হাবিব জাইন আরিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাবিব জাইন আরিফ
যৌথসংস্থার সভ্য
পূর্বসূরীজনাব মোখতার
সংসদীয় এলাকাশিবরাম্বপারী (রাজেন্দ্রনগর)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-08-12) ১২ আগস্ট ১৯৭৩ (বয়স ৫০)
হায়দ্রাবাদ, অন্ধ্র প্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলঅল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমীন
সন্তান
বাসস্থানহায়দ্রাবাদ, অন্ধ্র প্রদেশ, ভারত
প্রাক্তন শিক্ষার্থীদারুল উলুম
ধর্মইসলাম

হাবিব জাইন আরিফ (ইংরেজি: Habeeb Zain Arif) (জন্ম: হায়দ্রাবাদ, ভারত) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং শিবরাম্পালি, রাজেন্দ্রনগরের বৃহত্তর হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন বর্তমান নির্বাহী।[১] তিনি অল ইন্ডিয়া মজলিস ই ইত্তিহাদ আল মুসলিমীন পার্টির সাথে জড়িত রয়েছেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

হাবিব জাইন আরিফ হায়দ্রাবাদ-এ হাবীব আহমদ আল হামেদ এবং বেগম মুনীর এর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলুম-থেকে পড়াশোনা করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

হাবিব জাইন আরিফ তৃণমূল পর্যায়ে পেশার অনেক সুযোগের থাকলেও বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের সাহায্য করেছেন। ধীরে ধীরে, তিনি একজন সফল রিয়েল এস্টেট বিক্রেতা হয়ে উঠেন। তিনি সর্বদা মানুষের সাহায্য করার ব্যাপারে আগ্রহী ছিলেন যার কারণে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হাবিবের বিবাহিত জীবনে দুটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান রয়েছে।

মিডিয়া[সম্পাদনা]

হাবিব জাইন আরিফ সংবাদ চ্যানেল ও সংবাদপত্রের মধ্যে সবচেয়ে রাজনৈতিক মুখের মুখের মধ্যে একজন।[২]

সাফল্য[সম্পাদনা]

তিনি ২০১৩ সালে ১৫০ কর্পরেটরের মধ্যে একজন স্থায়ী-কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন।[৩][৪] তিনি শিবরাম্পালী উন্নয়নের জন্য অনুমোদন প্রকল্পে সফলতা লাভ করেন। তাদের মধ্যে থেকে:

  • ওয়াইসি পাহাড়, শিবরাম্পরীর জন্য ৫০ লক্ষ টাকায় জিএইচএমসি কাজ।[৫]
  • শিশুদের শিক্ষাপ্রদ উন্নয়ন ও কল্যাণের জন্য প্রধান স্কুল ফাউন্ডেশনের অনুমোদন ও আরোপ করেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Corporator of Shivrampally"। ১১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৪ 
  2. "MIM Corporator in tears,Video" 
  3. "Standing Committee result" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Standing Committee result Video link" 
  5. "50 Lakh GHMC work sanction Video link" 
  6. "School foundation Video link" 

বহিঃসংযোগ[সম্পাদনা]