আসিফ করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কে আসিফ থেকে পুনর্নির্দেশিত)
কে আসিফ
জন্ম(১৯২২-০৬-১৪)১৪ জুন ১৯২২
মৃত্যু৯ মার্চ ১৯৭১(1971-03-09) (বয়স ৪৮)
অন্যান্য নামকরিমুদ্দীন আসিফ
পেশাচলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৪৫-১৯৭১
দাম্পত্য সঙ্গীআক্তার আসিপ (বোন দিলীপ কুমার), নিগার সুলতানা
সন্তানআকবর আসিফ, শাবানা আসিফ, শওকত আসিফ, মুনজা আসিফ, তাবির কোরেশী

কে আসিফ (উর্দু: کے آصف‎‎; ১৪ জুন ১৯২২ – ৯ মার্চ ১৯৭১) ছিলেন ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার। আসিফ ১৯৬০ সালের হিন্দি মহাকাব্যিক মুঘল-ই-আজম চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততার জন্য বিখ্যাত ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আসিফ পিতা ডাঃ ফজল করিম ও বিবি গোলাম ফাতিমার ঘরে ভারতের উত্তর প্রদেশে আসিফ করিম (' اصف کریم) নামে জন্মগ্রহণ করেন।

ক্যারিয়ার[সম্পাদনা]

তিনি ১৯৪৫ সালের ফুল ছবিতে পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। উক্ত চলচ্চিত্রটি সেই সময়কার জনপ্রিয় অভিনেতা/অভিনেত্রী পৃথ্বীরাজ কাপুর, দুর্গা খোতে এবং সুরাইয়াকে নিয়ে নির্মানের কারণে ব্যাপকভাবে ব্যাবসায়িক সাফল্য লাভ করে।

১৯৪৪ সালে, আসিফ মুঘল সম্রাট আকবরের এর জীবনের উপর ভিত্তি মুঘল-ই-আজম চলচ্চিত্রটি নির্মানের পরিকল্পনা করেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

পরিচালক[সম্পাদনা]

প্রযোজক[সম্পাদনা]

  • হালচাল (১৯৫১)
  • মুঘল-ই-আজম (১৯৬০)

চিত্রনাট্যকার[সম্পাদনা]

  • মুঘল-ই-আজম (১৯৬০) (চিত্রনাট্য)

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Awards IMDB.
  2. "8th National Film Awards"International Film Festival of India। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]