স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল
স্কটল্যান্ড | |
ক্রিকেট স্কটল্যান্ড লোগো | |
আইসিসি সদস্যপদ অনুমোদন | ১৯৯৪ |
আইসিসি সদস্য মর্যাদা | ওডিআই মর্যাদাসম্পন্ন সহযোগী সদস্য |
আইসিসি উন্নয়ন অঞ্চল | ইউরোপ |
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগ | প্রথম |
অধিনায়ক | কাইল কোয়েতজার |
কোচ | ![]() |
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা | ৭ মে, ১৮৪৯ ব অল ইংল্যান্ড একাদশ, এডিনবরা |
একদিনের আন্তর্জাতিক | |
খেলার সংখ্যা | ৬৭ |
জয়/পরাজয় | ২৪/৪০ (ফলাফল হয়নি ৩টি) |
প্রথম শ্রেণীর ক্রিকেট | |
খেলার সংখ্যা | ১৯১ |
জয়/পরাজয় | ৩৬/৬৮ |
লিস্ট এ ক্রিকেট | |
খেলার সংখ্যা | ৩৩৬ |
জয়/পরাজয় | ৭৫/২৪৭ |
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব | |
অংশগ্রহণ | ৪ (১৯৯৭-এ প্রথম) |
সেরা ফলাফল | বিজয়ী, ২০০৫ |
৮ সেপ্টেম্বর, ২০১৪ হিসাবে |
স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল (ইংরেজি: Scotland national cricket team) স্কটল্যান্ডের দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় প্রতিনিধিত্ব করছে। ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ লাভ করে।[১] এরপূর্বে দুই বছর পূর্বে দলটি ইংল্যান্ড ক্রিকেট দলের সাথে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে স্বতন্ত্র দল গঠন করে। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গর্ডন ড্রুমন্ড দলের অধিনায়কত্ব করেন।[২] বর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাইল কোয়েতজার। এপ্রিল ২০১৪ সালে নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন কোচের দায়িত্বে রয়েছেন।[৩] তিনি অস্ট্রেলীয় পিটার স্টেইনডলের স্থলাভিষিক্ত হয়েছেন।[৪]
ইতিহাস[সম্পাদনা]
১৯৯৯ সালে দলটি বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করলেও পাঁচটি খেলাতেই হেরে যায়।[৫] পরবর্তীতে ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দলটি যোগ্যতা অর্জন করতে পারেনি।[৬] দলটি ২০০৪ সালে প্রথমবারের মতো আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে খেলতে নামে। শারজায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে। এরপর কেনিয়াকে হারিয়ে ফাইনালে যায় ও কানাডাকে হারিয়ে কাপ জয় করে।[৭] ২০০৫ সালে পুণরায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও প্রথম পর্ব পেরুতে পারেনি।[৮] ৭ জুলাই, ২০০৫ তারিখে অনুষ্ঠিত ২০০৫ সালের আইসিসি ট্রফি প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উত্তোরণের মাধ্যমে দলটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের মর্যাদা পায় ১ জানুয়ারি, ২০০৬ থেকে পরবর্তী ২০০৯ সালের আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত।[৯]
বিশ্বকাপের বাইরে দলটি প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অংশ নেয় জুন, ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর আগস্টে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গভাবে একদিনের আন্তর্জাতিকে খেলে।[১০]
রেকর্ডসমূহ[সম্পাদনা]
- একদিনের আন্তর্জাতিক
- দলীয় সর্বোচ্চ রান: ৩৪১/৯ ব কানাডা, ২৭ জানুয়ারি, ২০১৪, ক্রাইস্টচার্চ
- সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ: ১৭৫, ক্যালাম ম্যাকলয়েড, ব কানাডা, ২৭ জানুয়ারি, ২০১৪, ক্রাইস্টচার্চ
- সেরা বোলিং পরিসংখ্যান: ৫/৯, জোস ডেভে, ব আফগানিস্তান, ১৭ আগস্ট, ২০১০, আয়ার
বর্তমান সদস্য[সম্পাদনা]
নাম | বয়স (২৭ ফেব্রুয়ারি ২০২১) | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | ওডিআই | প্রথম-শ্রেণী | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
অধিনায়ক | ||||||
কাইল কোয়েতজার | ৩৬ বছর, ৩১৯ দিন | ডানহাতি | রাইট মিডিয়াম | ২ | ২৭ | ডারহাম |
সহঃ অধিনায়ক | ||||||
প্রিস্টন মমসেন | ৩৩ বছর, ১৩৬ দিন | ডানহাতি | অফ ব্রেক | ২৩ | ১০ | ডারহাম |
ব্যাটসম্যান | ||||||
রিচি বেরিংটন | ৩৩ বছর, ৩৩০ দিন | ডানহাতি | রাইট মিডিয়াম | ৩২ | ১৫ | |
হামিশ গার্ডিনার | ৩০ বছর, ৫৪ দিন | ডানহাতি | - | ৩ | ১ | |
ক্যালাম ম্যাকলিওড | ৩২ বছর, ১৬৫ দিন | ডানহাতি | রাইট মিডিয়াম | ২ | ২ | ওয়ারউইকশায়ার |
ফ্রেদি কোলম্যান | ২৯ বছর, ৮৮ দিন | ডানহাতি | - | ৮ | ৭ | |
কাশিম শেখ | ৩৬ বছর, ১২০ দিন | বামহাতি | লেফট মিডিয়াম | ৫ | ১২ | |
উইকেট-কিপার | ||||||
ম্যাট ক্রস | ২৮ বছর, ১৩৫ দিন | ডানহাতি | ৪ | ৩ | নটিংহ্যামশায়ার | |
ক্রেগ ওয়ালেস | ৩০ বছর, ২৪৫ দিন | ডানহাতি | ১ | ২ | ||
ডেভিড মার্ফি | ৩১ বছর, ২৪৮ দিন | ডানহাতি | ৮ | ৫৩ | নর্দাম্পটনশায়ার | |
অল-রাউন্ডার | ||||||
মজিদ হক | ৩৮ বছর, ১৬ দিন | ডানহাতি | অফ ব্রেক | ৪৪ | ১৯ | |
মাইকেল লিস্ক | ৩০ বছর, ১২১ দিন | ডানহাতি | অফ ব্রেক | ৩ | ০ | |
ম্যাট মাচান | ৩০ বছর, ১২ দিন | বামহাতি | অফ ব্রেক | ১২ | ২০ | সাসেক্স |
নিল কার্টার | ৪৬ বছর, ২৯ দিন | বামহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ৩ | ১১১ | |
গর্ডন ড্রুমন্ড | ৪০ বছর, ৩১২ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ৩০ | ১২ | |
ফাস্ট-বোলার | ||||||
গর্ডন গোদি | ৩৩ বছর, ১৯৯ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ১৬ | ১৩ | |
ইয়ান ওয়ার্ডল | ৩৫ বছর, ২৪৩ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ১২ | ৬ | ইয়র্কশায়ার |
জোশ ডেভি | ৩০ বছর, ৩৪৯ দিন | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ১২ | ৭ | |
রব টেলর | ৩১ বছর, ৬৮ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ১৩ | ৯ | লিচেস্টারশায়ার |
সাফিয়ান শরীফ | ২৯ বছর, ২৮২ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | ১৫ | ১৩ | কেন্ট |
ক্যালভিন বার্নেট | ৩০ বছর, ১২৭ দিন | বামহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | - | ২ | |
রুয়াদ্রি স্মিথ | ২৬ বছর, ২০৬ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - | ৯ | গ্ল্যামারগন |
অ্যালাসদার ইভান্স | ৩২ বছর, ৪৬ দিন | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | - | ৯ | |
স্পিন-বোলার | ||||||
মনিব ইকবাল | ৩৪ বছর, ৩৬৫ দিন | ডানহাতি | লেগ ব্রেক | ১৩ | ৯ | ডারহাম |
কোচিং কর্মকর্তা[সম্পাদনা]
- প্রধান কোচ: গ্র্যান্ট ব্র্যাডবার্ন[৩]
- সহকারী ও ফিল্ডিং কোচ: ক্রেগ রাইট
- মানসিক অবস্থা পর্যবেক্ষণ কোচ: সাইমন স্মিথ
- ক্রিকেট পরিচালক: অ্যান্ডি টেনান্ট
- দক্ষতা প্রদর্শন বিশ্লেষক: টবি বেইলি[১১]
- সহায়তাকারী কোচ: পল কলিংউড[১২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Scotland at Cricket Archive
- ↑ Cricinfo, Accessed 30 November 2010
- ↑ ক খ Scotland appoint Bradburn as head coach
- ↑ Tennant fills the gap for now by Jon Coates, 11 July 2007 at CricketEurope
- ↑ 1999 Cricket World Cup at Cricinfo
- ↑ 2003 Cricket World Cup at Cricinfo
- ↑ 2004 ICC Intercontinental Cup at Cricinfo
- ↑ 2005 ICC Intercontinental Cup at Cricinfo
- ↑ Ireland's ODI status – the facts by Andrew Nixon, 19 April 2007 at CricketEurope
- ↑ List of Scotland's ODIs at Cricket Archive
- ↑ TOBY BAILEY JOINS CRICKET SCOTLAND STAFF
- ↑ "Paul Collingwood joins Scotland coaching staff"। ১২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৪।