বিষয়বস্তুতে চলুন

২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৯৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান১০ সেপ্টেম্বর ২০০৩
স্থানওসমানী মেমোরিয়াল হল, ঢাকা
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ অভিনেতাজাহিদ হাসান
শ্রাবণ মেঘের দিন
শ্রেষ্ঠ অভিনেত্রীশিমলা
ম্যাডাম ফুলি
সর্বাধিক পুরস্কারচিত্রা নদীর পারে (৭)
শ্রাবণ মেঘের দিন (৭)
  ২৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৫তম  

২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৪তম আয়োজন; যা ১৯৯৯ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[] পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।[]

বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]

এই বছর ১৮টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[]

মেধা পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রতানভীর মোকাম্মেলচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ পরিচালকতানভীর মোকাম্মেলচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ অভিনেতাজাহিদ হাসানশ্রাবণ মেঘের দিন[]
শ্রেষ্ঠ অভিনেত্রীশিমলাম্যাডাম ফুলি[]
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাগোলাম মোস্তফাশ্রাবণ মেঘের দিন
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতাএটিএম শামসুজ্জামানম্যাডাম ফুলি
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকমাকসুদ জামিল মিন্টুশ্রাবণ মেঘের দিন
শ্রেষ্ঠ সুরকারআলম খানবাঘের থাবা
শ্রেষ্ঠ গীতিকাররশিদ উদ্দিন আহমেদশ্রাবণ মেঘের দিন
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পীসুবীর নন্দীশ্রাবণ মেঘের দিন

কারিগরী পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকারতানভির মোকাম্মেলচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাতানভির মোকাম্মেলচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারকাজী হায়াৎআম্মাজান
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খানশ্রাবণ মেঘের দিন
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকউত্তম গুহচিত্রা নদীর পারে
শ্রেষ্ঠ শব্দগ্রাহকমফিজুল হকশ্রাবণ মেঘের দিন
শ্রেষ্ঠ মেকআপম্যানদীপক কুমার সুরচিত্রা নদীর পারে

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২
  2. 1 2 "PM to distribute film awards today"দ্য ডেইলি স্টার। ১০ সেপ্টেম্বর ২০০৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  4. শিল্পী মাহালনবিশ (৩১ ডিসেম্বর ২০০৩)। "The year that was! The joy of achievement and agony of loss: Zahid Hassan"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৫