ইলিয়াস আজমী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলিয়াস আজমী
সংসদ সদস্য
সংসদীয় এলাকাশাহাবাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1934-08-22) ২২ আগস্ট ১৯৩৪ (বয়স ৮৯)
আজমগড়, উত্তর প্রদেশ
রাজনৈতিক দলবহুজন সমাজ পার্টি
দাম্পত্য সঙ্গীমরহুম বদারুন্নিছা
সন্তান৪ পুত্র এবং ৪ কন্যা
বাসস্থানহারদই
সেপ্টেম্বর ১৭, ২০০৬ অনুযায়ী
উৎস: [[১]]

ইলিয়াস আজমী (ইংরেজি: Iliyas Azmi); (জন্ম: ২২ আগস্ট ১৯৩৪) হলেন একজন উত্তর প্রদেশের শাহাবাদ (লোকসভা কেন্দ্রের) ভারতীয় রাজনীতিবিদ।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ইলিয়াস আজমী ১৯৩৪ সালের ২২ আগস্ট উত্তর প্রদেশ এর আজমগড়ে জন্ম গ্রহণ করেন। তার স্ত্রীর বদরুন্নেচ্ছা সম্প্রতি পরলোকগমন করেছেন। এছাড়াও আজমীরের পরিবারে ৪ পুত্র এবং চার কন্যা সন্তান রয়েছে।

কর্মজীবন[সম্পাদনা]

ইলিয়াস বহুজন সমাজ পার্টি থেকে নেতৃত্ব দিয়ে ১১তম এবং ১৪তম লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]