বিষয়বস্তুতে চলুন

বাবুল সুপ্রিয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবুল সুপ্রিয়
প্রতিমন্ত্রী,ভারত সরকার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩১শে মে, ২০১৯
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি
মন্ত্রীপ্রকাশ জাভড়েকর
প্রতিমন্ত্রীপরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক
পূর্বসূরীমহেশ শর্মা
কাজের মেয়াদ
১২ই জুলাই ২০১৬ – ৩০শে মে ২০১৯
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
প্রতিমন্ত্রীভারী শিল্প এবং জন উদ্যোগ মন্ত্রক
পূর্বসূরীজি. এম. সিদ্ধেশওয়াড়া
উত্তরসূরীঅর্জুন রাম মেঘওয়াল
কাজের মেয়াদ
৯ই নভেম্বর, ২০১৪ – ১২ই জুলাই, ২০১৬
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি
প্রতিমন্ত্রীনগরোন্নয়ন, আবাসন, এবং শহুরে দারিদ্র বিমোচন মন্ত্রক
লোকসভার সাংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩শে মে, ২০১৪
পূর্বসূরীবংশ গোপাল চৌধুরী
সংসদীয় এলাকাআসানসোল লোকসভা কেন্দ্র
সদস্য, পরিবহন, পর্যটন এবং সাংস্কৃতিক সংসদীয় কমিটি
কাজের মেয়াদ
১লা সেপ্টেম্বর,২০১৪ – ৯ই নভেম্বর, ২০১৪
নিয়োগদাতাসুমিত্রা মহাজন
লোকসভার স্পিকার
ব্যক্তিগত বিবরণ
জন্মসুপ্রিয় বড়াল
(1970-12-15) ১৫ ডিসেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
উত্তরপাড়া, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দল
দাম্পত্য সঙ্গী
  • রিয়া (বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০১৫)
  • রচনা শর্মা (বি. ২০১৬)
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয় (বি.কম)
স্বাক্ষর
পেশা
  • রাজনীতিবিদ
  • অভিনেতা
  • গায়ক
পুরস্কার
ওয়েবসাইটMinistry of Environment, Forests & Climate Change

বাবুল সুপ্রিয় (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৭০) একজন ভারতীয় বাঙালি গায়ক ও রাজনীতিবিদ।[] তিনি ভারতীয় লোকসভার সদস্য ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা। পূর্বে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। গায়ক হিসেবে তিনি হিন্দি চলচ্চিত্রের গান বেশি গাইলেও বাংলাতেও তার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি সুপ্রিয় বড়াল নামেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী গ্রহণ করেন। গানের জগতে আসার পর তিনি বাবুল সুপ্রিয় নাম গ্রহণ করেন। তার পিতামহ ছিলেন রাইচাঁদ বড়াল

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

বাবুল সুপ্রিয় হুগলি নদীর ধারে ছোট্ট শহর উত্তরপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন সুনীল চন্দ্র বড়াল ও মাতা সুমিত্রা বড়াল। বাবুল সংগীতের সঙ্গে জুড়ে থাকা পরিবার থেকে উঠে এসেছেন। বিশেষ করে তার পিতামহ এন সি বড়াল গায়ক ও সুরকার ছিলেন। বাবুল ইন্টার স্কুল ও ইন্টার কলেজ সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হন। বাবুল অল ইন্ডিয়া রেডিও এবং টেলিভিশনএ সঞ্চালনা করতেন। ১৯৮৩ সালে লিলুয়া ডন বসকো স্কুল থেকে অল ইন্ডিয়া ডন বসকো মিউজিক চ্যাম্পিয়ান হন। ১৯৯১ তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[]

কর্ম জীবন

[সম্পাদনা]

প্রথমে বাবুল সুপ্রিয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে নিজের কর্মজীবন শুরু করলেও[] সংগীতকেই পরে তিনি পেশা হিসাবে বেছে নেন এবং মুম্বাই চলে আসেন। ১৯৯২ তে বলিউডে তার সংগীত জীবন শুরু হয় কল্যাণজীর হাত ধরে। তিনি ঋত্বিক রোশন অভিনীত "কহো না প্যার হ্যায়" সিনেমায় গান গেয়ে বিখ্যাত হন। এছাড়া তিনি বলিউডে আরও জনপ্রিয় সব গান গেয়েছেন। যেমন, 'পরি পরি হ্যায় এক পরি'(হাঙ্গামা), 'হাম তুম'(হাম তুম), 'চন্দা চমকে'(ফানা)। কে ফর কিশোর নামে একটি সুপার হিট টি.ভি শোও তিনি সঞ্চালনা করেন। তিনি তরুন মজুমদারের চাঁদের বাড়ি সিনেমায় অভিনয় করেছেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

বাবুল সুপ্রিয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। ৯ই নভেম্বর, ২০১৪ তারিখে তিনি নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় নগরোন্নয়ন, আবাসন এবং শহুরে দারিদ্র বিমোচন দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। [] ১২জুলাই,২০১৬ তার দপ্তর পরিবর্তন করে ভারী শিল্প ও জন উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।[]

২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনি পুনরায় পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান এবং তার নিকটতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসএর মুনমুন সেনকে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটে পরাজিত করেন।[]

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি ৫০ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের নিকট টালিগঞ্জ কেন্দ্রে আসনে হেরেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Babul Supriya (Babul Supriyo) Baral"। Archived from the original on ২২ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১জুলাই ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Minister of State for Housing and Urban Poverty Alleviation"। Archived from the original on ২২ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১জুলাই, ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "The rise and rise of Babul Supriyo"। সংগ্রহের তারিখ ২১জুলাই, ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Babul Supriyo: Small-Town Boy, Banker, Playback Singer and Now Minister"। সংগ্রহের তারিখ ২১জুলাই ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "Why Najma Heptulla, G M Siddeswara were forced to quit Modi Cabinet"। সংগ্রহের তারিখ ২১জুলাই, ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "Asansol election result: Babul Supriyo plays the right notes, defeats Moon Moon Sen"The Economic Times। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৪ 
  7. "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]