ফয়সাল মসজিদ
অবয়ব
শাহ্ ফায়সাল মসজিদ فیصل مسجد | |
---|---|
স্থানাঙ্ক: ৩৩°৪৩′৪৮″ উত্তর ৭৩°০২′১৮″ পূর্ব / ৩৩.৭২৯৯৪৪° উত্তর ৭৩.০৩৮৪৩৬° পূর্ব | |
অবস্থান | ইসলামাবাদ, পাকিস্তান |
প্রতিষ্ঠিত | ১৯৮৭ |
স্থাপত্য তথ্য | |
নির্মাতা | ভেদাত ডালোকে |
ধরন | সমসাময়িক ইসলামিক স্থাপত্য |
ধারণক্ষমতা | প্রধান এলাকায় ৭৪,০০০, সংযুক্ত এলাকায় প্রায় ২০০,০০০ |
আবৃত স্থান | ৫,০০০ মি২ (৫৪,০০০ ফু২) |
মিনার | ৪ |
মিনারের উচ্চতা | ৯০ মি (৩০০ ফু) |
নির্মাণ খরচ | ১২০ মিলিয়ন মার্কিন ডলার |
স্থাপত্য |
তালিকা |
স্থাপত্য শৈলী |
মসজিদের তালিকা |
অন্যান্য |
তালিকা |
ফয়সাল মসজিদ (উর্দু: فیصل مسجد) পাকিস্তানের বৃহত্তম মসজিদ, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত। মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। তুর্কি স্থপতি ভেদাত ডালোকে এর ডিজাইন করেন। মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুঈনদের তাঁবুর মতো। সারা পৃথিবীতে এটি ইসলামাবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
সৌদি বাদশাহ ফাইসাল বিন আব্দুল আজিজ এই মসজিদ নির্মাণে সমর্থন এবং অর্থ সাহায্য প্রদান করেন। তাই এই মসজিদটি শাহ্ ফয়সালের নামে নামকরণ করা হয়। [১]
এই মসজিদটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ছিলো। পরবর্তীতে মরক্কোর কাসাব্লাঙ্কায় হাসান ২ মসজিদ নির্মাণ হলে ফাইসাল মসজিদ তার অবস্থান হারায়।
গ্যালারী
[সম্পাদনা]- ফয়সাল মসজিদ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mass, Leslie Noyes (২০১১)। Back to Pakistan: A Fifty-Year Journey। Rowman & Littlefield। পৃষ্ঠা ১৫৭। আইএসবিএন 978-1-4422-1319-7।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ফয়সাল মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- শাহ ফয়সাল মসজিদ: গুগল ত্রিমাত্রিক ওয়্যারহাউস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ডিসেম্বর ২০১২ তারিখে