৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১৮ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
উপস্থাপিত | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৫ নভেম্বর ২০১৯ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | আলমগীর ও প্রবীর মিত্র | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | পুত্র | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ ও সায়মন সাদিক পুত্র ও জান্নাত | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | জয়া আহসান দেবী | |||
সর্বাধিক পুরস্কার | পুত্র (১১) | |||
|
৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৯ সালের ৫ নভেম্বর 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮' ঘোষণা করা হয়।[১][২] এ বছর ২৮টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। এই বছর সর্বোচ্চ ১১টি বিভাগে পুরস্কার পায় বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত ‘পুত্র’ চলচ্চিত্র। আজীবন সম্মাননা পন অভিনেতা আলমগীর ও প্রবীর মিত্র।
বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
বিশেষ পুরস্কার[সম্পাদনা]
- আজীবন সম্মাননা - আলমগীর ও প্রবীর মিত্র
সমালোচনা[সম্পাদনা]
এবছর কমলা রকেট চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনয়শিল্পী বিভাগে মোশাররফ করিমের নাম ঘোষণার পর, এ নিয়ে উঠে সমালোচনা ও বিতর্ক। মোশাররফ করিম এ পুরস্কার নিতে অস্বীকৃতি জানান, এবং তিনি জানান “কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন কমলা রকেট-এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।”[৩][৪][৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-২০১৮" (PDF)। তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১।
- ↑ "ভারতের নাগরিককে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কৌতুক অভিনেতা নিয়ে কৌতুক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন না মোশাররফ করিম"। দ্য ডেইলি স্টার। ৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "মোশাররফ করিম যাবেন না, কালাম পাবেন না"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।