মমতাজ বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মমতাজ থেকে পুনর্নির্দেশিত)
মমতাজ বেগম
জন্ম (1974-05-05) ৫ মে ১৯৭৪ (বয়স ৪৯)
জাতীয়তাবাংলাদেশী
পেশাগায়িকা, সাবেক সংসদ সদস্য
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গী
  • আব্দুর রশিদ সরকার (মৃত)
  • রমজান আলী (তালাক)
  • মঈন হাসান চঞ্চল[১]
পিতা-মাতামধু বয়াতি (বাবা), উজালা বেগম (মা)

মমতাজ বেগম (মমতাজ নামে অধিক পরিচিত) হলেন একজন জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী এবং জাতীয় সংসদের সদস্য।[২] বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

প্রাথমিক জীবন

মমতাজ বেগম ৫ মে ১৯৭৪ সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩] মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের দুই ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোক গানের শিক্ষক আবদুর রশীদ সরকারের কাছে গান শেখেন।

কর্মজীবন

দুই দশকের বেশি তার পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। লোক গানের শিক্ষক আব্দুর রশীদ সরকারের সাথে তার বিবাহ হয়। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন।

মমতাজ সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত বাংলা নববর্ষের বৈশাখি মেলায় তার গান জনপ্রিয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।[৪] তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন।[৫]

ব্যক্তিগত জীবন

মমতাজ বেগমের প্রথম স্বামী আবদুর রশীদ সরকার যিনি মৃত্যুবরণ করেছেন। পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মইনউদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন।[৬] মমতাজ বেগমের ছেলের নাম মেহেদী খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতনি রয়েছে।

পুরস্কার ও মনোনয়ন

আরটিভি স্টার অ্যাওয়ার্ডস
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১৩ শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী - নারী বিজয়ী [৭]

বিতর্ক

চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ

মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম ১৪ লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মূখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ২০২৩ খ্রিষ্টাব্দের ৯ আগস্ট।[৮][৯]

ভুয়া বিশ্ববিদ্যালয় ডিগ্রি গ্রহণের অভিযোগ

২০২১ সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ অনুসারে অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যেকোনো ডিগ্রি ভুয়া।[১০] টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নামসর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন-প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে।[১১] মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি।[১২] [১৩][১৪]

তথ্যসূত্র

  1. "দৈনিক আমাদের সময়"। ৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"parliament.gov.bd। ২০১৮-০৬-২৬। Archived from the original on ২০১৮-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৭ 
  3. "Constituency 169_10th_En"www.parliament.gov.bd। ২০২০-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪ 
  4. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  5. প্রতিনিধি (২০২৪-০১-০৮)। "স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন মমতাজ বেগম"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  6. দাস, প্রদীপ (২৭ নভেম্বর ২০১৮)। "স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করলেন মমতাজ"প্রিয়.কম। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮ 
  7. শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  8. প্রতিনিধি (২০২৩-০৮-১৩)। "সংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে ভারতের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৩ 
  9. "মমতাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে আবার ওয়ারেন্ট"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৩ 
  10. "২২(১), ইউজিসি আইন-১৯৫৬" (পিডিএফ)mhrd.gov.in। সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 
  11. Kandya,DHNS, Ranjith। "Cops stop fake doctorate ceremony"Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  12. "ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মমতাজ!"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  13. Pratidin, Bangladesh (২০২১-০৪-১৩)। "প্রশ্নবিদ্ধ মমতাজের ডক্টরেট ডিগ্রি!"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  14. "'ভুয়া ডক্টরেট ডিগ্রি' নিয়ে যা বললেন মমতাজ"Jugantor। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 

বহিঃসংযোগ