২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
অবয়ব
| ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
|---|---|---|---|---|
| পুরস্কার দেওয়া হয় | ১৯৭৬ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
| পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
| আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
| প্রদান | মার্চ ২৪, ১৯৭৭ | |||
| স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
| অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
| আলোকপাত | ||||
| শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | মেঘের অনেক রং | |||
| শ্রেষ্ঠ অভিনেতা | রাজ্জাক কি যে করি | |||
| শ্রেষ্ঠ অভিনেত্রী | ববিতা নয়নমনি | |||
| সর্বাধিক পুরস্কার | মেঘের অনেক রং (৫) | |||
| ||||
২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২য় আয়োজন; যা ২৪ মার্চ ১৯৭৭ সালে দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।
বিজয়ীদের তালিকা
[সম্পাদনা]এই বছর মোট ১৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।[২]
মেধা পুরস্কার
[সম্পাদনা]| পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
|---|---|---|
| শ্রেষ্ঠ চলচ্চিত্র | মেঘের অনেক রং | |
| শ্রেষ্ঠ পরিচালক | হারুনর রশীদ | মেঘের অনেক রং |
| শ্রেষ্ঠ অভিনেতা | রাজ্জাক | কি যে করি |
| শ্রেষ্ঠ অভিনেত্রী | ববিতা | নয়নমনি |
| পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা | খলিল উল্লাহ খান | গুন্ডা |
| পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | রওশন জামিল | নয়নমনি |
| শ্রেষ্ঠ শিশুশিল্পী | আদনান | মেঘের অনেক রং |
| শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | ফেরদৌসী রহমান | মেঘের অনেক রং |
| শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | মাহমুদুন্নবী | দি রেইন |
| শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | রুনা লায়লা | দি রেইন |
কারিগরী পুরস্কার
[সম্পাদনা]| পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
|---|---|---|
| শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | আমজাদ হোসেন | নয়নমনি |
| শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | হারুন অর রশিদ | মেঘের অনেক রং |
| শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | আব্দুস সবুর | সূর্য গ্রহণ |
| শ্রেষ্ঠ সম্পাদক | বশির হোসেন | মাটির মায়া |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।