জি বাংলা সিনেমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জি বাংলা সিনেমা
Zee Bangla Cinema
জীবন এখন সুপারহিট
উদ্বোধন২৩ সেপ্টেম্বর ২০১২
নেটওয়ার্ককেবল টিভি, টেলিভিশন নেটওয়ার্ক
মালিকানাজি নেটওয়ার্ক
চিত্রের বিন্যাস৪:৩ ১০৮০পি এসডিটিভি
দেশভারত
ভাষাবাংলা
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
জি বাংলা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

জি বাংলা সিনেমা হল ভারতের একটি বাংলা ভাষার কেবল টিভি চ্যানেল, যেটি ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর চালু করা হয়েছিল। চ্যানেলটি জি নেটওয়ার্ক এর ইসেল গ্রুপ এর অংশ হিসেবে প্রস্তুত করা হয়।[১] এটি চব্বিশ ঘণ্টার জন্য বাংলা সিনেমা সম্প্রচার করা হয়।[২] জি বাংলা ও জি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই চ্যানেলের নামকরণ করা হয়।

শনিবারে শুধুমাত্র প্রসেনজিত এর ছায়াছবি সম্প্রচার করা হয়ে থাকে। এটি হল ২৪ ঘণ্টা সম্প্রচার করা প্রথম বাংলা ছায়াছবির চ্যানেল।নতুনত্বের অগ্রগামী চ্যানেলটি ২০১৫ সালে এর প্রজেক্ট জি বাংলা সিনেমা অরিজিনালস শুরু করে।এই প্রোজেক্ট এ জি বাংলা সিনেমা চ্যানেলের জন্য সিনেমা তৈরি করা শুরু হয়।এখন পর্যন্ত চ্যানেলটি ৫৩ টির বেশি সিনেমা তৈরি করেছে।এর মাধ্যমে তারা ভিন্ন স্বাদের গল্প উপহার দিয়েছে।[৩] নতুন অনেক পরিচালক,অভিনেতা ও মেধা উঠে এসেছে এর মাধ্যমে।এই সিনেমাগুলো পুরনো ভারতীয় বাংলা টেলিফিল্মগুলোর স্মৃতি উসকে দেয়।[৪][৫][৬] এছাড়া জি বাংলা সিনেমা শর্ট ফিল্ম তৈরির প্রোজেক্টও শুরু করেছে।

জি বাংলা সিনেমা প্যাভিলিয়ন, কলকাতা ২০১৬ এ ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।

প্রচারিত চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

জি বাংলা সিনেমা অরিজিনালস[সম্পাদনা]

চলচ্চিত্রের নাম পরিচালক অভিনয়শিল্পী ধরন
হাসিতে হাসিও না অয়ন চক্রবর্তী দেবরঞ্জন, জয়দেব রায়, সায়নী ঘোষ, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় কমেডি ড্রামা
কাদের কুলের বউ সৌভিক কুন্ডু কনীনিকা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন ড্রামা
একলা চলো... সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ সায়নী ঘোষ, কৌশিক রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, জুন মালিয়া কমেডি
একটি বাঙালি ভূতের গপ্পো ইন্দ্রনীল রায়চৌধুরী জোয়া আহসান, সৌরভ চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায় থ্রিলার
বারুদ সৌমিক হালদার মৈনাক বন্দ্যোপাধ্যায়, ঋতাভারি চক্রবর্তী, নিনা চক্রবর্তী, কৌশিক কর, কমলেশ্বর মুখোপাধ্যায় অ্যাকশন
বিরাট ২২ প্রভাত রায় সৌমিত্র চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, রিমা গুহঠাকুরতা থ্রিলার
এভাবেও ফিরে আসা যায় অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় অনির্বাণ ভট্টাচার্য, রিমঝিম মিত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুসূয়া রায়চৌধুরী রোম্যান্টিক কমেডি
লোডশেডিং সৌকর্য ঘোষাল মেখলা দাশগুপ্ত, ঋদ্ধি সেন, বিদিপ্তা চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায় ড্রামা
ভেংচি কৃষ্ণানু গাঙ্গুলি কৌশিক সেন, অমৃতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষদাস, অঙ্কিতদেব অর্পণ হরর কমেডি
নায়িকার মতো সুশান্ত দাস মুমতাজ সরকার, মৈনাক বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুরী, মহুয়া হালদার ড্রামা
অমলের কেবিন অর্ক সিনহা অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌরভ পালোধি, মৈত্রী বন্দ্যোপাধ্যায়, মনালি দে, সুজন মুখোপাধ্যায় কমেডি ড্রামা
যুধিষ্ঠির অয়ন চক্রবর্তী মৃণাল মুখোপাধ্যায়, রিধিমা ঘোষ, এনা সাহা, ইন্দ্রশিস রায়
সোমেশবাবুর সংসার সুমন দাস দীপঙ্কর দে, অনিমেষ ভাদুরী, জয়দীপ কুন্ডু, স্বাগত মুখোপাধ্যায় ড্রামা
আকাশ ছোঁয়া সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ অর্জুন চক্রবর্তী, কুশল চক্রবর্তী, রিধিমা ঘোষ, মহুয়া হালদার রোম্যান্টিক কমেডি
স্বপ্নপূরণ হরনাথ চক্রবর্তী নবমিতা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, স্বাগত বসু ড্রামা
গুটি মল্লার অনিন্দ্য সরকার সৌরভ দাস, অনিন্দিতা বসু কমেডি ড্রামা
টক ঝাল মিষ্টি অমিত সেন রণদীপ, অনিশা মণ্ডল রোম্যান্টিক ড্রামা
পিছুটান অয়ন চক্রবর্তী সৌরভ চক্রবর্তী, প্রিয়াঙ্কা, ঋত্বিক চক্রবর্তী রোম্যান্টিক ড্রামা
আবার একলা চলো... সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ কৌশিক রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ ড্রামা
মণি কাঞ্চনা দেবালয় ভট্টাচার্য রূপঙ্কর বাগচী, শ্রীপর্ণা রায়, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়
সেই মেয়েটা অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় অর্জুন চক্রবর্তী, গীতশ্রী রায়, অনন্যা বিশ্বাস, সোমা চক্রবর্তী
গোয়েন দা প্রদীপ্তা ভট্টাচার্য রাহুল বন্দ্যোপাধ্যায়, সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়
সেলফির ফাঁদে মানস বসু প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, অভিজিৎ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত ড্রামা
দেব আই লাভ ইউ অভিমন্যু মুখোপাধ্যায় দিতিপ্রিয়া রায়, রাজ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, প্রবীর দত্ত ড্রামা
পান সুপারি অনিন্দিতা সর্বাধিকারি টুম্পা দাস, তথাগত মুখোপাধ্যায় রোম্যান্টিক ড্রামা
দমদম দীঘা দীঘা প্রেমেন্দু বিকাশ চাকী সৌরভ দাস, অনিন্দিতা বসু, রিতা কৈরাল কমেডি
নিমকি ফুলকি অভিমন্যু মুখোপাধ্যায় মনালী দে, শ্রীপর্ণা রায় কমেডি ড্রামা
এক যে আছে অপ্সরা সৌভিক কুন্ডু এনা সাহা, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অভ্রজিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিক রোম্যান্টিক কমেডি
চলো লেটস লাইভ সুদেষ্ণা রায় সায়নী ঘোষ, সোমরাজ মাইতি, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় রোম্যান্টিক
গুটি মল্লার এর অতিথি অনিন্দ্য সরকার অনিন্দিতা বসু, সৌরভ দাস, স্বস্তিকা দত্ত, বিহু মুখোপাধ্যায় রোম্যান্টিক কমেডি
এবার জমবে মজা প্রেমেন্দু বিকাশ চাকী ঈশান মুখোপাধ্যায়, সংঘমিত্রা রায়, অভিরাজ, উজ্জ্বয়িনী কমেডি
রাগিনী অনিন্দ্য সরকার অঞ্জনা বসু, সোমরাজ মাইতি, ভাস্বর চট্টোপাধ্যায়, উজানী দাশগুপ্ত ড্রামা
জয় মা দুর্গা রাজ মুখোপাধ্যায় রুশা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, পরাণ বন্দ্যোপাধ্যায় ড্রামা
লাভ লেটার বিদুলা ভট্টাচার্য রাজিব বসু, মনোজ ওঝা, অঙ্কিতা চক্রবর্তী, অনামিকা চক্রবর্তী রোম্যান্টিক ড্রামা
পাড়া থেকে প্রিমিয়ার সৌম্যদীপ্তা মণ্ডল অমন মুন্সী, সায়নী ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় স্পোর্ট ড্রামা
নিমকি ফুলকি ২ অভিমন্যু মুখোপাধ্যায় মনালী দে, শ্রীপর্ণা রায় কমেডি রোমান্স
মিত্তির পাড়ার মারাদোনা রবিন দাস সুজন মুখোপাধ্যায়, ঋষভ বসু, ঐন্দ্রিলা শর্মা, শ্রীমা ভট্টাচার্য, রোমান্স
জবরদখল সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ রাজা গোস্বামী, গীতাশ্রী, ছন্দা চট্টোপাধ্যায় ড্রামা
সুটকেস রাজ মুখোপাধ্যায় শুভাশীষ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, অলিভিয়া কমেডি ড্রামা
একটা ভালবাসার গল্প সুজিত পাল মৈনাক বন্দ্যোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, সিন বন্দ্যোপাধ্যায়, নমিতা চক্রবর্তী, বিকাশ ভৌমিক রোম্যান্টিক ড্রামা
লগন বয়ে যায় সোমনাথ ভট্টাচার্য ঋজু বিশ্বাস, রূপসা মুখোপাধ্যায়, প্রিয়ম চক্রবর্তী, অভিরাজ ড্রামা
তুমি যে আমার সুজিত পাল যশ সরকার, শামিক চক্রবর্তী, সিন বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার রোম্যান্টিক ড্রামা
পূর্ণিমার চাঁদ রবিন দাস চন্দ্রনিভ মুখোপাধ্যায়, মানালি দে, কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় রোম্যান্টিক কমেডি
আমি মুখ্যমন্ত্রী হব রবিন দাস শ্রীজিতা মুখোপাধ্যায়, দ্বৈপায়ন চক্রবর্তী, নবনীতা দত্ত, অধিকারী কৌশিক, প্রসেজিৎ ভট্টাচার্য, ড্রামা
আয় বৃষ্টি অমিত ঘোষ সুহোত্র মুখোপাধ্যায়, তানিকা বসু, সোহিনী তালুকদার, সায়ন্তনি সেনগুপ্ত রোমান্স
শুভ শারদিয়া রাজদীপ ঘোষ ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, মৃদুল, অরুন গুহঠাকুরতা রোম্যান্টিক কমেডি
চোরে চোরে মাসতুতো ভাই অরিজিৎ চক্রবর্তী সৌরভ দাস, সপ্তর্ষি মৌলিক, নেহা, ঐন্দ্রিলা কমেডি
লাভ কেফ সুজিতকুমার পাও ঋতজীৎ চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা শর্মা, সায়ন্তন হালদার, প্রিয়াঙ্কা ভট্টাচার্য রোম্যান্টিক কমেডি
জয় জয় দেবী অরিজিৎ চক্রবর্তী সপ্তর্ষি মৌলিক, সঞ্চারী দাস, নেহা অমনদীপ রোম্যান্টিক কমেডি
গুপী গাএন রাজদীপ ঘোষ ঋতব্রত মুখোপাধ্যায়, অপরাজিতা আধ্যা, সাস্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী
জাদু কড়াই মেঘদূত রুদ্র রাহুল বন্দ্যোপাধ্যায়, সায়নী দত্ত, জয়দীপ কুন্ডু, দীপান্বিতা নাথ কমেডি ড্রামা
জামাই এলো ঘরে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ সমদর্শী দত্ত, সব্যসাচী চক্রবর্তী, রিধিমা ঘোষ, তুলিকা বসু কমেডি ড্রামা
বাঞ্ছারামের বাগানবাড়ি রাজদীপ ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, বর্ণা বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঘোষ
ফেলুনাথের মার্কশিট রাজদীপ ঘোষ সৌরভ দাস, টনি লাহারায়, অনির্বাণ সিকদার, রোহিত দে, শ্যামল দত্ত
শেষ মেস আদিত্য সেনগুপ্ত এবং খেয়া চট্টোপাধ্যায় গৌরব চক্রবর্তী, অপরাজিতা ঘোষদাস, অভিজিৎ গুহ
একচক্র সঞ্জয় ভট্টাচার্য প্রিয়াঙ্কা রতিপাল, ইন্দ্রশিশ প্রিয়াঙ্কা পাতি, ইন্দ্রশিস রায়, সুগত রায়, গরিমা ঘোষ অ্যাকশন ড্রামা
চরকি চিত্রাভানু বসু বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, অরুণাভ দে, ঐশিকা গুহঠাকুরতা কমেডি ড্রামা
তুই আমার হিরো সৌম্যদীপ্তা মণ্ডল জয় দেবরায়, প্রিয়াঙ্কা রতিপাল রোম্যান্টিক
দেবী গড়ে গড়বড় চিত্রাভানু বসু এবং রাজদীপ ঘোষ কৌশিক রায়, পায়েল মুখোপাধ্যায়, রাহুলদেব বসু থ্রিলার
নিমকি ফুলকি ২ অভিমন্যু মুখোপাধ্যায় মানালি দে, শ্রীপর্ণা রায় কমেডি
আমি দিদি নং ১ অমিত দাস ঐশানী দে, অদৃত রায়, ঐন্দ্রিলা শর্মা
ইস্কাবনের রানী অভিমন্যু মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিক, ঋষভ বসু, উষাশী রায়
অলৌকিক অভিযান আরন্যক চট্টোপাধ্যায় গৌরব চট্টোপাধ্যায়, ঐশানী রায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় থ্রিলার
আমি তুমি আর মালতী রজত শুভ্র মুখোপাধ্যায় মিমি দত্ত, শ্রীতমা ভট্টাচার্য, ফারহান ইমরোজ রোম্যান্টিক কমেডি
মন খারাপের ওষুধ সুমন দাস সোম বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, পার্থসারথী দেব, অলকানন্দা রায় ড্রামা
বালিগঞ্জের বর বরিশালের বউ অমিত দাস শইব কবীর, সঞ্চারী দাস, অনামিকা সাহা কমেডি ড্রামা
একটি বাঙ্গালী এলিয়েন এর গল্প অভিমন্যু মুখোপাধ্যায় গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, বিয়াস ধর, বুদ্ধদেব ভট্টাচার্য ড্রামা
কুলের আচার সুদীপ দাস ঐন্দ্রিলা বসু, রাহুলদেব, সুমন দাস, সুবন রায়
মণিহারা সৌপ্তিক চক্রবর্তী রণিতা দাশ, সৌম্য মুখোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, অবন্তী দত্ত,অমিতাভ আচার্য্য হরর
নগর বাউল কথা আরণ্যক চট্টোপাধ্যায় সায়ন চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, দেবব্রত দত্ত, সুকন্যা বসু
হারিয়ে যাওয়ার আগে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী
অন্দরমহল সৌপ্তিক চক্রবর্তী ঐশ্বর্য সেন, দেবপর্ণা চক্রবর্তী, দেবরাজ মুখোপাধ্যায়
ফ্ল্যাট থেকে পালিয়ে আরণ্যক চট্টোপাধ্যায় অঙ্কিতা চক্রবর্তী, জিতু কমল, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আর্য
খোকাবাবুর প্রত্যাবর্তন সৌমিক চট্টোপাধ্যায় সৌম্য মুখোপাধ্যায়, রাজতাভ দত্ত, প্রিয়ম চক্রবর্তী, মধুমিতা
ভোলে বাবা পার করেগা অভিমন্যু মুখোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী, ঐন্দ্রিলা শর্মা, বুদ্ধদেব ভট্টাচার্য

সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র[সম্পাদনা]

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

  • দৃষ্টিকোণ
  • জ্যেষ্ঠপুত্র
  • ময়ূরাক্ষী
  • আপন আমার আপন
  • শত্রু মিত্র
  • কিশোর কুমার জুনিয়র
  • পথভোলা
  • অজানা পথ
  • প্রতিশোধ
  • জাতিস্মর
  • খেলাঘর
  • চৌধুরী পরিবার
  • মাটির মানুষ
  • মি. ফান্টুস
  • একাই একশো
  • টক্কর
  • তুমি যে আমার
  • বাবা কেন চাকর
  • মামা ভাগ্নে
  • ফর্স
  • অন্যায় অত্যাচার
  • মায়ের অধিকার
  • ছোট্ট জিজ্ঞাসা
  • বদনাম

জিৎ অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

  • বস
  • বচ্চন
  • দিওয়ানা
  • শেষ থেকে শুরু
  • অভিমান
  • প্যান্থার হিন্দুস্তান মেরি জান
  • সাথীহারা
  • অসুর
  • বাচ্চা শ্বশুর
  • ইন্সপেক্টর নটিকে
  • দ্য রয়্যাল বেঙ্গল টাইগার
  • বাজি

দেব অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

  • ককপিট
  • কিডন্যাপ
  • চেম্প
  • টনিক
  • পাসওয়ার্ড
  • পাসওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ZEE launches Bangla movie channel"। ২২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪ 
  2. "Zee Bangla Coming soon" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পুজোর আগেই 'শুভ শারদীয়া' বলছেন ঋত্বিক। জানেন কেন?"NDTVMovies.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬ 
  4. "মজার 'রান্নায়' মিশবে থ্রিলার, জি বাংলা অরিজিনালসের নতুন সিনেমায়"NDTVMovies.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬ 
  5. "গুপীর জীবনে 'সুরে সংক্রান্তি'! তারপর?"NDTVMovies.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬ 
  6. "বাসন্তী আর রাধাকে অপহরণ করে মহা ফ্যাসাদে জয়-বীরু"NDTVMovies.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬