বিষয়বস্তুতে চলুন

কোকা-কোলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোকা-কোলা
কোকা-কোলা
প্রকারকোমল পানীয় (কোলা)
উৎপাদনকারীদ্য কোকা-কোলা কোম্পানি
উৎপত্তির দেশযুক্তরাষ্ট্র
প্রবর্তন১৮৮৬; ১৩৮ বছর আগে (1886)
রংক্যারামেল ই-১৫০ডি
স্বাদকোলা, কোলা গ্রিন টি, কোলা লেমন, কোলা লেমন লাইম, কোলা লাইম, কোলা অরেঞ্জ, এবং কোলা রেস্পবেরি।
প্রকারভেদনিবন্ধে দেখুন
সংশ্লিষ্ট পণ্যপেপসি
আর্ন ব্রু
আরসি কোলা
কোলা টার্কা
জম জম
মক্কা কোলা
ভার্জিন কোলা
পার্সি কোলা
কিবলা কোলা
ইভোকা কোলা
কর্সিকা কোলা
ব্রেইঝ কোলা
আফরি কোলা
মোজো
ওয়েবসাইটwww.coca-cola.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বিভিন্ন দেশে ব্যবহৃত কোকা-কোলার লোগো।

কোকা-কোলা হচ্ছে এক প্রকার অঙ্গারযুক্ত কোমল পানীয়। বিশ্বব্যাপী বিভিন্ন রেস্তোরাঁ, জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর, ভেন্ডিং মেশিনসহ বিভিন্ন স্থানে কোকা-কোলা বিক্রি হয়। দ্য কোকা-কোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের ২০০টিরও বেশি দেশে কোকা-কোলা বিক্রি হয়।[] যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত দ্য কোকা-কোলা কোম্পানি এই পানীয় উৎপাদন করে থাকে। কোকা-কোলা সংক্ষেপে কোক (Coke) নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে এটি ১৯৪৪ সালের ২৭ মার্চ থেকে দ্য কোকা-কোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক। এছাড়া এটি ইউরোপ-আমেরিকায় কোলাপপ নামেও পরিচিত।[] কোকা-কোলার উৎপত্তি হয়েছিলো একটি ওষুধ হিসেবে। উনিশ শতকে জন পেম্বারটন নামক একজন রসায়নবিদ কোকা-কোলার ফর্মুলা আবিষ্কার করেন। ব্যবসায় কোকা-কোলাকে পরিবেশন ও বিপণন করেন ব্যবসায়ী আসা গ্রিগস ক্যান্ডেলার। তার বাজারজাতকরণ কৌশলেই বিশ শতক থেকে কোকা-কোলা বিশ্বের কোমল পানীয়র বাজারে একটি প্রভাবশালী ও শক্তিশালী প্রতিদ্বন্দী হিসেবে চিহ্নিত।

ইতিহাস

[সম্পাদনা]
কোকা-কোলার প্রথম প্রস্তুতকারী জন পেম্বারটন

কোকা-কোলার আদি রেসিপি তৈরি হয়েছিলো যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কলম্বাসে অবস্থিত ইগল ড্রাগ এন্ড ক্যামিক্যাল কোম্পানিতে। এটি তৈরি করেছিলেন জন পেম্বারটন নামক একজন ড্রাগিস্ট। এর প্রকৃত নাম ছিলো কোকা ওয়াইন, যাকে বলা হতো ফ্রেঞ্চ ওয়াইন কোকা[][] তিনি সম্ভবত ইউরোপীয় ভিন মারিয়ানি নামক কোকা ওয়াইনের ব্যবসায়িক সাফল্য দেখে এরকম একটি পানীয় প্রস্তুত করতে অনুপ্রাণিত হন।[]

১৮৮৬, যখন আটলান্টা ও ফুলটন কাউন্টি অ্যালকোহলিক পানীয়ের বিরুদ্ধে আইন পাস করে, তখন পেম্বারটন কোকা-কোলা তৈরি শুরু করেন। এটি ছিলো মূলত ফ্রেঞ্চ ওয়াইন কোলার একটি অ্যালকোহলমুক্ত সংস্করণ।[] কোকাকোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে।[] এটি প্রথমে বিক্রি হয়েছিলো একটি পেটেন্টভুক্ত ওষুধ হিসেবে। প্রতি গ্লাস ৫ সেন্ট দামে।[] এটি স্বাস্থ্যের জন্য ভালো – এরকম বিশ্বাসের কারণে পুরো যুক্তরাষ্ট্রেই এটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে।[] বাজারজাতকরণের প্রথম বছরে কোকা-কোলা বিক্রয় হয়েছিল নয় গ্লাস। বর্তমানে সমগ্র পৃথিবীতে কোমল পানীয় হিসেবে প্রতিদিন কোকা-কোলা বিক্রয় হয় প্রায় ১৬০ কোটি গ্লাস।[১০] পেম্বারটন দাবি করেছিলেন যে, কোকা-কোলা অনেক রোগের প্রতিকার করে। যেমন: মরফিন আসক্তি, বদহজম বা অজীর্ণ, স্নায়ুবিক দুর্বলতা, মাথাব্যথা, ধ্বজভঙ্গ প্রভৃতি। একই বছর ২৯ মে আটলান্টা জার্নাল পত্রিকায় পেম্বারটন কোকা-কোলার প্রথম বিজ্ঞাপনটি দেন।[১১]

উৎপাদন

[সম্পাদনা]

উপাদানসমূহ

[সম্পাদনা]

এক ক্যান কোক (১২ ফ্লুইড আউন্স/৩৫৫ মিলিলিটার)-এ ৩৯ গ্রাম শর্করা (সম্পূর্ণটাই চিনি থেকে) থাকে। এছাড়া থাকে ৫০ মিলিগ্রাম সোডিয়াম, ০ গ্রাম চর্বি, ০ গ্রাম পটাশিয়াম, এবং ১৪০ ক্যালরি।[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Brand Fact Sheet"। Coca-Cola official website। ২০০৮-১২-০১। ২০০৯-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৭ 
  2. http://www.trademarkia.com/coke-71468708.html
  3. Coca Cola Inventor was Local Pharmacist, Columbus Ledger
  4. "Coca-Cola  — Our Brands"। ২০০৭-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১১ 
  5. Mark Pendergrast (২০০০)। For God, Country and Coca-Cola। Basic Books। পৃষ্ঠা 25আইএসবিএন 0-465-05468-4 
  6. Hayes, Jack। "Coca-Cola Television Advertisements: Dr. John S. Pemberton"। Nation's Restaurant News। ২০০৭-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২১ 
  7. "The Chronicle Of Coca-Cola"। ২০১২-১০-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২৮ 
  8. Harford, Tim (২০০৭-০৫-১১)। "The Mystery of the 5-Cent Coca-Cola: Why it's so hard for companies to raise prices"। Slate। 
  9. "Themes for Coca-Cola Advertising (1886-1999)"। ২০০৭-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০২-১১ 
  10. Article of Deutsche Welle, May 9, 2011
  11. Mark Pendergrast (২০০০)। For God, Country and Coca-Cola। Basic Books। পৃষ্ঠা 32আইএসবিএন 0-465-05468-4 
  12. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১০ 
  13. http://www.thedailyplate.com/nutrition-calories/food/coca-cola/coca-cola-classic-12oz-can ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ মার্চ ২০১০ তারিখে The Daily Plate

বহিঃসংযোগ

[সম্পাদনা]