রহমান (ভারতীয় অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রহমান (অভিনেতা) থেকে পুনর্নির্দেশিত)
রহমান
রহমান
জন্ম
রশিন রহমান

(1968-05-23) ২৩ মে ১৯৬৮ (বয়স ৫৫)
কর্মজীবন১৯৮৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীমেহেরুন্নিছা
সন্তানরুশদা, আলিশা
ওয়েবসাইটwww.actorrahman.com

রহমান (জন্মঃ রশিন রহমান ২৩ মে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত) হলেন একজন ভারতীয় চলচ্চিত্রাভিনেতা যিনি প্রধাণত মালায়ালাম, তামিল এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ১৯৮৩ সালের মালায়ালাম চলচ্চিত্র "কদেভাইড" অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে শিল্পে আগমন করেন এবং ১৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৮০ দশকের মালায়ালাম সিনেমার জগতে জনপ্রিয় একজন চলচ্চিত্র তারকা ছিলেন এবং ১৯৯০ এর দশকে তামিল এবং তেলুগু চলচ্চিতে প্রবেশ করেন। তিনি ২০০৪ সাল থেকে পুনরায় মালায়ালাম চলচ্চিত্রে ফিরে আসেন এবং ২০০০ সাল থেকে তামিল ও তেলুগু চলচ্চিত্রে সহ-তারকা হিসেবে কাজ করছেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রহমানের স্থানীয় জায়গা হল নিলাম্বুর, মালাপ্পুরাম জেলা, কেরালা। রহমান বেঙ্গালুুরুর বাল্ডউইন বয়েজ হাই স্কুল, আবুধাবি এর "সেন্ট জোসেফ আবুধাবি,উটি এর "রেক্স হায়ার সেকেন্ডারী স্কুল", এবং নিলাম্বুর এর "ম.ই.এস মাম্পাড কলেজ" পড়াশোনা করেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি মেহেরুন্নেছার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। এই দম্পতির ২টি সন্তান রয়েছে; একজন হলেন রুসদা ও অপরজন আলিশা। এ আর রহমান রহমানের স্ত্রীর বড় বোন সায়রা বানুকে বিয়ে করেন।[২]

মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র[সম্পাদনা]

রহমানের আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে, "লিভেন্দার", কুক্কু সুরিন্দরম পরিচালিত "ইন্তে সত্যানওয়েসেনা পারিকসাঙ্গাল" এবং জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক বেনু নায়ারের "ব্লু"।

তার তামিল ছবির মধ্যে রয়েছে "ইন্নামো নাদাক্কুথু"।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

মালায়ালম চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা সহ-তারকা পরিচালক
১৯৮৩ কদেভাইড রবি পুথরান মাম্মূত্তী, সুহাসিনী পদ্মরঞ্জন
১৯৮৪ কালিয়িল আলপাম করয়াম বাবু মোহনলাল, লিজ্জি, নিলীমা, জগথী শ্রীকুমার সথ্যান আনথিকাদ

অপ্রকাশিত ছায়াছবি[সম্পাদনা]

  • পরান্নুয়ারান, কব্বার রুবুধার (১৯৮৫) পরিচালিত
  • মিঝিয়োরাগাললিল, সসি মোহন (১৯৮৫) পরিচালিত
  • চডয়াম (প্রশ্ন), জি. সি. বিজয়ন পরিচালিত, সাথে মোহনলাল (১৯৮৯)
  • পধাভি, আই. ভি. সসি পরিচালিত; বিক্রম (১৯৯২) সাথে

মালায়ালম ডাবেড ছায়াছবি[সম্পাদনা]

  • প্রিয়ামভাধাক্করু প্রাণয়া গীথাম (১৯৮৬) রো ডাবেড তামিল সিনেমা "নিলভ মালারে"
  • আরত্থা ভানধাম (১৯৮৬) হিরো ডাব তামিল সিনেমা কান্নায়ি কানিয়ুমিদায়ি

অতিথি ভূমিকা[সম্পাদনা]

তামিল ছায়াছবি[সম্পাদনা]

বছর ছায়াছবি চরিত্র সহ-তারকা পরিচালক
১৯৮৬ নিলভ মালারে নাদিয়া এস. এ. চন্দ্রশেখর
১৯৮৬ কান্নে কানামুথিয়া অমলা শক্তি ও কন্নন

তেলুগু ছায়াছবি[সম্পাদনা]

শিরোনাম ভূমিকা সহ-তারকা পরিচালক/প্রযোজক
রাসালিলা সুমালতা জন্ধাইলা
চিনারী স্নেহাম সিধা] মুধিয়ালা সুবায়া

টেলিভিশন ধারাবাহিক[সম্পাদনা]

কাধাল পাগদাই - তামিল টিভি - কে. বলচন্দ্র

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]