আসহার জাইদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসহার জাইদি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসৈয়দ আসহার আহমেদ জাইদি
জন্ম (1981-07-13) ১৩ জুলাই ১৯৮১ (বয়স ৪২)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবা-হাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থডক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১০৭ ৭৮ ১৬
রানের সংখ্যা ৫,৮৬৬ ২,৩৪৯ ২১৫
ব্যাটিং গড় ৩৬.৮৯ ৩৬.১৩ ১৯.৫৪
১০০/৫০ ১২/২৯ ৪/১১ ০/০
সর্বোচ্চ রান ২০২ ১৪১ ৪২*
বল করেছে ৫,৭৫৪ ২,৪৫৯ ২১৬
উইকেট ৮৯ ৫৯
বোলিং গড় ৩০.৩২ ২৮.৯১ ৩২.৪৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৪/৫০ ৪/৩৯ ৩/৩২
ক্যাচ/স্ট্যাম্পিং ৮২/– ২৮/– ৬/–

সৈয়দ আসহার আহমেদ জাইদি (উর্দু: سید اشعر احمد زیدی‎‎) (জন্ম: ১৩ জুলাই ১৯৮১ করাচি, পাকিস্তান) হলেন একজন পাকিস্তানি প্রথম শ্রেণীর ক্রিকেটার। জাইদি পূর্বে ইসলামাবাদ ক্রিকেট এসোসিয়েশন এবং সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব হয়ে খেলেছেন। বর্তমানে তিনি পাকিস্তান এ ক্রিকেট দলের হয়ে একজন বা-হাতি ব্যাটসম্যান হিসেবে প্রতিনিধিত্ব করছেন। তিনি ২০০৯ মৌসুমের জন্য যুক্তরাজ্যের ক্লাব উড লেন সিসির সাথে গ্রাউন্ডসম্যান হিসেবে একটি পেশাদারী চুক্তিনামায় স্বাক্ষর করেন; যেখানে তিনি নর্থ স্টাফ অ্যান্ড সাউথ চেশায়ার লীগের হয়ে খেলেছেন।

জাইদি ২০১৩ সালে সাসেক্সের হয়ে বিনা-চুক্তিতে ২টি মৌসুমের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে মৌসুমের শেষে সাসেক্স জাইদির সাথে দুই বছরের জন্য ক্লাবে খেলার জন্য চুক্তিনামায় স্বাক্ষর করেন।[১] ২০১৫ মৌসুমে তিনি সাসেক্সের সাথে চুক্তিনামায় মেয়াদ শেষ করে অব্যহতি নেন।[২]

২০১৫ বাংলাদেশ প্রিমিয়ার লীগ[সম্পাদনা]

জাইদি ২০১৫ বাংলাদেশ প্রিমিয়ার লীগ কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ashar Zaidi: Sussex sign all-rounder on two-year deal"। BBC Sport। ১৮ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "Trio released as Sussex begin rebuilding job"The Argus। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]