আইলহাঁস ইউনিয়ন
আইলহাঁস | |
---|---|
ইউনিয়ন | |
১৫ নং আইলহাঁস ইউনিয়ন পরিষদ | |
![]() আইলহাঁস ইউনিয়ন পরিষদের সামনের অংশ | |
বাংলাদেশে আইলহাঁস ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪০′৩১.১″ উত্তর ৮৮°৫৬′২৭.৬″ পূর্ব / ২৩.৬৭৫৩০৬° উত্তর ৮৮.৯৪১০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | চুয়াডাঙ্গা জেলা |
উপজেলা | আলমডাঙ্গা উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | সেপ্টেম্বর ২০১৩ |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ মিনহাজ উদ্দীন |
আয়তন | |
• মোট | ২৫.০০৫৫ বর্গকিমি (৯.৬৫৪৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৫,৭৬৬ |
• জনঘনত্ব | ৬৩০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৯৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭২০১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আইলহাঁস ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। [১] মোট আয়তন ৬,১৭৯ একর। জনসংখ্যা নারী এবং পুরুষের সংখ্যা ১৫,৭৬৬। [২] মোট গ্রামের সংখ্যা ১৭টি। শিক্ষা প্রতিষ্ঠান ১৩টি।
আয়তন[সম্পাদনা]
মোট আয়তন ৬,১৭৯ একর।
অবস্থান[সম্পাদনা]
চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ১২ কি.মি পূর্ব দিকে এবং আলমডাঙ্গা উপজেলা শহর থেকে ১০ কি.মি দক্ষিণে আইলহাঁস ইউনিয়নটি অবস্থিত। এছাড়া এই ইউনিয়নের সকল গ্রামের প্রধান প্রধান রাস্তা পিচঢালা পাকা রাস্তা। গ্রামের অভ্যন্তরে প্রায় সকল গ্রামীণ রাস্তা-ই সরকারি অর্থায়নে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সোলিং ও হেরিংকরণ সম্পন্ন। যেটুকু অল্প বাকি আছে, সেগুলোও খুব দ্রুত হেরিং/সোলিংকরণ হয়ে যাবে বলে জনসাধারণ মনে করে। যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় মফস্বলের অত্র আইলহাঁস ইউনিয়নটি দেশের অন্যতম মডেল ইউনিয়ন হিসেবে বিবেচনা করা যায়।
গ্রামসূমহ[সম্পাদনা]
- ঘোলদাড়ী
- কুঠিপাইক পাড়া
- পাইকপাড়া
- টাকপাড়া
- ছয়ঘরিয়া
- ঘোলদাড়ী বাজারপাড়া
- হোসেনপুর
- মধুপুর
- বলেশ্বরপুর
- কুঠিপাইক পাড়া
- সোনাতন
- হাড়োকান্দী
- বুড়াপাড়া
- মোকামতলা
- খাসবাগুন্দা
- পোলবাগুন্দা
- আইলহাঁস
- শিশিরদাড়ী
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
জনসংখ্যা নারী এবং পুরুষের সংখ্যা ১৫,৭৬৬ (পনেরো হাজার সাতশত ষেষ্ট্টি) জন।
শিক্ষা[সম্পাদনা]
এখানে ০৮ টি প্রাথমিক বিদ্যালয়, ০৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ০১ টি মাদ্রাসা রয়েছে।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
ঘোলদাড়ী শাহী মসজিদটি তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া (কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মেহেরপুর) জেলার প্রথম স্থাপিত জামে মসজিদ হিসেবে পরিচিত।। এই মসজিদটি ঘোলদাড়ী বাজার থেকে প্রায় ১ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখান থেকেই এই জেলায় গুলোর প্রথম ইসলাম প্রচার শুরু হয়। বর্তমানে এটি দর্শনীয় স্থান।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Ailhash Union"। Bangladesh National Portal।
- ↑ "Alamdanga Upazila"। Banglapedia: National Encyclopedia of Bangladesh। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।