বিষয়বস্তুতে চলুন

হিমেশ রেশমিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিমেশ রেশামিয়া
স্টার প্লাসের হাসি হাউজে 'হামশাকালস'-এর দলের সঙ্গে হিমেশ রেশামিয়া
স্টার প্লাসের হাসি হাউজে 'হামশাকালস'-এর দলের সঙ্গে হিমেশ রেশামিয়া
প্রাথমিক তথ্য
জন্ম (1973-07-23) ২৩ জুলাই ১৯৭৩ (বয়স ৫১)[]
মুম্বাই, ভারত
উদ্ভবভারত
ধরন
পেশা
বাদ্যযন্ত্র
কার্যকাল১৯৯৪-বর্তমান
লেবেল
দাম্পত্যসঙ্গীকামাল রেশামিয়া (বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০১৭)
সোনিয়া কাপুর (বি. ২০১৮)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

হিমেশ রেশামিয়া (গুজরাটি: હિમેશ રેશમિયા; জন্ম ২৩ জুলাই ১৯৭৩) হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, গায়ক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিবেশক, যিনি প্রধানত বলিউড শিল্পে কাজ করে থাকেন।[]তিনি ২০০৬ সালে নেপথ‍্য পুরুষ কন্ঠশিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

হিমেশ রেশমিয়া গুজরাতের ভাবনগরে জন্মগ্রহণ করেন[]। তার পিতা ভিপিন রেশমিয়াও রাজুলার নিটবর্তী ঐ গ্রামে জন্মগ্রহঅণ করেন।হিমেশ অনর্গল গুজরাটি কথা বলতে পারেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মাত্র ২১ বছর বয়সে হিমেশ তার স্ত্রী কোমল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে[]। ২০১৭ সালে তিনি ও তার স্ত্রী বান্দ্রা পারিবারিক আদালতে ডিভোর্স পিটিশন দাখিল করে দীর্ঘ ২২ বছরের বিবাহ জীবনের বিচ্ছেদ ঘটান।

সঙ্গীত এবং চলচ্চিত্র কর্মজীবন

[সম্পাদনা]

হিমেশের বন্ধু অভিনেতা সালমান খান এর মাধ্যমেই চলচিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। সালমান খান হিমেশকে পিয়ার কিয়া তো ডর না কিয়া সিনেমার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে জতিন-ললিত এবং সাজিদ-ওয়াজিদ এর সাথে কাজ করার সুযোগ করে দেন। এই কাজে সফলতার পর হিমেশ ও খান আরো অনেক কাজ একসাথে করেছেন। সঙ্গীত পরিচালক হিসেবে হিমেশেরর সবচেয়ে বড়ো সাফল্য আসে ২০০৩ সালে তেরে নাম সিনেমার মাধ্যমে[]। এছাড়াও সালমান খানের সাথে প্রেম রতন ধন পায়ো, বডিগার্ড ও অন্যান্য ছবিগুলোর সঙ্গীত ও সমান ভাবে বিখ্যাত হয়েছে

সম্মাননা

[সম্পাদনা]

আশিক বানাইয়া আপনে চলচিত্রে প্লে-ব্যাক এর জন্য ২০০৬ সালে হিমেশ ফিল্মফেয়ার সহ আইইফা অ্যাওয়ার্ড ও অন্যান্য পুরস্কারের সেরা প্লে-ব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভুষিত হন[][]। এছাড়াও তিনি আরো অন্যান্য অনেক সম্মাননা পেয়েছেন।

অ্যালবাম

[সম্পাদনা]
বছর অ্যালবাম টীকা
২০১৬ আপ সে মৌসিকি ২য় স্টুডিও অ্যালবাম, সমগ্র অ্যালবাম ৫ ডিসেম্বর,২০১৬ সালে মুক্তি পায়।
২০০৬ আপ কা সুরুর সঙ্গীত শিল্পী হিসবে নিজের প্রথম ব্যক্তিগত অ্যালবাম. ভারতের ও পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম
২০০৩ তেরা মেরা দিল হানি হানি নামের এই ভিডিও
সঙ্গীতে সালমান খানের উপস্থিতি
১৯৯৫ জিন্দেগি গেয়েছেন সুচিত্রা কৃষ্ণামূর্তি
গানটি লিখেছেন সুধাকর শর্মা
১৯৯৪ আন্দাজ গেয়েছেন সুরেশ ওয়াদকর এবং কুমার শানু
গানটি লিখেছেন সুধাকর শর্মা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "7 iconic song on HR's bday" 
  2. "Reality shows help kids decide their profession early: Himesh", Times of India, সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭ 
  3. About Himesh Reshammiya, Bollywood Celebrity। "Biography"www.india-forums.com 
  4. "Himesh Reshammiya Biography / Profile"। ১৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪ 
  5. "Biography"www.koimoi.com 
  6. "Best Playback Singer (Male)"www.imdb.com  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
  7. "Filmfare Awards 2006"www.awardsandshows.com 

বহিঃসংযোগ

[সম্পাদনা]