জেসন রয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেসন রয়
Jason Roy with the Sydney Sixers.jpg
২০১৬ সালের সংগৃহীত স্থিরচিত্রে জেসন রয়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজেসন জোনাথন রয়
জন্ম (1990-07-21) ২১ জুলাই ১৯৯০ (বয়স ৩২)
ডারবান, কোয়াজুলু-নাটাল, দক্ষিণ আফ্রিকা
উচ্চতা১.৮২ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬৯১)
২৪ জুলাই ২০১৯ বনাম আয়ারল্যান্ড
শেষ টেস্ট৪ সেপ্টেম্বর ২০১৯ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৩৮)
৮ মে ২০১৫ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই১৬ সেপ্টেম্বর ২০২০ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই শার্ট নং৬৭
টি২০আই অভিষেক
(ক্যাপ ৭০)
৭ সেপ্টেম্বর ২০১৪ বনাম ভারত
শেষ টি২০আই১ ডিসেম্বর ২০২০ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং৬৭
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮-বর্তমানসারে (জার্সি নং ২০)
২০১২ - ২০১৩চিটাগং কিংস
২০১৪/১৫সিডনি থান্ডার
২০১৬/১৭ - ২০১৭/১৮সিডনি সিক্সার্স
২০১৭লাহোর কালান্দার্স
২০১৭গুজরাত লায়ন্স
২০১৮; ২০২০কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
২০১৮দিল্লি ডেয়ারডেভিলস
২০১৮ - ২০১৯নেলসন মান্ডেলা বে জায়ান্টস
২০১৯সিলেট সিক্সার্স
২০২০/২১পার্থ স্কর্চার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৯৩ ৩২ ৮৭
রানের সংখ্যা ১৮৭ ৩,৪৮৩ ৭৪৩ ৪,৮৫০
ব্যাটিং গড় ১৮.৭০ ৪০.০৩ ২৩.২১ ৩৬.৮৮
১০০/৫০ ০/১ ৯/১৮ ০/৪ ৯/২৩
সর্বোচ্চ রান ৭২ ১৮০ ৭৮ ১৪৩
বল করেছে ৭১২
উইকেট ১৪
বোলিং গড় ৩৫.৩৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৩/৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩২/– ৫/– ৭৫/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ ডিসেম্বর ২০২০

জেসন জোনাথন রয় (ইংরেজি: Jason Roy; জন্ম: ২১ জুলাই, ১৯৯০) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটারইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। তাকে ইংল্যান্ডের সর্বাপেক্ষা উদীয়মান তরুণ খেলোয়াড় হিসেবে মনে করা হয়।[১]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারে দলের পক্ষে খেলছেন জেসন রয়। দলে তিনি মূলতঃ ডানহাতে শীর্ষসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

১০ বছর বয়সে দক্ষিণ আফ্রিকা থেকে পরিবারের সাথে ইংল্যান্ডে অভিবাসিত হন। এরপর তিনি হুইটগিফ্ট স্কুলে অধ্যয়ন করেন। অনূর্ধ্ব-১১ দলের সদস্য হিসেবে সারে দলে খেলেন। ২০০৭ সালে সারে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে দক্ষিণ আফ্রিকা সফরে যান। সেখানে ওয়েস্টার্ন প্রভিন্স অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সীমিত ওভারের খেলায় দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান তোলেন।[২]

২৭ জুন, ২০০৮ তারিখে সারে প্রথম একাদশের সদস্য হিসেবে টুয়েন্টি২০ কাপে মিডলসেক্সের বিরুদ্ধে অভিষেক ঘটে তার। ২০ জুলাই, ২০০৮ তারিখে নিজের ১৮তম জন্মদিনের পূর্বে ইয়র্কশায়ারের বিপক্ষে ন্যাটওয়েস্ট প্রো৪০ লীগে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন।

২৪ আগস্ট, ২০১০ তারিখে গ্রেস রোডে লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। খেলায় তিনি সারে দলের প্রথম ইনিংসে সর্বশেষ খেলোয়াড় হিসেবে আউট হন। এসময় তিনি ৬৫ বল মোকাবেলা করে ৯ চার ও ৩ ছক্কার সাহায্যে ৭৬ রান তোলেন। ২০১০ মৌসুমের শেষে প্রথম একাদশের সদস্য হিসেবে সকল স্তরের ক্রিকেটে অংশ নেন ও নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও দুই বছর মেয়াদে সারে দলের সাথে চুক্তিবদ্ধ হন। এ চুক্তিকে তিনি স্বপ্ন সত্য হয়েছে বলে জানান।[৩]

২৯ সেপ্টেম্বর, ২০১১ তারিখে ইসিবি কর্তৃক ২০১১-১২ মৌসুমের জন্য তাকে ইংল্যান্ড পারফরমেন্স প্রোগ্রাম স্কোয়াডের সদস্য মনোনীত করা হয়।[৪]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২০০৮ মৌসুমে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে অনুষ্ঠিত চূড়ান্ত টেস্টে ইংল্যান্ডের টেস্ট দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।[৫]

সেপ্টেম্বর, ২০১৪ সালে ভারতের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ঐ খেলায় তিনি ৮ রানে আউট হন। ৮ মে, ২০১৫ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটলেও খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়।[৬] জুন, ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-খেলার ওডিআই সিরিজে খেলার জন্য তাকে অন্তর্ভুক্ত করা হয়।[৭] কিন্তু প্রথম খেলায় ইনিংসের প্রথম বলে তিনি কট আউটের শিকার হন।

ফ্রাঞ্চাইজ ক্রিকেট[সম্পাদনা]

২০১৭-১৮ মৌসুমের বিগ ব্যাশ লীগে যোগদানকারী জেসন রয় জাতীয় দলে যোগদান করলে জো ডেনলি সিডনি সিক্সার্সে তার স্থলাভিষিক্ত হন।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jason Roy"Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১১ 
  2. Under-19 tour[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫ 
  4. "England Performance Squad 2011-12"ECB। ২৯ সেপ্টেম্বর ২০১১। ২০ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫ 
  5. Test match substitute[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "England tour of Ireland, Only ODI: Ireland v England at Dublin, May 8, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫ 
  7. http://www.espncricinfo.com/england-v-new-zealand-2015/content/story/885205.html
  8. Sydney Sixers sign Denly, Sydney Sixers. Retrieved 2018-01-25.

বহিঃসংযোগ[সম্পাদনা]