অমিয়া ঠাকুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমিয়া ঠাকুর
অমিয়া ঠাকুর
জন্ম১৯০৮
মৃত্যু১৯৮৮ (বয়স ৮৬–৮৭)
ধরনরবীন্দ্র সঙ্গীত
পেশাসঙ্গীত শিল্পী
বাদ্যযন্ত্রভোকাল (কণ্ঠ)

অমিয়া ঠাকুর (ইংরেজি: Amiya Tagore) ( জন্মঃ১৯০৮; মৃত্যুঃ১৯৮৬) একজন বাঙ্গালী সঙ্গীত শিল্পী যিনি রবীন্দ্র সঙ্গীতের অন্যতম সূক্ষ ও শুদ্ধ শিল্পী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।[১][২] অমিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের সরাসরি সংস্পর্শে রবীন্দ্র সঙ্গীত শেখাদের একজন। তিনি রবীন্দ্রনাথের মায়ার খেলা নৃত্য-নাট্যে পদ্মের ভূমিকায় কাজ করেন। পরবর্তিতে তিনি রবীন্দ্রনাথের বড় ভাইয়ের নাতিকে বিয়ে করে ঠাকুর পরিবারের একজন সদস্যে পরিণত হন। বিয়ের পর অমিয়া ঠাকুর মুলত রবীন্দ্রনাথের জন্মদিন বা বিশেষ দিবসে শুধুমাত্র জনসম্মুখে সঙ্গীত পরিবেশন করতেন। তিনি সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা চলচ্চিত্রে জন্য 'এ পরবাসে রবে কে হায়' গানটি গেয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]