নাসির আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসির আজিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনাসির আজিজ
জন্ম (1979-03-15) ১৫ মার্চ ১৯৭৯ (বয়স ৪৪)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডান-হাতি অফব্রেক
ভূমিকাবোলার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম-শ্রেণী লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ১৩ ১২
রানের সংখ্যা ৯২ ২৩
ব্যাটিং গড় ২.৫০ ১৫.৩৩ ৪.৬০
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৮ ১৬
বল করেছে ৩০৫ ৬১২ ২৫২
উইকেট ৩৫ ২০
বোলিং গড় ২০.০০ ১১.০৫ ১৪.৫৫
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ৫/৪৮ ৫/১৬ ৩/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৩/– ৬/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১৬ মার্চ ২০১৪

নাসির আজিজ (উর্দু: ناصر عزیز‎‎; জন্ম: ১৬ জুন; ১৯৮৬) হলেন একজন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের প্রথম-শ্রেণীর ক্রিকেটার।[১] তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং অফ ব্রেক বোলার হিসেবে খেলে থাকেন। সম্প্রতি তিনি ২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল অন্যতম একজন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

নাসির ২০১৩ সালের ১ আগস্ট কানাডা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[২] এছাড়াও এর আগে তিনি লিস্ট এ ক্রিকেটে বারমুদা দলের বিরুদ্ধে অভিষিক্ত হয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]