বার্মার ক্রিকেট মাঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বার্মা যখন ব্রিটিশ ভারতের একটি প্রদেশ ছিল, তখন দেশটিতে ক্রিকেট খেলা শুরু হয়। ভারত শাসনের সময় বৃটিশরা ভারতের অন্যান্য অংশের মত বার্মিজদের সাথেও ক্রিকেটের পরিচয় করে ছিল। বার্মায় ক্রিকেট প্রচলনের সেরা সময় ছিল ১৯৩০-এর দশক। যখন মেরিলেবোন ক্রিকেট ক্লাব ১৯২৬/২৭ সালে ব্রিটিশ ভারত সফরে দুটি দুই দিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিল, যদিও বেশিরভাগ ঔপনিবেশিক দল ও বার্মিজ দলগুলি ব্রিটিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত ছিল। নিম্নের তালিকায় অন্তর্ভুক্ত মাঠগুলিতে সেই দুটি প্রথম-শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।[১][২] ১৯৪৮ সালে বার্মা স্বাধীনতা অর্জনের সাথে সাথে, দেশ থেকে ক্রিকেট অনেকাংশে বিলুপ্ত হয়ে যায়।[৩]

আনুষ্ঠানিক নাম নগর ক্ষমতা মন্তব্য উৎস
বার্মা এ্যাথলেটিক এসোসিয়েশন মাঠ রেঙ্গুন অজানা ১৯২৭ সালে বার্মা সফরকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাবের একটি একক প্রথম-শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। [১]
জিমখানা মাঠ রেঙ্গুন অজানা ১৯২৭ সালে রেঙ্গুন জিমখানা দলের সাথে সফরকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাবের একটি একক প্রথম-শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BAA Ground, CricketArchive.com  Retrieved on 1 August 2010.
  2. Gymkhana Ground, CricketArchive.com  Retrieved on 1 August 2010.
  3. Myaing, Wai Wai (২০০৫-০৮-২৯)। A Journey in Time: Family Memoirs: (Burma, 1914-1948)iUniverse। পৃষ্ঠা 176। আইএসবিএন 0-595-35651-6 

বহিঃসংযোগ[সম্পাদনা]