শাবনাজ
শাবনাজ | |
---|---|
জন্ম | সাবরীনা তানিয়া ১৯৭৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯১-৯৬ |
দাম্পত্য সঙ্গী | নাঈম (বি. ১৯৯৪) |
সন্তান | ২ |
আত্মীয় | তাহমিনা সুলতানা মৌ (বোন) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
স্বাক্ষর | |
![]() |
শাবনাজ (জন্ম সাবরীনা তানিয়া) একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯১ সালে ‘চাঁদনী’ নামক চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[১][২][৩] নির্মম (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯১ সালে এহতেশাম পরিচালিত চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এই চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন নাঈম। চাঁদনী চলচ্চিত্রটি সুপারহিট হওয়ার ফলে শাবনাজ-নাঈম জুটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করে।[৫][৬] চলচ্চিত্র জগতে কয়েক বছরের ক্যারিয়ারে শাবনাজ-নাঈম জুটি একসঙ্গে প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, সাক্ষাৎ, এবং ঘরে ঘরে যুদ্ধ।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৯১ | চাঁদনী | এহতেশাম | ||
১৯৯২ | দিল | আজিজুর রহমান | ||
আজকের হাঙ্গামা | মোহাম্মদ হোসেন | |||
সোনিয়া | মুস্তাফিজ | |||
চোখে চোখে | এহতেশাম | |||
অঞ্জলি | দারাশিকো | |||
১৯৯৩ | লাভ | সোহানুর রহমান সোহান | ||
সাক্ষাত | সাইফুল আজম কাশেম | |||
জিদ | আজিজুর রহমান | |||
অনুতপ্ত | শিবলি সাদিক | |||
টাকার অহংকার | হাফিজ উদ্দিন | |||
১৯৯৪ | বিষের বাঁশি | শফিউল আজম | ||
আগুন জ্বলে | মতিন রহমান | |||
১৯৯৫ | ফুল আর কাঁটা | লাবনী | আফতাব খান টুলু | |
রাগ অনুরাগ | দেলোয়ার জাহান ঝন্টু | |||
আঞ্জুমান | আঞ্জুমান | হাফিজ উদ্দিন | ||
আশা ভালোবাসা | ডানা | তমিজ উদ্দিন রিজভী | ||
১৯৯৬ | তপস্যা | গাজী মাজহারুল আনোয়ার | ||
প্রেমের সমাধি | রুখসানা বেগম হেনা | ইফতেখার জাহান | ||
জনতার শত্রু | বশিরুল হক | |||
জনম জনম | আউয়াল চৌধুরী | |||
গরিবের ওস্তাদ | জিল্লুর রহমান | |||
বদসুরত | শিবলি সাদিক | |||
নির্মম | রানী | আলমগীর | শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৪] | |
মায়ের অধিকার | শিবলি সাদিক | |||
১৯৯৭ | চিরশত্রু | ডায়না | রায়হান মুজিব | |
আশার প্রদীপ | জীবন রহমান | |||
দেশদ্রোহী | কাজী হায়াৎ | |||
১৯৯৮ | প্রতিশ্রুতি | নূর মোহাম্মদ মণি | ||
১৯৯৯ | একটি সংসারের গল্প | মনোয়ার খোকন | ||
২০০১ | ঘরে ঘরে যুদ্ধ | আজিজুর রহমান | ||
২০০৭ | ডাক্তার বাড়ী | আজিজুর রহমান | ||
২০১১ | কে আপন কে পর | শাহীন-সুমন | অতিথি চরিত্রে |
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]চিত্রনায়িকা শাবনাজ দর্শকদের কাছে ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা নাট্যশিল্পী স ম হুমায়ূন।
১৯৯৪ সালের ৫ অক্টোবর শাবনাজ অভিনেতা নাঈমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুইটি মেয়ে রয়েছে।[৫][৭]
পুরস্কার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Afsar Ahmed (মে ৬, ২০০৫)। "Tit Bits - The celebrity name game"। দ্য ডেইলি স্টার। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৬।
- ↑ Karim Waheed (ফেব্রুয়ারি ৪, ২০০৬)। "The red and green silver screen"। দ্য ডেইলি স্টার। সেপ্টেম্বর ১১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৬।
- ↑ রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। ২ (২৫): ৩৫৪।
- ↑ ক খ চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আগস্ট ১৪, ২০১২। ডিসেম্বর ২৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৫।
- ↑ ক খ https://www.facebook.com/rtvonline। "ভালোবাসার তিন দশক পার নাঈম-শাবনাজের"। RTV Online। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৯।
- ↑ "নাঈম-শাবনাজ জুটির দাম্পত্য জীবনের সফল ২৩ বছরের গল্প"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০।
- ↑ "নাঈম-শাবনাজের সংসার জীবনের ২৩ বছর"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২০।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬-১৯৯৮) - বাংলা মুভি ডেটাবেজ"। ২০১৬-১২-০৭। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাবনাজ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শাবনাজ