আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
অবয়ব
অত্র নিবন্ধটি আফগানিস্তান দলের আনুষ্ঠানিক আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণকারী ক্রিকেট অধিনায়কদের তালিকা সম্পর্কীয়। এতে টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক, আইসিসি ট্রফি ও অনূর্ধ্ব-১৯ দলের খেলা অন্তর্ভুক্ত রয়েছে। অত্র তালিকাটি ২০১৪ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ পর্যন্ত সঠিক।
টেস্ট অধিনায়ক
[সম্পাদনা]টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি খেলায় অধিনায়কের দায়িত্ব পালনকারী আফগান ক্রিকেটারের তালিকা এটি। ক্রিকেটারের পার্শ্বে রক্ষিত প্রতীকের সাহায্যে অধিনায়ক ও তাদের দলে কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করাকে বোঝানো হয়েছে।[১]
আফগান টেস্ট অধিনায়ক | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক | নাম | সাল | প্রতিপক্ষ | স্থান | খেলা | জয় | পরাজয় | ড্র | |
১ | আসগর আফগান |
২০১৭ | ভারত | ভারত | ১ | ০ | ১ | ০ | |
মোট | ১ | ০ | ১ | ০ | |||||
সর্বমোট | ১ | ০ | ১ | ০ |
একদিনের আন্তর্জাতিক অধিনায়ক
[সম্পাদনা]১৯ এপ্রিল, ২০০৯ তারিখে আফগানিস্তান প্রথম ওডিআই খেলতে নামে।
আফগান ওডিআই অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | নওরোজ মঙ্গল | ২০০৯–২০১২ | ২২ | ১২ | - | ১০ | ০ | |
২ | করিম সাদিক | ২০১২ | ১ | ০ | - | ১ | ০ | |
৩ | মোহাম্মাদ নবী | ২০১৩-২০১৫ | ২৮ | ১৩ | - | ১৫ | ০ | |
৪ | আসগর আফগান | ২০১৫–বর্তমান | ৪৩ | ২৫ | - | ১৬ | ২ | |
৫ | রশীদ খান | ২০১৮ | ৪ | ১ | - | ৩ | ০ | |
সর্বমোট | ৯২ | ৪৬ | ০ | ৪৪ | ২ |
টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
[সম্পাদনা]১ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে আফগানিস্তান দল প্রথম টি২০আই খেলতে নামে।
আফগান টি২০আই অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | নওরোজ মঙ্গল | ২০০৯–২০১২ | ১৩ | ৬ | - | ৭ | ০ | |
২ | মোহাম্মাদ নবী | ২০১৩-২০১৫ | ১২ | ৬ | - | ৬ | ০ | |
৩ | আসগর আফগান | ২০১৫–বর্তমান | ৩৮ | ২৯ | - | ৯ | ০ | |
সর্বমোট | ৬৩ | ৪১ | - | ২২ | - |
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব (আইসিসি ট্রফি)
[সম্পাদনা]২০০৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে আফগানিস্তানের অভিষেক ঘটে।
আফগানিস্তানের আইসিসি ট্রফি (আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব) অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | নওরোজ মঙ্গল | ২০০৯ | ১০ | ৬ | ০ | ৪ | ০ | |
সর্বমোট | ১০ | ৬ | - | ৪ | - |
তথ্যসূত্র
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- টেস্ট ক্রিকেট
- একদিনের আন্তর্জাতিক
- অধিনায়ক
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
- আয়ারল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Cricket Records | Records | Afghanistan Under-19s | Under-19s Youth One-Day Internationals | List of captains | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
- "Cricket Records | Records | ICC Cricket World Cup Qualifier (ICC Trophy) | All matches | Most matches as captain | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
- "Cricket Records | Records | Afghanistan | One-Day Internationals | List of captains | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
- "Cricket Records | Records | Afghanistan | Twenty20 Internationals | List of captains | ESPN Cricinfo"। stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।