জামীর হায়দার
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | জামীর হায়দার সৈয়দ |
জন্ম | লাহোর, পাকিস্তান | ৩০ সেপ্টেম্বর ১৯৬২
ডাকনাম | জিমি |
আম্পায়ারিং তথ্য | |
ওডিআই আম্পায়ার | ১৫ (২০০৬–২০১২) |
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |
| |
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২০ নভেম্বর ২০১১ |
জামীর হায়দার (উর্দু: ضميرحيدر; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৬২, লাহোর) একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। তিনি ১৯৮০ এর দশকে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। হায়দার ছিলেন একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি অফ-ব্রেক বোলার। এছাড়াও তিনি একজন অতিরিক্ত উইকেট-রক্ষকের দায়িত্বও পালন করেছেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]হায়দার একটি ক্রীড়ামোদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ খাদিম হুসেন পাকিস্তান রেলওয়ের হয়ে হকি খেলেছেন। হায়দার লাহোরের গরহি সাধুর সরকারি মিয়া ইকবাল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং এবং ১৯৭৬ সালে ম্যাট্রিক পাশ করেন। এরপর তিনি লাহোরের ইসলামিয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ওয়াসিম আকরাম এবং আলিম দার ঐ সময়ে কলেজে অধ্যয়নরত ছিলেন।
আন্তর্জাতিক আম্পায়ারিং জীবন
[সম্পাদনা]হায়দার ১৯৯৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর হয়ে ঘরোয়া ক্রিকেট আম্পায়ারিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৬ সালে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার অনুষ্ঠিত ওয়ানডেতে আম্পায়ারিং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন।[১] এরপর তিনি ২০০৮ সালে করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পাকিস্তান এবং বাংলাদেশ এর মধ্যে ১ম টুয়েন্টি২০ তে আম্পায়ারিং এর মাধ্যমে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন।[২] হায়দার ২০১২ সালে তার অপর দুই পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা এবং সোজাব রাজা সাথে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাথে চুক্তিবদ্ধ হন।[৩]
আন্তর্জাতিক আম্পায়ারিং পরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের ২০ তারিখের হিসাব অনুযায়ী:
প্রথম | সাম্প্রতিক | সর্বমোট | |
---|---|---|---|
ওডিআই | ![]() ![]() |
![]() ![]() |
১৫ |
টি২০আই | ![]() ![]() |
![]() ![]() |
১০ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Zameer Haider's debut as an International Umpire ESPNCricinfo.com. Retrieved on 20-11-2011
- ↑ ক খ Zameer Haider's T20I debut as an Umpire ESPNCricinfo.com. Retrieved on 20-11-2011
- ↑ Three umpires get PCB contracts ESPNCricinfo.com. Retrieved on 25-2-2012
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে জামীর হায়দার (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জামীর হায়দার (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)