সাবির আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাবির আলী
জন্ম
সাবির আলী

(1955-04-19) ১৯ এপ্রিল ১৯৫৫ (বয়স ৬৮)
জাতীয়তাভারতীয়
পেশাট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ
নিয়োগকারীভারতীয় রেল
পরিচিতির কারণঅর্জুন পুরস্কার
দাম্পত্য সঙ্গীশবনম আলী
সন্তানশেহজাদ আলী, সুফিয়া আলী
পিতা-মাতাশামসুদ্দীন আলী, সানরাতান আলী

সাবির আলী (ইংরেজি: Sabir Ali) (জন্ম: হরিয়ানা) একজন সাবেক ভারতীয় ডিক্যাথেলেট। ১৯৮১ সালে উনি অর্জুন পুরস্কার জেতেন।

সাবির আলি ১০ বার ডেকাথেলনে স্বর্ণ পদক জিতেছেন যার মধ্যে ১৯৮১ সালের জাপান এর টোকিও-তে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অন্যতম।।[১] এছাড়াও তিনি কাঠমান্ডুঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাথলেটিক্সে দুটি রৌপ্য পদক জেতেন।

সাবিরকে ভারতীয় রেল ও ভারতের সাংবাদিক সমিতি ১৯৮১ সালের ভারতের সবচেয়ে সেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করে। তিনি ভারতের রাষ্ট্রপতি জৈল সিং-এর কাছ থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেন এবং ১৯৮১ সালে হরিয়ানা সরকার তাকে বিহিম পুরস্কারে ভূষিত করেন।

উনি পূর্ব জার্মানি এবং চেকোস্লোভাকিয়ায় অনুষ্ঠিত বিশ্বের রেলওয়ে অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে রৌপ্য (১৯৮৫) ও ব্রোঞ্জ (১৯৮১) পদক বিজয়ী। ১৯৮৩ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক এবং ফিল্ড খেলাধুলায় ভারতীয় অ্যাথলেটিক্স দলের উনি অধিনায়ক ছিলেন। সাবির আলী ১৯৯২-২০০২ পর্যন্ত ভারতীয় রেল এবং উত্তর রেলওয়ের প্রধান কোচ ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "India pick three bronze in Kobe"। ২০১২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২৪