এআরওয়াই ফিল্মস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরওয়াই ফিল্মস
শিল্পচলচ্চিত্র বিতরণ, প্রযোজনা
সদরদপ্তর,
পণ্যসমূহচলচ্চিত্র
মালিকসালমান ইকবাল (প্রতিষ্ঠাতা)
জার্জিস সেজা (সিউও)
মাতৃ-প্রতিষ্ঠানএআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক

এআরওয়াই ফিল্মস (উর্দু: اے آر وائی فلمز‎‎) পাকিস্তানের চলচ্চিত্র বিতরণ ও প্রযোজনা সংস্থা, যেটি এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্কের অংশ হিসেবে পরিচালিত হয়ে থাকে। ২০১৩ সাল প্রযোজনা এই সংস্থাটি ৩৫টির মত চলচ্চিত্র বিতরণ করেছে, যার মধ্যে থেকে ১১টি উর্দু ভাষার চলচ্চিত্র, ৬টি পাঞ্জাবী এবং ১৭টি পশতু ভাষার চলচ্চিত্র ছিল। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ওয়ার, জাওয়ানি ফির না আনি, রং নং, জালাবি, ৩ বাহাদুর এবং পাঞ্জাব নাহি জাউঙ্গি অন্যতম।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ARY Films Rules the Roost in Pakistani Cinema"। ARY News। ৩১ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]