দিলশাদ নাহার কনা
দিলশাদ নাহার কনা | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | দিলশাদ নাহার কনা |
জন্ম | ঢাকা, বাংলাদেশ |
উদ্ভব | ঢাকা |
ধরন | পপ, চলচ্চিত্রের গান |
পেশা | সংগীতশিল্পী |
বাদ্যযন্ত্র | ভোকাল |
কার্যকাল | ১৯৯৯–বর্তমান |
ওয়েবসাইট | [www.dnkona.com ওয়েবসাইট] |
দিলশাদ নাহার কনা একজন বাংলাদেশী সংগীতশিল্পী ও মডেল। নিজের প্রথম একক অ্যালবাম 'জ্যামিতিক ভালোবাসা'র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি।[১] তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য তিনবার সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
শৈশব
[সম্পাদনা]সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কাটে তার মা-বাবা এক ভাই এবং এক বোনের সাথে।কনার ভালো নাম দিলশাদ নাহার কণা হলেও পারিবারিক পরিমণ্ডলে তিনি আরও দুটি নামে পরিচিত। বাবা-মায়ের কাছে কনা নামটি কনুতে রূপান্তরিত হলেও বাচ্চাদের কাছে তার নামটি আরও মজার—‘কনামনা’।[২] মিরপুরের টাইনি টটস স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়েই কনার স্কুলজীবনের হাতেখড়ি। তিনি ঢাকার মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজের ছাত্রী ছিলেন।[৩]
সঙ্গীত জীবন
[সম্পাদনা]মাত্র চার বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানটি শেখার মধ্য দিয়েই কনার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে।[৪] কনা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০০০ সালে।[৫] কনার প্রথম অ্যালবাম 'জ্যামিতিক ভালবাসা', যা বের হয় ২০০৬ সালে।[৬] তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে “কনা” নামে। তার তৃতীয় একক অ্যালবাম “সিম্পলি কনা” বের হয় ১৮ আগস্ট ২০১১ তে।[৭]
বিজ্ঞাপনের জিঙ্গেলে কণা
[সম্পাদনা]ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। 'আভি তো লামহে' শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা।[৮] বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিংগেল করেছেন কনা।[৯]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]স্টুডিও অ্যালবাম
[সম্পাদনা]জ্যামিতিক ভালোবাসা
[সম্পাদনা]জ্যামিতিক ভালোবাসা অ্যালবামটি ২০০৬ সালে অডিও আকারে বের হয়।
গানের তালিকা
নং | গানের শিরোনাম | সহশিল্পী/ফিচারিং | গানের দৈর্ঘ্য |
---|---|---|---|
১ | ১ ২ ৩ তারা | ||
২ | ৯৩৬২৭১৫ | ||
৩ | দিল | ||
৪ | এই দুই চোখে | ||
৫ | জ্যামিতক ভালোবাসা | ||
৬ | কেঁদে কেটে যায় | ||
৭ | কৃষ্ণচূড়া হাতে | ||
৮ | অস্পৃশ্য | ||
৯ | প্রশ্ন | ||
১০ | তুমি আসো নাই |
কনা
[সম্পাদনা]কনা অ্যালবামটি ২০০৮ সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানের তালিকা
নং | গানের শিরোনাম | সহশিল্পী/ফিচারিং | গানের দৈর্ঘ্য |
---|---|---|---|
১ | বরষা | ৪:৩৭ | |
২ | এখনি সময় | ৪:১৭ | |
৩ | ভ্রান্তি | ৭:৪৪ | |
৪ | নেই | ৪:৪০ | |
৫ | স্বপ্ন বাড়ী | ৩:২৪ | |
৬ | অবুঝ প্রশ্ন | ৫:৪৬ | |
৭ | শুভ্র তুষার | ৪:৩৮ | |
৮ | কথা | ৩:৪৮ | |
৯ | সুজন | ৬:২৩ | |
১০ | ভ্রান্তি | মিফতাহ জামান | ৬:২৪ |
সিমপ্লি কনা
[সম্পাদনা]সিমপ্লি কনা অ্যালবামটি ২০১১ সালে অডিও আকারে বের হয়। এই অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার।
গানের তালিকা
নং | গানের শিরোনাম | সহশিল্পী/ফিচারিং | গানের দৈর্ঘ্য |
---|---|---|---|
১ | বিয়েবাড়ী | ৫:৪৩ | |
২ | অপেক্ষা | ৪:৪০ | |
৩ | ধিমতানা | ৫:১২ | |
৪ | নীল পরী | ৪:০০ | |
৫ | প্রিয় যাই যাই | ৩:১৬ | |
৬ | পাহারা | বাপ্পা মজুমদার | ৫:১৬ |
প্লেব্যাক
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | গানের শিরোনাম | সহশিল্পী | গীতিকার | সঙ্গীত পরিচালক | টীকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
২০০৮ | আমার আছে জল | চল ভিজি বৃষ্টিতে | হাবিব ওয়াহিদ | হাবিব ওয়াহিদ | |||
২০১৩ | লাল টিপ | যদি স্বপনে থাকি মগ্ন | আরেফিন রুমি | ||||
২০১৪ | তারকাঁটা | পারভেজ | আরেফিন রুমি | ||||
২০১৫ | ইউটার্ন | দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেনে | শাহান কবন্ধ | ফুয়াদ আল মুক্তাদির | আইটেম গান | [১০] | |
ছুঁয়ে দিলে মন | শুন্য থেকে আসে প্রেম | ইমরান | হাবিব ওয়াহিদ | ||||
২০১৯ | সাপলুডু | ময়না ধুম | তানভীর আলম সজীব | গোলাম সোহরাব দোদুল ও
তানভীর আলম সজীব |
তানভীর আলম সজীব | আইটেম গান | [১১] |
রাজকন্যা | হাসলে আমি ফোটে ফুল | রাজীব | সুদীপ কুমার দীপ | প্রমিত কুমার | |||
সোনার চর | ও পোড়ামন | গাজী মাজহারুল আনোয়ার | আবিদ রনি |
চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | নোট | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১৫ | ইউটার্ন | কনা | আলভী আহমেদ | বিশেষ আবির্ভাব | [১২] |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২০০৮ | বাচসাস পুরস্কার | সেরা সম্ভাবনাময় কণ্ঠশিল্পী (নারী) | বিজয়ী | [১৩] |
২০১২ | বাবিসাস পুরস্কার | সেরা কণ্ঠশিল্পী | বিজয়ী |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২০১১ | সেরা গায়িকা | "প্রজাপতি" (চলচ্চিত্র: প্রজাপতি) | মনোনীত | |
২০১২ | সিম্পলি কনা | |||
২০১৩ | উতলা মন | |||
২০১৪ | অমর কাব্য | |||
২০১৫ | তারকাঁটা | |||
২০১৬ | "এক জোড়া চোখের দাবী" (অন্তরঙ্গ) | |||
২০১৭ | "দিল দিল দিল" (চলচ্চিত্র: বসগিরি) | বিজয়ী | [১৪] | |
২০১৮ | "রঙিলা রঙিলা" (চলচ্চিত্র: ধ্যাততেরিকি) | মনোনীত | ||
২০১৯ | "ওহে শ্যাম" (চলচ্চিত্র: পোড়ামন ২) | বিজয়ী | [১৫] | |
২০২১ | "তুই কি আমার হবি রে" (চলচ্চিত্র: বিশ্বসুন্দরী) | বিজয়ী | [১৬] | |
২০২২ | "তোর মতো আমাকে" (চলচ্চিত্র: শান) | মনোনীত | [১৭] | |
২০২৩ | "তার হাওয়াতে" (চলচ্চিত্র: অপারেশন সুন্দরবন) | মনোনীত | [১৮] | |
২০২৫ | "দুষ্টু কোকিল" (চলচ্চিত্র: তুফান) | বিজয়ী | [১৯] |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৬ | সেরা গায়িকা | "রেশমি চুড়ি" | বিজয়ী | [২০] |
২০২০ | "চুপি চুপি" | বিজয়ী | [২১] | |
২০২১ | "তুই কি আমার হবি রে" (চলচ্চিত্র: বিশ্বসুন্দরী) | মনোনীত | [২২] |
- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১২ | সেরা গায়িকা | সিম্পলি কনা | বিজয়ী | [২৩] |
- আরটিভি স্টার অ্যাওয়ার্ডস
বছর | বিভাগ | নাটক | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৩ | সম্ভাবনাময় কণ্ঠশিল্পী - নারী | বিজয়ী | [২৪] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দিলশাদ নাহার কনা"। প্রিয়.কম। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "কনা নাকি 'কনামনা'"। দৈনিক প্রথম আলো। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪।
- ↑ "Kona - When dream meets devotion"। নিউ এজ। ৩০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪।
- ↑ "প্রথম আলো"। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪।
- ↑ "কনাকে নিয়ে যা বললেন ন্যান্সি"। দৈনিক প্রথম আলো। ১৯ মে ২০১৪। ১২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৬।
- ↑ "It's all about Simply Kona"। প্রিয়.কম। ৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১১।
- ↑ ""Simply Kona" launched at Cafe 33"। প্রিয়.কম। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১।
- ↑ "বিজ্ঞাপনের জিঙ্গেলে কণা"। প্রিয়.কম। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "আরবি ভাষায় কনার জিংগেল"। প্রিয়.কম। ১৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "এবার আইটেম গানে কণা"। ঢাকাটাইমস। ২০১৪-০৮-২১। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭।
- ↑ "তিন ছবিতে প্লেব্যাক"। দৈনিক সমকাল। ২৬ জানুয়ারি ২০১৯। ২০২০-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "চলচ্চিত্রে কনা!"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।
- ↑ "জমজমাট বাচসাস সন্ধ্যা"। দৈনিক সমকাল।
- ↑ "দর্শক জরিপে: ইমরান হলেন সেরা গায়ক"। দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২।
- ↑ "পাঠকের রায়ে সেরা গায়ক ইমরান, সেরা গায়িকা কনা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২।
- ↑ "জনপ্রিয় বিভাগে যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন"। দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২।
- ↑ "তারকা জরিপ ও সমালোচক পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ১২ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
- ↑ "অনেক বড় কিছু পেয়ে গেছি..."। দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
- ↑ "সেরা গায়ক–গায়িকার মনোনয়ন পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫।
- ↑ "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৫ সেরা অভিনেতা আরেফিন শুভ সেরা অভিনেত্রী পরীমনি"। দৈনিক যুগান্তর। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
- ↑ "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন যারা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
- ↑ "সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন যারা"। দৈনিক ইত্তেফাক। ১৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
- ↑ "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ফেসবুক আইডি উইকিউপাত্তের মত একই
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর বাংলাদেশী সঙ্গীতশিল্পী
- ঢাকার সঙ্গীতশিল্পী
- বাংলা ভাষার সঙ্গীতশিল্পী
- বাংলাদেশী গায়িকা
- বাংলাদেশী নারী মডেল
- বাংলাদেশী শিশু অভিনেত্রী
- সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার বিজয়ী
- সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- ঢাকার ব্যক্তি
- ১৯৮০-এ জন্ম
- ঢাকার সঙ্গীতজ্ঞ