে | ||
জল রঙ![]() |
ঘোষিত হবে | নির্মাণ হচ্ছে | ||
মায়া: দ্য লাভ '![]() |
ঘোষিত হবে | জসিম উদ্দিন জাকির | নির্মাণ হচ্ছে | |
হাহাকার![]() |
ঘোষিত হবে | মোস্তাফিজুর রহমান মানিক | নির্মাণ হচ্ছে |
মুক্তি পায়নি যেসব চলচ্চিত্র[সম্পাদনা]
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
(মুক্তি পায়নি) | ধ্বংস মানব | মিজানুর রহমান শামিম | ||
মায়াময় | পি এ কাজল | |||
রানা প্লাজা | টিটু | নজরুল ইসলাম খান | ||
সারপ্রাইজ | এফ আই মানিক | |||
সমসাময়িক | ||||
তোমার জন্য মন কাঁদে | এ জে রানা | |||
প্রবাসী ডন | শাহীন সুমন | |||
ভুলতে পারিনা তারে | ||||
প্রেম বলে কিছু নেই | মোস্তাফিজুর রহমান মানিক | |||
ফলো মি | ||||
মন জ্বলে | দেবাশীষ বিশ্বাস | |||
মনের মধ্যে লেখা | ||||
বাহাদুরি | শফিক হাসান | |||
গোপন সংকেত | তাজুল ইসলাম | |||
এতো প্রেম এতো মায়া | মোস্তাফিজুর রহমান মানিক | |||
ওপারে চন্দ্রাবতী | রফিক শিকদার | |||
গোলপতলীর কাজল | ||||
ভালোবাসি হয়নি বলা | মোস্তাফিজুর রহমান মানিক | |||
পাথরের মন | ছটকু আহমেদ |
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১৩ | বায়োস্কোপ বর্ষসেরা | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা | পোড়ামন | মনোনীত |
বায়োস্কোপ বর্ষসেরা | শ্রেষ্ঠ জুটি (মাহিয়া মাহী-এর সাথে) | পোড়ামন | মনোনীত | |
২০১৮ | এজেএফবি স্টার পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা | মনোনীত | |
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা চলচ্চিত্র অভিনেতা | জান্নাত | বিজয়ী | |
২০১৯ | এজে এফ বি স্টার চলচ্চিত্র পুরস্কার | বিজয়ী |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ আনন্দনগর প্রতিবেদক (২৭ আগস্ট ২০১৩)। "মুখোমুখি আরজু-সায়মন"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বিয়ে ও সন্তানের কথা গোপন করেছিলেন সাইমন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮।
- ↑ "গল্প গানে পোড়ামন..."। দৈনিক ইত্তেফাক। ২৩ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "সায়মন-প্রিয়ন্তীর চুপি চুপি প্রেম"। মিডিয়া খবর। ২৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এই প্রথম দর্শক দেখবে সায়মন-পরী রসায়ন"। মিডিয়া কথা। ২১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'রানা প্লাজা' প্রদর্শনিতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা"। দৈনিক নয়া দিগন্ত। ১০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ তানজিল আহমেদ জনি (২১ নভেম্বর ২০১৪)। "ইন্ডাস্ট্রি বড় বেশি কমার্শিয়াল: সায়মন"। বিডিনিউজ। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "সায়মন-অহনার 'চোখের দেখা'"। দৈনিক জনকণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "ভাল ছবির অপেক্ষায় সায়মন সাদিক"। প্রিয় নিউজ। ১২ এপ্রিল ২০১৫। ৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "সায়মনের 'প্রেম বলে কিছু নেই'"। বাংলানিউজ। ১৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় সাইমন-পরীর নতুন রসায়ন"। মিডিয়া কথা। ২৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মাজহার বাবু (২৫ জানুয়ারি ২০১৬)। "ভূতের ছবি করছেন সায়মন"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
- ↑ "'জান্নাত' ছবিতে সাইমন-মাহি"। এনটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ আর হোসেন (১৪ জুন ২০১৩)। "মুক্তি পেয়েছে 'পোড়ামন'"। দৈনিক আমার দেশ। ২৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- বাংলা মুভি ডেটাবেজে সায়মন সাদিক
![]() |
উইকিমিডিয়া কমন্সে সায়মন সাদিক সংক্রান্ত মিডিয়া রয়েছে। |