হিমেশ রেশমিয়া
হিমেশ রেশামিয়া | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | [১] মুম্বাই, ভারত | ২৩ জুলাই ১৯৭৩
উদ্ভব | ভারত |
ধরন | |
পেশা | |
বাদ্যযন্ত্র | |
কার্যকাল | ১৯৯৪-বর্তমান |
লেবেল | |
দাম্পত্যসঙ্গী | কামাল রেশামিয়া (বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০১৭) সোনিয়া কাপুর (বি. ২০১৮) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
হিমেশ রেশামিয়া (গুজরাটি: હિમેશ રેશમિયા; জন্ম ২৩ জুলাই ১৯৭৩) হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, গায়ক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিবেশক, যিনি প্রধানত বলিউড শিল্পে কাজ করে থাকেন।[২]তিনি ২০০৬ সালে নেপথ্য পুরুষ কন্ঠশিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]হিমেশ রেশমিয়া গুজরাতের ভাবনগরে জন্মগ্রহণ করেন[৩]। তার পিতা ভিপিন রেশমিয়াও রাজুলার নিটবর্তী ঐ গ্রামে জন্মগ্রহঅণ করেন।হিমেশ অনর্গল গুজরাটি কথা বলতে পারেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মাত্র ২১ বছর বয়সে হিমেশ তার স্ত্রী কোমল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে[৪]। ২০১৭ সালে তিনি ও তার স্ত্রী বান্দ্রা পারিবারিক আদালতে ডিভোর্স পিটিশন দাখিল করে দীর্ঘ ২২ বছরের বিবাহ জীবনের বিচ্ছেদ ঘটান।
সঙ্গীত এবং চলচ্চিত্র কর্মজীবন
[সম্পাদনা]হিমেশের বন্ধু অভিনেতা সালমান খান এর মাধ্যমেই চলচিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। সালমান খান হিমেশকে পিয়ার কিয়া তো ডর না কিয়া সিনেমার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে জতিন-ললিত এবং সাজিদ-ওয়াজিদ এর সাথে কাজ করার সুযোগ করে দেন। এই কাজে সফলতার পর হিমেশ ও খান আরো অনেক কাজ একসাথে করেছেন। সঙ্গীত পরিচালক হিসেবে হিমেশেরর সবচেয়ে বড়ো সাফল্য আসে ২০০৩ সালে তেরে নাম সিনেমার মাধ্যমে[৫]। এছাড়াও সালমান খানের সাথে প্রেম রতন ধন পায়ো, বডিগার্ড ও অন্যান্য ছবিগুলোর সঙ্গীত ও সমান ভাবে বিখ্যাত হয়েছে
সম্মাননা
[সম্পাদনা]আশিক বানাইয়া আপনে চলচিত্রে প্লে-ব্যাক এর জন্য ২০০৬ সালে হিমেশ ফিল্মফেয়ার সহ আইইফা অ্যাওয়ার্ড ও অন্যান্য পুরস্কারের সেরা প্লে-ব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভুষিত হন[৬][৭]। এছাড়াও তিনি আরো অন্যান্য অনেক সম্মাননা পেয়েছেন।
অ্যালবাম
[সম্পাদনা]বছর | অ্যালবাম | টীকা |
---|---|---|
২০১৬ | আপ সে মৌসিকি | ২য় স্টুডিও অ্যালবাম, সমগ্র অ্যালবাম ৫ ডিসেম্বর,২০১৬ সালে মুক্তি পায়। |
২০০৬ | আপ কা সুরুর | সঙ্গীত শিল্পী হিসবে নিজের প্রথম ব্যক্তিগত অ্যালবাম. ভারতের ও পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম |
২০০৩ | তেরা মেরা দিল | হানি হানি নামের এই ভিডিও সঙ্গীতে সালমান খানের উপস্থিতি |
১৯৯৫ | জিন্দেগি | গেয়েছেন সুচিত্রা কৃষ্ণামূর্তি গানটি লিখেছেন সুধাকর শর্মা |
১৯৯৪ | আন্দাজ | গেয়েছেন সুরেশ ওয়াদকর এবং কুমার শানু গানটি লিখেছেন সুধাকর শর্মা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "7 iconic song on HR's bday"।
- ↑ "Reality shows help kids decide their profession early: Himesh", Times of India, সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭
- ↑ About Himesh Reshammiya, Bollywood Celebrity। "Biography"। www.india-forums.com।
- ↑ "Himesh Reshammiya Biography / Profile"। ১৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Biography"। www.koimoi.com।
- ↑ "Best Playback Singer (Male)"। www.imdb.com। Authors list-এ
|প্রথমাংশ1=
এর|শেষাংশ1=
নেই (সাহায্য) - ↑ "Filmfare Awards 2006"। www.awardsandshows.com।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৭৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় গায়ক
- ২১শ শতাব্দীর ভারতীয় সুরকার
- গুজরাতি ব্যক্তি
- বলিউডের নেপথ্য সঙ্গীতশিল্পী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত সুরকার
- ভারতীয় নেপথ্য গায়ক
- ভারতীয় গায়ক
- ভারতীয় পপ গায়ক
- ভারতীয় সঙ্গীতশিল্পী
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে আইফা পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জি সিনে পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জি সিনে পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে স্ক্রিন পুরস্কার বিজয়ী