সাতক্ষীরা-৪
অবয়ব
| সাতক্ষীরা-৪ | |
|---|---|
| জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
| জেলা | সাতক্ষীরা জেলা |
| বিভাগ | খুলনা বিভাগ |
| মোট ভোটার |
|
| বর্তমান নির্বাচনী এলাকা | |
| সৃষ্ট | ১৯৮৪ |
বরগুনা-১ → | |
সাতক্ষীরা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৮নং আসন।
সীমানা
[সম্পাদনা]সাতক্ষীরা-৪ আসনটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা, কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, কুশুলিয়া ইউনিয়ন, মথুরেশপুর ইউনিয়ন, ধলবাড়িয়া ইউনিয়ন, রতনপুর ইউনিয়ন, মৌতলা ইউনিয়ন (চাম্পাফুল ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন, তারালী ইউনিয়ন, নলতা ইউনিয়ন ব্যতীত) নিয়ে গঠিত।[২]
[৩]২০২৫ সালে সাতক্ষীরা-৪ আসনটি সাতক্ষীরা জেলার শুধু শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত হয়েছে [৩]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এস. এম. জগলুল হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| জাপা | এইচএম গোলাম রেজা | ১,৫১,১৪৭ | ৫৬.০ | প্র/না | ||
| জামাত | জি. এম. নজরুল ইসলাম | ১,১৭,৬৭৫ | ৪৩.৬ | প্র/না | ||
| বাসদ | খোগেন্দ্রনাথ ঘোষ | ৫০৬ | ০.২ | প্র/না | ||
| বিকল্পধারা | তরুণ কুমার কর্মকার | ৪০১ | ০.১ | প্র/না | ||
| জাকের পার্টি | শেখ হাসান আলী | ৩১১ | ১.০ | প্র/না | ||
| ন্যাপ | আব্দুল হাই | ১০৫ | ০.০ | প্র/না | ||
| সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৪৭২ | ১২.৪ | −৯.১ | |||
| ভোটার উপস্থিতি | ২,৭০,১৪৫ | ৮৮.৯ | −০.৪ | |||
| বিএনপি থেকে জাপা অর্জন করে | ||||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| বিএনপি | কাজী আলাউদ্দিন | ১,০৮,১৭২ | ৫৬.০ | +৩৪.৯ | ||
| আ.লীগ | আফম রুহুল হক | ৬৬,৫৬১ | ৩৪.৫ | +৫.৯ | ||
| স্বতন্ত্র | শাহাদাত হোসাইন | ১২,৩১০ | ৬.৪ | প্র/না | ||
| ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোহাম্মদ মাহবুবুর রহমান | ৫,৯৭৮ | ৩.১ | প্র/না | ||
| বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | শশংক শেখর সরদার | ১৬৭ | ০.১ | প্র/না | ||
| সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৬১১ | ২১.৫ | −১৯.৯ | |||
| ভোটার উপস্থিতি | ১,৯৩,১৮৮ | ৮৯.৩ | +৩.০ | |||
| জাপা থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| জাপা | শাহাদাত হোসাইন | ৪৬,৭৩০ | ৩০.২ | +১৬.৯ | ||
| আ.লীগ | মানসূর আহমেদ | ৪৪,২৭২ | ২৮.৬ | -৫.৪ | ||
| বিএনপি | মোহাম্মদ ওয়াজেদ আলী বিশ্বাস | ৩২,৬৩৫ | ২১.১ | +০.৫ | ||
| জামাত | জি. এম. আব্দুল গফফার | ৩০,১৫১ | ১৯.৫ | -১২.৪ | ||
| ইসলামী ঐক্য জোট | মহিউদ্দীন আহমেদ | ৫২৪ | ০.৩ | প্র/না | ||
| জাসদ (রব) | কাজী সুফিউল্লাহ ফারুকী | ১৪৮ | ০.১ | ০.০ | ||
| বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | শশংক শেখর সরদার | ১৪৫ | ০.১ | প্র/না | ||
| জাকের পার্টি | শেখ আব্দুর রউফ | ১২৭ | ০.১ | প্র/না | ||
| সংখ্যাগরিষ্ঠতা | ২,৪৫৮ | ১.৬ | −০.৫ | |||
| ভোটার উপস্থিতি | ১,৫৪,৭৩২ | ৮৬.৩ | +১১.১ | |||
| আ.লীগ থেকে জাপা অর্জন করে | ||||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| আ.লীগ | মানসূর আহমেদ | ৪৪,২২৫ | ৩৪.০ | |||
| জামাত | জি. এম. আব্দুল গফফার | ৪১,৫৫২ | ৩১.৯ | |||
| বিএনপি | মোহাম্মদ শাহাদাত হোসাইন মন্ডল | ২৬,৭৬০ | ২০.৬ | |||
| জাপা | এম. মানসূর আলী | ১৭,৩৩২ | ১৩.৩ | |||
| বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মহিউদ্দীন আহমেদ | ১৯৯ | ০.২ | |||
| জাসদ (রব) | স্বপন কুমার নন্দী | ১০৫ | ০.১ | |||
| সংখ্যাগরিষ্ঠতা | ২,৬৭৩ | ২.১ | ||||
| ভোটার উপস্থিতি | ১,৩০,১৭৩ | ৭৫.২ | ||||
| জাপা থেকে আ.লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাতক্ষীরা-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন [Statistics Report 9th Parliament Election] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃ. ২০৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য) - ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 3 "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে সাতক্ষীরা-৪