গুলাম নবী আজাদ
গুলাম নবী আজাদ | |
---|---|
রাজ্যসভার বিরোধী দলনেতা | |
কাজের মেয়াদ ৮ জুন ২০১৪ – ১৫ ফেব্রুয়ারি ২০২১ | |
পূর্বসূরী | অরুণ জেটলি |
উত্তরসূরী | মল্লিকার্জুন খড়গে |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী | |
কাজের মেয়াদ ২২ মে ২০০৯ – ২৬ মে ২০১৪ | |
প্রধানমন্ত্রী | মনমোহন সিংহ |
পূর্বসূরী | আনবুমি রামদাশ |
উত্তরসূরী | হর্ষ বর্ধন |
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী | |
কাজের মেয়াদ ২ নভেম্বর ২০০৫ – ১১ জুলাই ২০০৮ | |
গভর্নর | শ্রীনিবাস কুমার সিনহা নরেন্দ্রনাথ মেহরা |
পূর্বসূরী | মুফতি মোহাম্মদ সাইদ |
উত্তরসূরী | ওমর আব্দুল্লাহ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সতী, ভারত | ৭ মার্চ ১৯৪৯
রাজনৈতিক দল | গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৭৩ - ২০২২) |
দাম্পত্য সঙ্গী | শামীম দেব আজাদ (১৯৮০ - বর্তমান) |
সন্তান | সাদ্দাম সোফিয়া |
প্রাক্তন শিক্ষার্থী | Government Degree Colleges, Bhadarwah জম্মু বিশ্ববিদ্যালয় কাশ্মীর বিশ্ববিদ্যালয় |
গুলাম নবী আজাদ (ইংরেজি: Ghulam Nabi Azad) (জন্মঃ ৭ মার্চ ১৯৪৯, জম্মু ও কাশ্মীর, ভারত) হলেন একজন ভারতীয় জাতীয় কংগ্রেস এর রাজনীতিবিদ এবং সংযুক্ত প্রগতিশীল জোটের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন।[১]
আজাদ এর বিশেষ দক্ষতায় ১৮ বছর ধরে শক্তিশালী কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে নয় বার সদস্যের একটি রেকর্ড এআইসিসি সাধারণ সম্পাদক হওয়ায় তার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির সাথে বর্তমান নেতাদের মধ্যে সম্ভবত দীর্ঘতম পর্যায়কাল ধরে রাজনীতি করছেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ভারতেরএকজন ইউনিয়ন মন্ত্রী হিসেবে তিনি ১৯৯০ খ্রিষ্টাব্দে পিভি নরসিংহ রাও এর সংখ্যালঘু সরকার সহ ২১ অনাস্থা অঙ্গভঙ্গির মধ্যে বিজয় ধারাবাহিক কংগ্রেস সরকার বাহিত করেন।
আজাদ এর প্রথম রাজনৈতিক নিয়োগ জম্মু মধ্যে বাহলিসা অনেক সুন্দর ডোডার ব্লক কংগ্রেস কমিটির সচিব ও কাশ্মীরের ডোডা জেলায় তার স্থানীয় জায়গা ছিল। ১৯৮০ সালে তিনি অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সভাপতি; সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রথম হিসাবে নিযুক্ত হন।
১৯৮০ খ্রিষ্টাব্দে মহারাষ্ট্রের এর ওয়াসিম (লোকসভা কেন্দ্রের) থেকে সপ্তম লোকসভা নির্বাচিত হবার পরে আজাদ ১৯৮২ সালে আইন, বিচার ও কোম্পানি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রবেশ করেন। ২০২২ সালের ২৬ আগস্ট তিনি নানা অভিযোগে ভারতীয় জাতীয় কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দেন।[২] ২০২২ সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে, আজাদ তার নতুন দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি হিসাবে ঘোষণা করেন। গণতান্ত্রিক আজাদ পার্টির পতাকার তিনটি রঙ রয়েছে: সরিষা, সাদা এবং নীল। ২৭শে ডিসেম্বর তারিখে, তিনি তার দলের নাম পরিবর্তন করে গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টি রাখেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি ১৯৮০ খ্রিষ্টাব্দে একজন সুপরিচিত কাশ্মীরি গায়িকা শামীম দেব আজাদকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তান সাদ্দাম নবী আজাদ এবং একটি কন্যা সন্তান সুফিয়া নবী আজাদ রয়েছে।[৩][৪][৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Council of Ministers - Who's Who - Government: National Portal of India"। http://india.gov.in। Government of India। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১০।
|কর্ম=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ"। জাগো নিউজ। ২৬ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২।
- ↑ August 2, Vanita Chitkara; August 15, 2011 ISSUE DATE:; August 12, 2011UPDATED:; Ist, 2011 09:44। "Power girl"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ jack (২০১২-১০-৩১)। "Ghulam Nabi Azad's Son To Wed DLF Supremo's Grand-daughter"। Fashion Scandal (ইংরেজি ভাষায়)। ২০১৪-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "Sofiya Azad loves talking - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "My dad will do well, says Azad's daughter"। The Hindu (ইংরেজি ভাষায়)। ২০০৫-১১-০৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Ghulam Nabi Azad at Rajyasabha.nic.in
- Successful Career in Congress ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুলাই ২০০৮ তারিখে
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী Anbumani Ramadoss |
Minister of Health and Family Welfare April 2009–present |
নির্ধারিত হয়নি |
পূর্বসূরী Mufti Mohammad Sayeed |
Chief Minister of Jammu and Kashmir 2005–2008 |
উত্তরসূরী President's Rule |
- ১৯৪৯-এ জন্ম
- ভারতীয় মুসলিম
- জীবিত ব্যক্তি
- কাশ্মীরি ব্যক্তি
- জম্মু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী
- সপ্তম লোকসভার সদস্য
- অষ্টম লোকসভার সদস্য
- ভারতের স্বাস্থ্যমন্ত্রী
- মহারাষ্ট্রের রাজ্যসভা সদস্য
- মহারাষ্ট্রের লোকসভা সদস্য
- রাজ্যসভায় বিরোধী দলনেতা
- ডোডা জেলার ব্যক্তি
- ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় মুসলিম
- ২০শ শতাব্দীর ভারতীয় মুসলিম
- জম্মু ও কাশ্মীরের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- জম্মু ও কাশ্মীরের রাজ্যসভা সদস্য
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ২০০২-২০০৮
- জাতীয় ক্যাডেট কর্পোরেশন (ভারত) এর সদস্য
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ২০০৮-২০১৪
- পাবলিক অ্যাফেয়ার্সে পদ্মভূষণ প্রাপক
- ভারতের মন্ত্রিসভা সদস্য
- ভাদেরওয়াহের ব্যক্তি
- কাশ্মীরি রাজনীতিবিদ