বিষয়বস্তুতে চলুন

ইসলামী ঐক্যজোট

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইসলামী ঐক্য জোট থেকে পুনর্নির্দেশিত)
ইসলামী ঐক্যজোট
সভাপতিআব্দুল কাদির
সচিবসাখাওয়াত হোসাইন রাজী
প্রতিষ্ঠা১৯৯০ (1990)
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ছাত্র শাখাইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ
যুব শাখাইসলামী যুব খেলাফত বাংলাদেশ
ভাবাদর্শইসলামী মূল্যবোধ
দেওবন্দী
আন্তর্জাতিক অধিভুক্তিনা
জাতীয় সংসদের আসন
০ / ৩০০
নির্বাচনী প্রতীক
মিনার

ইসলামী ঐক্যজোট বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান চেয়ারম্যান নাম আব্দুল কাদির এবং মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী।[] দলটি ২০০১ সালের নির্বাচনে বিএনপির সাথে জোট বেঁধে ৪টি আসনে জয়লাভ করে।[][]

সূচনা

ইসলামী ঐক্যজোটের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ২২ ডিসেম্বর। ১৯৯১ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই দলটি গঠন করা হয়।[]

প্রাথমিক যাত্রা

তৎকালীন ছয়টি ইসলামি দল নিয়ে গঠন করা হয় এই জোট। দলগুলো হচ্ছে- খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান ইসলামী আন্দোলন), জমিয়তে উলামায়ে ইসলাম ও ফরায়েজী আন্দোলন। জোট গঠনে মুখ্য ভূমিকা পালন করেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, চরমোনাইর পীর মাওলানা ফজলুল করিম, মাওলানা আবদুল করিম শায়খে কৌড়িয়া, মাওলানা আশরাফ আলী ধর্মান্ডুলি, মাওলানা মুহিউদ্দিন খান ও মাওলানা আহমাদুল্লাহ আশরাফ।[]

সাফল্য

১৯৯১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকে নির্বাচন করে সিলেটের একটি আসনে বিজয়ী হয় ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা ওবায়দুল হক।

১৯৯৬ সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোট একটি আসন লাভ করে।[]

২০০১ সালের নির্বাচনে বিএনপির শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ইসলামী ঐক্যজোট চারটি আসন লাভ করে।[]

বিএনপি জোটে যোগদান

১৯৯৯ সালের জানুয়ারি মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি চারদলীয় জোট গঠন করেছিল যাতে ইসলামী ঐক্যজোট ছিল।[]

ভাঙ্গন

বর্তমানে ইসলামী ঐক্যজোট দুইটি অংশে বিভক্ত একটি অংশ কৌশল গত কারণে[] ৭ই জানুয়ারি ২০১৬ বের হয়ে যায়। জোটের অপর অংশটি জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ বিশ দলীয় জোট থেকে যায়[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইসলামী ঐক্যজোটে নতুন নেতৃত্ব: বাদ পড়লেন হাসানাত-ফয়েজুল্লাহ"দৈনিক প্রথম আলো। ৫ সেপ্টেম্বর ২০২৪। 
  2. মনিবুর রহমান, মোহাম্মদ (২০১৯)। (ইসলামী ঐক্যজোট)বাংলার আলেম সংসদ সদস্য (১৯৩৭ -২০১৮)। একাত্তর প্রকাশনী। পৃষ্ঠা ২৬৬। আইএসবিএন 9789848094372 
  3. "দুই যুগ ধরে দফায় দফায় ভাঙছে ইসলামী ঐক্যজোট - বিশেষ সংবাদ"News Bangladesh। ২০১৮-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  4. "ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠা - পীর সাহেব চরমোনাই" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. বাংলা, কাদির কল্লোল বিবিসি; ঢাকা। "বৃহৎ ইসলামী জোটের স্বপ্ন দেখছে ঐক্যজোট"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  6. "কৌশলের অংশ হিসেবে ২০ দল ছেড়েছে ইসলামী ঐক্যজোট | daily nayadiganta" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  7. "২০-দলীয় জোটে নেই ইসলামী ঐক্যজোট"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯